Better Life with Steem || The Diary Game || July 05, 2025steemCreated with Sketch.

in Incredible Indialast month

header.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৫ই জুলাইয়ের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজকে সকাল ১০টার সময় আমি ঘুম থেকে উঠলাম। এরপর ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা বানিয়ে চা খেতে খেতে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। আজকেও আমি ব্রেকফাস্ট করলাম না। বেশ কিছুদিন ধরে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে চা ছাড়া আর কিছু খেতেই ইচ্ছে করছে না। সকাল ১১টা নাগাদ অ্যামাজন থেকে আমায় একটা পার্সেল ডেলিভারি দিতে আসলে আমি সেটা রিসিভ করে নিলাম।

2.jpg

3.jpg

আমি একটা রুপোর রিং অর্ডার করেছিলাম। সেটাই ডেলিভারি দিয়ে গেলো। রিংটা বেশ সুন্দর দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত আমার আঙুলে ফিট করলো না, রিটার্ন করতে হবে।

“দুপুর”

4.jpg

5.jpg

6.jpg

দুপুর ১টার পরে আমি আপনজন রেস্টুরেন্ট থেকে সুইগির মাধ্যমে দুটো নিরামিষ থালি অর্ডার করলাম। ২০ মিনিটের মধ্যে অর্ডার ডেলিভারি দিয়ে গেলে আমি কাজের মাসীর জন্য অপেক্ষা করতে থাকলাম। মাসী এসে কাজ করে চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করলাম। আজকে আমার লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু ও পটলের তরকারী, এঁচোড়ের তরকারী এবং কাঁচা আমের চাটনি। লাঞ্চ হয়ে যাবার পর আমি একটা পাকা ল্যাংড়া আম খেয়ে কয়েকঘন্টার জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

7.jpg

বিকেলবেলায় যখন আমি ঘুম থেকে উঠলাম তখন ৫টা বেজে গেছে। আমি এক কাপ চা করে খেয়ে নিয়ে হাঁটতে বের হলাম। আজকে আর আমি লেকের পাড়ে বসিনি। মেন রোড দিয়ে আধঘন্টার মতো হেঁটে আমি বাড়ী ফিরে আসলাম। বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম।

“রাত”

রাত ৯টার সময় আমি আমার স্ত্রীর সাথে মোবাইল ফোনে কিছুক্ষণ কথা বললাম। আজকে আর ভিডিও কল করিনি। আমার মেয়েটার জন্য কলকাতায় একজন ভালো চাইল্ড স্পেশালিষ্টের ব্যবস্থা করতে হবে। আমার শ্বশুরবাড়ী গ্রামে আর ওখানে ভালো ডাক্তার নেই। বউয়ের সাথে কথা হয়ে যাবার পর আমি ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম।

আমি প্রথমে কিছু গ্রামবাংলার ভিডিও দেখলাম। তারপর আমি কিছু রান্নার রেসিপির ভিডিও দেখলাম। তারপর রাত ১১টা নাগাদ দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর দিদি বাড়ী চলে গেলে আমি ডিনার করে নিলাম। ডিনারের পর একটা পাকা ল্যাংড়া আম খেয়ে আমি আবার ল্যাপটপ অন করলাম।

এবার আমি ইউটিউবে বেশ কিছু জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখলাম। তারপর আমি চম্পারন মিট কিভাবে রান্না করতে হয় তার কিছু ভিডিও দেখলাম। আমার অনেকদিন ধরে ইচ্ছে আছে এই মাংসটা রান্না করার, দেখি কবে করে উঠতে পারি। ঢাকনা সহ মাটির হাঁড়ি কিনতে হবে চম্পারন মিট রান্না করার জন্য। রাত ১টা নাগাদ ঘুম পেয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৫ই জুলাইয়ের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  

আপনার দিনলিপি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। একেবারে নিজের জীবনের একদিনের ছোট ছোট মুহূর্তগুলো আপনি যেভাবে পরম যত্নে বর্ণনা করেছেন, তাতে মনে হলো যেন পাশে বসে আপনার দিনটা দেখছি।

সকালের চা আর খবরের কাগজ দিয়ে দিনের শুরু — একদম শান্ত একটা মুহূর্তের অনুভব দিল। রুপোর আংটি না ফিট করাটা যদিও একটু দুঃখের, তবে আপনার ধৈর্য প্রশংসনীয়।

দুপুরের নিরামিষ থালির বর্ণনা শুনেই জিভে জল চলে এলো — এঁচোড়ের তরকারি আর কাঁচা আমের চাটনি, আহা! আর পাকা ল্যাংড়া আম তো যেন গ্রীষ্মকালের রাজা! 😍

সন্ধ্যার হালকা হাঁটাহাঁটি আর রাতের ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখা — সব মিলিয়ে এক নিঃশব্দ, স্নিগ্ধ দিনের প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে। চম্পারন মিট রান্নার পরিকল্পনা শুনে ভালো লাগলো, আশা করছি শিগগিরই আপনি সেটা করে আমাদের সাথেও অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

এইরকম আন্তরিক ও ঘরোয়া মুহূর্তগুলো সত্যিই পাঠককে ছুঁয়ে যায়। দারুণ একটি দিনলিপির জন্য ধন্যবাদ, দাদা। ভবিষ্যতেও এরকম আরও শেয়ার করবেন বলে আশা করি। আপনাদের পরিবারের জন্য অনেক শুভকামনা

CURATOR 8
Congratulations!

Your comment has been supported by the TEAM FORESIGHT. We support quality posts, good comments anywhere, and any tags

1000061832.png

Curated by : @wirngo

 last month 

ধন্যবাদ আমার একদিনের দিনলিপি মন দিয়ে পড়ে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সব সময়।

CURATOR 8
Congratulations!

Your post has been supported by the TEAM FORESIGHT. We support quality posts, good comments anywhere, and any tags


1000061832.png

Curated by : @wirngo

 last month 

@wirngo, Thank you for your cordial support.

Loading...