Better Life with Steem || The Diary Game || June 25, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৫শে জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৭টা নাগাদ ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি ময়লা সংগ্রাহক দাদার গাড়ীতে ময়লা ফেলে দিয়ে আসলাম। তারপর আমি আবার বেড্রুমে ঢুকে ঘুমিয়ে পরলাম। এরপর যখন আমি ঘুম থেকে উঠলাম তখন সকাল ৯টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে চা খেতে খেতে আজকের নিউজপেপারটা পড়ে নিলাম। তারপর ২টো ডাবল ডিমের অমলেট খেয়ে নিয়ে আমি গড়িয়া মহামায়াতলায় ম্যাজিস্ট্রেটের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। মহামায়াতলায় পৌঁছে আমি প্রথমে মা মহামায়ার দর্শন করলাম এবং তারপর আমি ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে নিজের কাজ সম্পন্ন করলাম।
বাড়ী ফিরে আমি ল্যাপটপ অন করে আমার ইমেলগুলো চেক করলাম। তারপর আমি আমার ক্লায়েন্টের জন্য কাজ করতে থাকলাম। আজ যা কাজের চাপ, আমার মনে হয় না যে স্টিমিটের জন্য কোনো পোস্ট লিখতে পারবো! আজ আর রান্না করাও হবে না।


দুপুর ১টা নাগাদ আমি অনলাইনে সুইগির মাধ্যমে নাকতলার আপনজন রেস্টুরেন্ট থেকে ২টো নিরামিষ থালি আর দুটো ফিস কচুরি এবং আলুর দম অর্ডার করে দিলাম। ৩০ মিনিটের মধ্যে অর্ডার যখন ডেলিভারি হয়ে আসলো আমি দেখলাম যে গরম গরম ফিস কচুরি এবং আলুর দমের সাথে পেঁয়াজ ও শশার স্যালাড এবং টম্যাটো ও চিলি সসের প্যাকেটও দিয়েছে।
আমি আজ আর কাজের মাসীর জন্য অপেক্ষা না করে গরম গরম ফিস কচুরি খাবার লোভে স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। ফিস কচুরি দুটোর এতো বড়ো সাইজ ছিল যে আমার দুটো ফিস কচুরি আর আলুর দম খেয়েই পেট ভরে গেলো। এরপর আমি এক চামচ ভাত আর এক চামচ চাটনি খেয়ে আমার লাঞ্চ সম্পন্ন করলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই সরলা মাসী কাজ করতে চলে এলো। মাসী কাজ করে চলে যাওয়ার পর আমি একটা পাকা ল্যাংড়া আম খেয়ে ঘন্টাখানেকের জন্য বিশ্রাম নিতে চলে গেলাম।

বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি হাঁটতে বের হলাম। ৪০-৪৫ মিনিটের মতো হেঁটে আমি বাড়ী ফিরে বারান্দায় মেলে রাখা জামাকাপড় সব ঘরে তুললাম। আজকেও আমি সন্ধ্যে দিইনি কারণ এখনও অম্বুবাচী কাটেনি, আজ মধ্যরাতে কাটবে। আগামীকাল থেকে আমি আবার সন্ধ্যে দিতে পারবো। এরপর আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করতে থাকলাম।
রাত ৯টা নাগাদ আমি আমার সব কাজ শেষ করে পঞ্চায়েত ওয়েব সিরিজের ৪র্থ সিজন দেখতে লাগলাম। এই ওয়েব সিরিজটা অনেকটা নেশার মতোন, একবার দেখতে শুরু হলে আর শেষ না দেখে ছাড়াই যায় না। যাইহোক, ৩টে সিরিজ দেখার পর আমার দিদি আমার ফ্ল্যাটে আসলে ওর সাথে গল্প করতে করতে ডিনার করে নিলাম। দিদি বাড়ী চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ ইউটিউব ভিডিও দেখে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২৫শে জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1938321358003573072
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟