Better Life with Steem || The Diary Game || September 01, 2025steemCreated with Sketch.

in Incredible India22 days ago

thumb.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১লা সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

2.jpg

আজকে সকাল ৬টার সময় বউয়ের উৎপাতে আমায় ঘুম থেকে উঠে পড়তে হলো, তাছাড়া আজকে ইলিশ মাছ রান্না করার দায়িত্ব আমার, তাই তাড়াতাড়ি উঠতেই হতো। যাইহোক, বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি বউয়ের হাতের এক কাপ চা খেয়ে আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। তারপর আধঘন্টার মধ্যে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করলাম। নিজে রান্না করেছি বলে বলছি না, বেশ ভালোই হয়েছে খেতে। তেল, ঝাল, লবণ সবকিছু একদম সঠিক। এরপর আমি বাজারে গিয়ে লটে মাছ আর কিছু সব্জী কিনে আনলাম।

3.jpg

4.jpg

বউ আসার পর দেখছি এখন আমায় একদিন বাদে বাদেই বাজারে যেতে হচ্ছে, নাহলে আমি সপ্তাহে একদিনের বেশি বাজারে যাই না। বাজার থেকে বাড়ী ফেরার পথে দেখি একটা প্যান্ডেলে এখনও গনেশ ঠাকুরের বিসর্জন হয়নি। আমি ওনার একটা ছবি তুলে নিলাম।

বাড়ী ফিরে দেখি বউ বাটার টোস্ট করেছে ব্রেকফাস্টের জন্য। আমি ব্রেকফাস্ট করে নিয়ে এক কাপ চা খেলাম আর আমার স্ত্রী সেই সময় অফিস চলে গেলো। এরপর আমি ওয়াশিং মেশিনে কিছু জামাকাপড় কাচতে দিয়ে অনলাইনে কাজ করতে বসলাম।

“দুপুর”

দুপুরবেলায় আজকে মাসী একটু তাড়াতাড়ি কাজ করতে আসলো। মাসী কাজ করে দিয়ে চলে গেলে আমি লাঞ্চ করে নিলাম। তারপর আমি কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

5.jpg

6.jpg

7.jpg

আজকে সন্ধ্যে ৬টার পরে আমি ঘুম থেকে উঠলাম। সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে খেয়ে আমি হাঁটতে বের হলাম। ৩০-৪০ মিনিট হেঁটে বাড়ী ফিরে এক কাপ চা করে আমি স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।

“রাত”

ডেইলি ডায়েরী গেম লেখার মাঝপথে আমার বউ অফিস থেকে বাড়ী ফিরে এলো আর ওর সারাদিনের অফিসের কার্যাবলী আমায় বলতে থাকলো। এরপর ও ওর বাপের বাড়ীর লোকের সাথে ভিডিও কলে কথা বলা শুরু করলো আর আমি ডেইলি ডায়েরী গেম লেখা শেষ করে স্টিমিটে পোস্ট করে দিলাম।

বুমিং সাপোর্ট বন্ধ হয়ে যাওয়ার পর অনেকেরই দেখছি স্টিমিটের জন্য পোস্ট লেখার আগ্রহ কমে গেছে। আমি জানি না স্টিমিট ম্যানেজমেন্টের কারা এই সিদ্ধান্তটা নিয়েছে! আমি এটাকে সমর্থন করি না যেমন আমি বার্ন স্টিমকেও সমর্থন করি না।

8.jpg

9.jpg

যাইহোক, রাত ১০টার পর আমি ও আমার স্ত্রী মিলে ডিনার করে নিলাম। এরপর ও ঘুমাতে চলে গেলে আমি অনলাইনে অর্ডার দিয়ে বাঁধাকপি, টম্যাটো, পটল, শসা আর পাতিলেবু কিনে আনলাম। তারপর বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ইউটিউব ভিডিও দেখলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে তখন রাত ১২টা বেজে গেছে। তাই আমি আর দেরী না করে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ১লা সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।