Better Life with Steem || The Diary Game || August 31, 2025steemCreated with Sketch.

in Incredible India23 days ago

thumbnail.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৩১শে আগস্টের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজকে সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে রোজকার মতো এক কাপ চা করে আমি আজকের খবরের কাগজ পড়ে নিলাম। তারপর স্নান করে নিয়ে ডিম টোস্ট বানিয়ে খেয়ে আমি সকাল ৯টার মধ্যে শ্বশুরবাড়ীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমার স্ত্রী গতকাল রাতেই অফিস থেকে ওর বাপের বাড়ীতে চলে গেছে। আজকে বিকেলে আমি ওকে নিয়ে কলকাতায় ফিরবো। ১০টার একটু পরে আমি বহরু স্টেশনে পৌঁছে গেলাম। আজ রবিবার বলে স্টেশন বেশ ফাঁকা ছিল।

2.jpg

3.jpg

স্টেশন রোডে দেখলাম কংক্রিটের স্ল্যাব দিয়ে নতুন করে রাস্তা তৈরী হচ্ছে। এটা দরকার ছিল, নাহলে একটু বৃষ্টি হলেই এই রাস্তায় জল জমে যায়।

4.jpg

4a.jpg

শ্বশুরবাড়ীতে ঢোকার আগে আমি একবার পঞ্চানন ঠাকুরের মন্দির দর্শন করে এলাম। এই মন্দিরটা নতুন করে সংস্কার করা হয়েছে।

“দুপুর”

5.jpg

দুপুরে লাঞ্চের আগে আমি মেয়েকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আমরা সবাই লাঞ্চ করতে বসলাম। আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল আম দিয়ে টক ডাল, আলু ভাজা, পাঁচমিশেলি সব্জী, ইলিশ মাছ এবং মুরগীর মাংস। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমি বউ আর মেয়েকে নিয়ে দোতলায় চলে গেলাম ঘন্টাখানেকের জন্য বিশ্রাম নিতে।

“বিকেল ও সন্ধ্যে”

6.jpg

বিকেল ৪টের পরে আমি ও আমার স্ত্রী সকলের কাছ থেকে বিদায় নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার ট্রেনে মোটামুটি বেশ ভালোই ভীড় ছিল। বাঘাযতীন স্টেশনে যখন আমরা পৌঁছলাম তখন ৫টা ৩০ মিনিট বাজে।

7.jpg

8.jpg

আজকে আর রিক্সা করে বাড়ী ফিরিনি। তার বদলে আমরা দুজন গল্প করতে করতে হেঁটে বাড়ী ফিরলাম। সন্ধ্যে দিয়ে নিয়ে আমার স্ত্রী দুজনের জন্য চা বানালো। তারপর আমি ল্যাপটপে ওয়ার ২ মুভি দেখা শুরু করলাম আর ও বাপের বাড়ীর লোকের সাথে মোবাইলে কথা বলতে লাগলো।

“রাত”

9.jpg

10.jpg

11.jpg

রাত ৮টা নাগাদ আমি অনলাইনে অর্ডার করে কাঁচালঙ্কা, সর্ষের তেল আর মেয়ের জন্য হাগিসের ডায়াপার আনলাম।

রাত ৯টা নাগাদ আমার স্ত্রী ভাতের সাথে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলো। রাত ১০টার পরে আমার সিনেমা দেখা শেষ হলে দুজনে ডিনার করে নিলাম। এরপর আমার স্ত্রী ঘুমাতে চলে গেলো আর আমি ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম।

আমি প্রথমে ইলিশ মাছ রান্নার রেসিপির কিছু ভিডিও দেখলাম কারণ আগামীকাল আমি ইলিশ মাছ রান্না করবো। বউকে দিয়ে ইলিশ মাছ রান্না করাতে ঠিক ভরসা পাচ্ছি না। তারপর আমি কিছু পুরানো দিনের গানের ভিডিও দেখলাম। এরপর ফেসবুকে বেশ কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাট করলাম আর সাথে স্টোরি পড়লাম। তারপর ঘুম পেয়ে গেলে আমি লাইট, ফ্যান, ল্যাপটপ সব সুইচ অফ করে দিয়ে বেড্রুমে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৩১শে আগস্টের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
Loading...

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

Curated By: @fantvwiki

 22 days ago 

@fantvwiki, thank you for your cordial support.

তোমার ডেইরি খুব ভালো। তুমি তোমার শ্বশুরবাড়িতে যাবে এবং তোমার মেয়ের সাথে দেখা করবে। তোমার সময়টা খুব ভালো কাটবে। পরের বার শ্বশুরবাড়ি যাওয়ার সময় বৃষ্টি তোমার যাত্রায় বাধা সৃষ্টি করবে না।

 22 days ago 

আপনার শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।