Better Life with Steem || The Diary Game || July 22, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২২শে জুলাইয়ের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


আজকে সকালে বেশ দেরী করে আমার ঘুম ভাঙলো তাও কলিংবেলের শব্দে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সকাল ১০টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে উঠে গিয়ে দেখি একজন ডেলিভারি ম্যান আমাকে একটা পারসেল ডেলিভারি করতে এসেছে। আমি পারসেলটা রিসিভ করে নিয়ে ঘরে এসে খুলে দেখি এক সপ্তাহ আগে আমি যে আমার জন্য এক জোড়া কানের দুলের অর্ডার করেছিলাম সেটাই এসেছে।

আমি সাথে সাথে একটা দুল কানে পড়ে ট্রাই করে দেখলাম যে বেশ ভালোই ফিট করেছে। এগুলো non piercing ear ring আর তাই এগুলো পড়ার জন্য আমাকে কান ফুটো করতে হবে না। আমার অনেকদিন ধরে কানে দুল পড়ার শখ ছিল। আজ সেই শখ আমার পূরন হলো।
এরপর আর কি রোজকার মতো ফ্রেশ হয়ে এক কাপ চা করে আমি আজকের খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি ব্রেকফাস্টে একটা মুসাম্বী লেবু, একটা বেদানা আর দুটো পাকা দশেরী আম খেলাম। ব্রেকফাস্টের পর আমি ইন্ডাক্সনে ভাত বসিয়ে দিয়ে আলুভাজা করার জন্য আলু আর পেঁয়াজ কাটতে থাকলাম। আজকে শুধু আলুভাজা আর ভাত খেয়েই আমি দুবেলা কাটিয়ে দেবো বলে ঠিক করেছি।
দুপুর ১টার পর আমি স্নান করে নিয়ে কাজের মাসীর জন্য অপেক্ষা করতে থাকলাম। আধঘন্টা পর মাসী এসে কাজ করে চলে গেলে আমি আলুভাজা আর ভাত দিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর একটা পাকা দশেরী আম খেয়ে আমি ঘুমাতে চলে গেলাম।

বিকেল ৫টা নাগাদ ঘুম থেকে উঠে প্রথমে আমি এক কাপ চা করে খেলাম। তারপর আমি হাঁটতে বের হলাম। স্টেশন রোড দিয়ে না গিয়ে নানা পাড়ার মধ্যে দিয়ে আমি বাঘাযতীন স্টেশনে গিয়ে পৌঁছলাম।


প্ল্যাটফর্মে কিছুক্ষণ ঘোরাঘুরির সময় আমি লক্ষ্য করলাম যে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা একটার পর একটা বিড়ি খেয়ে চলেছেন। আমার মতনই একজন চেন স্মোকার আর কি! নেশা যে কি জিনিস সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি।
সন্ধ্যে হয়ে আসলে আমি বাড়ীর দিকে রওনা দিলাম। বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে আমি Special Ops সিরিজ ২ দেখা শুরু করলাম। এপিসোডগুলো দেখতে এতো ভালো লাগছিল যে আজ আর কোনো কাজ করবো না বলে ঠিক করলাম।
বেশ কয়েকটা এপিসোড দেখা হয়ে যাওয়ার পর আমার সামান্য খিদে পেলে আমি দুটো ডিম সেদ্ধ করে খেলাম। এপিসোডগুলো দেখার মাঝেই দিদি আমার ফ্ল্যাটে আসলো রাত ১১টা নাগাদ। তখনও আমার ৩টে এপিসোড দেখা বাকি আর সবগুলোই প্রায় ১ঘন্টার কাছাকাছি। আমি বুঝলাম যে আজ আর আমি পুরো সিরিজটা দেখে উঠতে পারবো না। দিদি বাড়ী চলে গেলে আমি আরেকটা এপিসোড দেখে রাত ১টা নাগাদ ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২২শে জুলাইয়ের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1948042539505946760