Better Life with Steem || The Diary Game || September 14, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৪ই সেপ্টেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।



আজকেও যথারীতি সকাল ৬টার সময় ঘড়ির অ্যালার্মের শব্দে আমার ঘুম ভেঙ্গে গেলো। আমার বউ এক মাসের জন্য কলকাতায় আসার পর এই এক জ্বালা হয়েছে। রোজ সকালে আমায় ঘুম থেকে উঠতে হচ্ছে। নাহলে আমি কখনও সকাল ১০টা বা ১১টায় ঘুম থেকে উঠি আবার কখনও বা দুপুর ২টোয়। যাইহোক, বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি ওর সাথে চা খেয়ে নিয়ে আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। তারপর আমি বাজারে গিয়ে কিছু শাক-সব্জী, ফল আর মাছ কিনে আনলাম। এখন দুদিন বাদে বাদেই আমাকে বাজার যেতে হচ্ছে। আমি একা থাকলে সপ্তাহে একদিন বাজারে গেলি আমার হয়ে যায়।
যাইহোক, এরপর বাড়ী ফিরে ভাতের সাথে ডিম আর আলুসেদ্ধ খেয়ে আমি বউয়ের সাথে ব্রেকফাস্ট করলাম। তারপর ও অফিস চলে গেলে আমি এক কাপ চা করে নিয়ে অনলাইনে কাজ করতে বসলাম।


দুপুর ১টার কিছু সময় পরে আমায় রে-ব্যান থেকে ২টো সানগ্লাস ডেলিভারি দিয়ে গেলো। এরপর মাসী এসে কাজ করে চলে গেলে আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর আমি ঘন্টাখানেকের জন্য ভাতঘুম দিতে চলে গেলাম।


বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি এক কাপ চা করে নিয়ে অনলাইনে কিছুক্ষণ কাজ করলাম। তারপর আমি সন্ধ্যে দিয়ে নিয়ে রোজকার মতো হাঁটতে বের হলাম। ৩০ মিনিটের মতো হেঁটে বাড়ী ফিরে এসে আমি আরও এক কাপ চা করে নিয়ে ল্যাপটপে ইন দিনো মেট্রো মুভিটা দেখা শুরু করলাম। সিনেমাটার প্রথম ৩০-৪০ মিনিট খুব বোরিং, তারপর থেকে ভালো।
রাত প্রায় ১০টা নাগাদ ঝুনু অফিস থেকে বাড়ী ফিরলো। ওদের এখন এই পুজোর আগের এক মাস রবিবারেও কোনো ছুটি নেই আর এক্সট্রা ডিউটি করতে হচ্ছে, সেইকারণেই ওর এখন কলকাতায় থাকা। ষষ্ঠীর দিন ও ওর বাপের বাড়ী ফিরে যাবে আর আমি আবার একা বিন্দাস লাইফ কাটাতে থাকবো।
আজকে ওর কিছুটা দেরী হলো বাড়ী ফিরতে, রিলেটিভদের জন্য ড্রেস কিনতে গিয়েছিল, নাহলে ও রাত ৯টা থেকে ৯:৩০ এর মধ্যে বাড়ী ফিরে আসে। যাইহোক, বাড়ী ফিরে পোশাক পরিবর্তন না করে ও প্রথমে মেয়ের সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বললো। তারপর ঝুনু আগামীকালের রান্নার জন্য কিছু সব্জী কেটে রাখলো। তারপর আমরা দুজনে ডিনার করে নেওয়ার পর ও শুতে চলে গেলো আর আমি ইন দিনো মেট্রো মুভিটা আবার দেখা শুরু করলাম।
মুভি দেখা শেষ হয়ে যাবার পর আমি রোজকার মতো কয়েকটা ইউটিউব ভিডিও দেখলাম। তারপর হোয়াটসঅ্যাপে বেশ কয়েকজনের সাথে কিছু দরকারী কথাবার্তা বললাম। এরপর আমার ঘুম পেয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ১৪ই সেপ্টেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1967639336771547252
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟