গণেশ চতুর্থী

in Incredible Indialast month

নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে গণেশ চতুর্থীর কিছু গল্প শেয়ার করব। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।।

দুইদিন আগেই ছিল গনেশ পূজা। আমাদের শহর যদিও গণেশ পূজার জন্য খ্যাত নয় তবে এখন দেখি আমাদের শহরে প্রায়ই সব পুজোই হয়। ছোটবেলায় আমাদের শহরে গণেশ পুজোর এমন ধুম দেখিনি। শুধু গনেশ পূজা কেন আমাদের এখানে লক্ষ্মীপূজো এবং সরস্বতী পুজো খুব ধুমধাম করে হয় এখন। তবে ছোটবেলায় শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো এবং কালী পুজোতেই আমাদের এখানে মানুষের মাতামাতি দেখা যেত। তবে সময়ের সাথে সাথে মানুষ এখন সব উৎসবেই নিজেদেরকে মাতিয়ে রাখতে পছন্দ করে। বাঙালির এই বারো মাসে তেরো পার্বণ কে কেন্দ্র করে মানুষজন কিছুদিন আনন্দে কাটাতে পারে। তাই হয়তো বছরের কোন উৎসবই তারা মিস করতে চায় না।

1000294921.jpg

সকালেই ছিল ঈশা দের বাড়ি পড়ানো। পড়াতে গিয়ে দেখি ওদের বাড়িতে ও গণেশ পূজার ব্যস্ততা। সকাল থেকেই এই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। ওদের বাড়ি থেকে পড়িয়ে বেড়ানোর পর আমার আবার পড়ানো ছিল। যাওয়ার পথে বেশ কয়েকটি ঠাকুর চোখে পড়লো।

ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গিয়ে মেইন রোডে উঠতেই দেখলাম বেশ বড়সড়ো করে এক জায়গায় গনেশ পূজা হচ্ছে। আমি যেহেতু কোনো বাড়ি গণেশ ঠাকুর দেখতে বেরোয় না, মানে গণেশ পুজোর দিন ঘুরতে বেরোই না তাই আমাদের শহরের কোথায় কোথায় গণেশ পুজো হয় আমার ঠিক জানা ছিল না।

1000294927.jpg

এরপর সেখান থেকে আরও খানিকটা এগিয়ে যেতে দেখলাম সেখানেও একটা বেশ বড় গণেশ পূজা হচ্ছে। সেখানে ইতিমধ্যে পুজো শুরু হয়ে গিয়েছিল। কিছু মানুষজন বসে পূজো দেখছিল। হঠাৎ করে সেখানে বৌদির সঙ্গে দেখা হয়ে যায়। কারণ তার কাছেই ছিল আমার ভাইপোর স্কুল। বৌদি ওকে স্কুলে দিয়ে এসে বৌদির কিছু বান্ধবীদের সাথে ওই মন্ডপে বসেছিল। তাছাড়া ওরা নাকি আরো অনেকগুলো ঠাকুর দেখে এসেছে। আসলে বাচ্চাদের স্কুলে দেওয়ার পরে মা দের তেমন কোনো কাজ থাকে না। তাই এক জায়গায় বসে না থেকে ওরা ইতিমধ্যে আরো কয়েকটি ঠাকুর দেখে এসেছে।

1000294923.jpg

বৌদির সাথে কিছুক্ষণ কথা বলে আমি আবার আমার পরবর্তী পড়ানোর বাড়ির দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আরও একটা সুন্দর পূজা মন্ডপ দেখতে পেয়েছিলাম। এখানে নাকি প্রতিবছরই বড় করে পূজো হয়। আগেই যেমন বললাম কোন বছরই ঠাকুর দেখতে বেরোনো হয় না তাই কোথায় কোথায় গনেশ পুজো হয় তা আমার জানা ছিল না। তবে সৌভাগ্যবশত এইবার গনেশ পুজোর দিন আমার টাউনেই পড়ানো ছিল। তাই পড়াতে যাওয়ার ফলে রাস্তায় অনেক ঠাকুর দেখার সৌভাগ্য হয়েছিল।

1000294925.jpg

এই ভাবেই বেশ কয়েকটি ঠাকুর দেখতে দেখতে আমি পড়ানোর বাড়ি পৌঁছায়। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...