You are viewing a single comment's thread from:

RE: ষড়রিপুকে জয় করতে পারলে, যেকোনো পরিস্থিতিকে জয় লাভ সম্ভব।(Six enemies of our spiritual life)

in Incredible India2 years ago

এই জিনিসটা আগে দেখতাম যে সংসারে বেশি টাকা দিতে সক্ষম তার কদর বেশি। কিন্তু কোলকাতায় এখন ৯০% এরও বেশি সব নিউক্লিয়ার ফ্যামিলি। পুরনো দিনের বাংলা সিনেমা ছাড়া এখন এই জিনিসটা বাস্তবে আমাদের এখানে আর প্রায় দেখা যায় না। মফস্বলের দিকে হয়তো এই ব্যাপারগুলো এখনো অনেক পরিমাণে আছে, তবে কোলকাতায় এর পরিমাণ খুবই কম।

Sort:  
 2 years ago 

বিষয়টা কেবলমাত্র শহর অথবা মফস্বল(জায়গা কেন্দ্রিক) নয় পারিবারিক শিক্ষার উপরে নির্ভরশীল।
নিউক্লিয়ার পরিবারেরই এগুলো বেশী দেখা যায় কারণ ভাগের মা গঙ্গা পায় না। শুনেছেন নিশ্চই কথাটা। তাই মা বাবার খরচ তথা সামাজিক প্রেক্ষাপট যুগের সাথে একই আছে। যতই গায়ে আধুনিকতার তকমা লাগানো থাকুক, মনটা সেকেলে আজও আমি সচক্ষে দেখেছি, এবং জানিয়ে রাখি শহুরে মানুষদের ভিতরে আত্মকেন্দ্রিকতা বরঞ্চ বেশি দেখেছি, অত্যধিক খরচের নামে হাত গুটিয়ে নিতে।

দুঃখজনক হলেও বাস্তব বাঙালিদের মধ্যে বিষয়টি বেশি চোখে পড়ে, অন্য ভাষার মানুষদের চাইতে। সুতরাং বিষয়টি স্থান কেন্দ্রিক নয়, মানসিকতা কেন্দ্রিক। সিরিয়াল এবং সিনেমা বাস্তব ঘটনার নিরিখেই সৃষ্টি, কারণ জীবন কখনো এপিসোড অথবা আড়াই ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় না।

তাই আপনার মন্তব্যের সাথে সহমত পোষণ করতে পারলাম না। তবে ধন্যবাদ মন্তব্যের জন্য।