Better Life with Steem || The Diary Game || June 27, 2025steemCreated with Sketch.

in Incredible Indialast month

header-thumb.png
Image edited by Adobe

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৭শে জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

আজকে সকাল ৭টার একটু আগেই আমি ঘুম থেকে উঠে পড়লাম। আজকে শুভ রথযাত্রা তবে আজ আমার ছুটি নেই, একটা জরুরী মিটিংয়ের জন্য সকাল ১০টার সময় বেরোতে হবে, সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে ওঠা, নাহলে আমি এতো তাড়াতাড়ি ওঠার মানুষ না।

যাইহোক, বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি ময়লার গাড়ীর জন্য ওয়েট করতে থাকলাম। বেশিক্ষণ অবশ্য আমাকে অপেক্ষা করতে হলো না, কিছুক্ষণের মধ্যেই ময়লা সংগ্রাহক দাদা গাড়ী নিয়ে হাজির। আমি দাদার গাড়ীতে ময়লার প্যাকেটগুলো ফেলে দিয়ে ঘরে ফিরে আসলাম। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার এই একটা সুবিধা হলো।

তারপর আমি রোজকার মতো এক কাপ চা করে আজকের খবরের কাগজ পড়ে নিলাম। এরপর আমাদের পাড়ার দোকান থেকে ব্রেড নিয়ে এসে আমি ডিম টোস্ট বানিয়ে খেলাম। তারপর আরও এক কাপ চা খেয়ে নিয়ে আমি স্নান করে নিলাম। সকাল ১০টা বাজলে আমি ক্লায়েন্টের সাথে মিটিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম।

1.jpg

2.jpg

সকাল ১১টা নাগাদ অফিস পৌঁছে দেখি তখনও ম্যানেজমেন্টের অনেকে আসেননি। আমি অফিসের ছাদে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপর সবাই আসলে আমাদের মিটিং শুরু হলো।

“দুপুর”

3.jpg

মিটিং শেষ হতে হতে দুপুর ১টা বেজে গেলো। আমি সবে ক্লায়েন্টের অফিস থেকে বের হতে যাচ্ছি তখন আমাকে ওখান থেকে লাঞ্চ অফার করা হলো। আমি না বলতে পারলাম না, তাই ওখানেই লাঞ্চ করে নিলাম। আমি তারপর ওই অফিসের ব্যাঙ্কোয়েট হলটা একবার দেখতে চলে গেলাম। ওখানে তখন হাউসকিপিং স্টাফরা কাজ করছিল। এরপর আমি ক্লায়েন্টের অফিস থেকে বাড়ী ফিরে ঘন্টাখানেকের জন্য ঘুমিয়ে পড়লাম।

“বিকেল ও সন্ধ্যে”

4.jpg

5.jpg

ঘুম থেকে উঠতে আমার সন্ধ্যে ৬টা বেজে গেলো। আজকে বিকেল পেরিয়ে সন্ধ্যে হয়ে গেলো আমার ঘুম থেকে উঠতে। আমি সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা খেয়ে হাঁটতে বের হলাম। ৫ মিনিটও হয়নি আমি হাঁটতে বের হয়েছি বেশ ভালোরকম বৃষ্টি শুরু হলো। আমি রামগড় লেকের ধারে শেডের নীচে আশ্রয় নিলাম। এরপর বৃষ্টি একটু কমলে আমি হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ী ফিরে আসলাম।

“রাত”

6.jpg

রাত ৮টা নাগাদ আমি নতুন প্রোজেক্ট নিয়ে কাজ করা শুরু করলাম। আজকে আর স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা হলো না। রাত ১০টার সময় দোতলার কাকিমার মেয়ে এসে রথযাত্রার পূজোর প্রসাদ দিয়ে গেলো। অনেক কিছু ছিল প্রসাদে, দুটো লুচি, আলুরদম, শাকভাজা, পটল পোস্ত, পাটিসাপ্টা, মালপোয়া, সন্দেশ আর বোঁদের পায়েস।

আমি বেশ বুঝতে পারলাম যে আমাকে আর আজকে আলাদা করে ডিনার করতে হবে না। তাই আমি আর দেরী না করে এই প্রসাদগুলো খেয়ে ডিনার করে নিলাম। বোঁদের পায়েস আমি এই প্রথমবার খেলাম আর আমার খেয়ে বেশ ভালোই লাগলো। এরপর দিদি এসে গল্প করে বাড়ী ফিরে যাওয়ার পরে আমি ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ২৭শে জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।