অনলাইন থেকে কেনা জিনিস গুলোর দাম

in Incredible India7 days ago

নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন কিছু গল্প শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

আমি গত পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি অনলাইন থেকে কি কি বিউটি প্রোডাক্ট কিনেছি। তবে সেগুলির প্রত্যেকটির দাম আলাদা ভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আজকে চলে এসেছি আপনাদের সাথে প্রত্যেকটি প্রোডাক্টের দাম শেয়ার করতে এবং সেই সাথে অনলাইনে পারচেজ করার অভিজ্ঞতা ও আপনাদের সাথে শেয়ার করব।

1000302140.jpg

প্রথমেই চলে আসি আমার সব থেকে পছন্দের জিনিসের কথায়, সেটা হলো কাজল। আমি এর আগে বেশ কয়েকটি অন্য ব্র্যান্ড এর কাজল ব্যবহার করেছি, মানে খুব দামি নয়, ১৫০ টাকার মধ্যেই। তবে বেশিরভাগ কাজলই দেখি প্রথমে কয়েকদিন বেশ ভালো ডার্ক থাকে, সেই সাথে স্মুথ থাকে, তবে কিছুদিন পর সেগুলো ঠিকঠাক থাকে না। তবে Elle18 এর এই কাজলটা একবার ব্যবহার করে আমার এত ভালো লেগেছে যে, এই কাজলটা ব্যবহার করার পর আমি আর অন্য কোন কাজল কিনি না। কম দামের মধ্যে এই কাজলটা খুবই ভালো। এইবার আমি মোট তিনটি কাজল অর্ডার দিয়েছিলাম। এক একটি কাজলের দাম নিয়েছিল ৯৩ টাকা মানে মোটামুটি ৮ স্টিম মতো। তবে এর MRP ছিল ১২৫ টাকা। মানে ১০ স্টিম মতো।

1000302130.jpg

এরপরের পছন্দের জিনিস হল Mascara। আমার আগের mascara টা শেষ হয়ে গিয়েছিল। তাই বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম Purplle থেকে কিছু অর্ডার করলে Mascara টাও কিনে নেব। যদিও এর আগে আমি Blue Heaven এর mascara ব্যবহার করিনি। তবে রিভিউ দেখে অর্ডার দিয়েছিলাম। আর সত্যিই কম দামের মধ্যে এটা খুব পছন্দ হয়েছে। এটার দাম পড়েছে ১২৮ টাকা, মানে ১১ স্টিম মতো।এটার মার্কেট প্রাইস ছিল ১৫০ টাকা , মানে ১৩ স্টিম মতো। এটা বেশ ভালো লেগেছে আমার, eye-lash এর একটা সুন্দর ভলিউম দেয়।

1000302136.jpg
এরপরের প্রোডাক্টটি হলো একটি ফাউন্ডেশন। আমি Maybelline Fitme Foundation (shade number -128) অর্ডার করেছিলাম। এই shade টা আমার স্কিনটোনের সাথে ভালো যাই। যদিও এটা আমি নিজের জন্য অর্ডার করিনি। বৌদি অনেকদিন ধরে বলছিল একটা ফাউন্ডেশন কিনবে। তাই আমি বৌদিকে ওটা কিনে দিয়েছিলাম। আমার আর বৌদির স্কিন টোন মোটামুটি একই রকম তাই ১২৮ এর শেড টাই ঠিকঠাক ছিল। এটার দাম পড়েছে, ১৯৭ টাকা, মানে ১৭ স্টিম মতো। যদিও এর মার্কেট প্রাইস ২৫০ টাকা, মানে ২১ স্টিম। আমি নিজেই আগের বার দোকান থেকে কিনেছিলাম। তখন ২৫০ টাকা নিয়েছিল।

1000302134.jpg

আমার পিংক কালারের লিপস্টিক বেশ ভালো লাগে। তাই আমি Elle 18 এর একটা পিংক শেডের লিপস্টিক অর্ডার করেছিলাম। যদিও এর আগে আমি কখনোই Elle 18 এর লিপস্টিক ব্যবহার করিনি। তবে Elle18 এর প্রোডাক্টগুলো যেহেতু আমার ভালো লাগে তাই আমি লিপস্টিকটা অর্ডার করেছিলাম। এটার দাম নিয়েছিল ৯৪ টাকা, মানে ৮ স্টিম। যদিও এর মার্কেট প্রাইস ১৫০ টাকা, মানে, ১৩ স্টিম মতো। অফার থাকায় সব জিনিসের উপরেই কম বেশি অফার ছিল।

1000302138.jpg

এর পরের প্রোডাক্টটি হলো লিপ লাইনার। Lip liner দিয়ে ঠোঁট এঁকে নিয়ে লিপস্টিক পড়লে, বেশ সুন্দর লাগে। হাই বৌদি বেশ কয়েকদিন ধরেই বলছিল বৌদির জন্য একটা lip liner অর্ডার করতে। আর আমিও আমার আগের lip liner টা খুঁজে পাচ্ছিলাম না তাই দুজনের জন্যই দুটো লিপ লাইনার অর্ডার করে দিয়েছিলাম। দুটো একসাথে কিনেছিলাম তাই একটু ছাড় পেয়েছিলাম। এক একটা দাম নিয়েছিল ৫৫ টাকা করে, মানে ৫ স্টিম মতো। যদিও MRP ছিল ৭০ টাকা। মানে ৬ স্টিম এর কাছাকাছি।

1000302139.jpg

সর্বশেষ প্রোডাক্টটি হলো মেকআপ ফিক্সার। মেকআপ করার পর সেটাকে লং লাস্টিং করার জন্য makeup fixer খুব জরুরী। এর আগেও আমি এইখান থেকে মেকআপ ফিক্সার কিনেছিলাম। এবারও আমি swiss beauty র makeup fixer অর্ডার করেছিলাম। এটার দাম পড়েছে ১৭২ টাকা, মানে ১৫ স্টিম মতো।এর MRP ছিল ২৫০ টাকা, মানে ২১ স্কিমের একটু বেশি।

1000302132.jpg

এই ছিল আমার অনলাইন বিউটি প্রোডাক্ট কেনার গল্প। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...