অনলাইনে বিউটি প্রোডাক্ট কেনার অভিজ্ঞতা

in Incredible India6 days ago

নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন কিছু গল্প শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

এর আগে আমি আপনাদের সাথে অনলাইনে অনেক রকমের জিনিস কেনার অভিজ্ঞতা শেয়ার করেছি তবে এর আগে কখনোই আপনাদের সাথে কোনো বিউটি প্রোডাক্ট কেনার অভিজ্ঞতা শেয়ার করিনি। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো আসতে চলেছে। সেই উপলক্ষ্যে কয়েকদিন আনন্দে মেতে থাকবে আপামর বাঙালি। আর আনন্দের সাথে সাজ-গোজ তো রয়েছেই। তাই আমি পুজো উপলক্ষ্যেই আমার প্রয়োজনীয় বেশ কিছু বিউটি প্রোডাক্ট অনলাইন থেকে কিনেছি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমার সেই বিউটি প্রোডাক্টগুলোর রিভিউ শেয়ার করি।

1000302128.jpg

এতদিন আমি যে সকল অনলাইন প্রডাক্ট কেনার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো সবই Meesho অ্যাপ থেকে কিনেছি। তবে সেগুলো শেয়ার করার সময় আপনাদের আমি আগেও বলেছি যে আমি কিন্তু কোন বিউটি প্রোডাক্ট Meesho app থেকে কিনি না। বিউটি প্রোডাক্ট কিনা খেতে আমি সবসময় Purplle app টাকেই পছন্দ করি‌। এখানে প্রোডাক্টের দাম অফলাইনের থেকে মানে দোকানের থেকে তুলনামূলক কম থাকে। আর অনেক সময় অনেক অফারও দেওয়া হয়। তাই এই শপিং প্ল্যাটফর্ম টা আমার খুব ভালো লাগে।

1000302142.jpg

এখানে প্রোডাক্ট অর্ডার দেওয়ার দুই তিন দিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দেয়। এটাও একটা দারুণ সুবিধা। তবে বলে রাখি এখানে যেহেতু শুধুমাত্র বিউটি প্রোডাক্টটই পাওয়া যায়, তাই কোনো প্রোডাক্ট অর্ডার দেওয়ার পর সেটাকে ক্যান্সেল করা যায় না কিংবা ডেলিভারির পরে রিটার্ন করা যায় না। তবে এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি যে প্রোডাক্টটি অর্ডার দিবেন সেই প্রোডাক্টটিই আপনার কাছে আসবে, কোনো অন্য প্রোডাক্ট কিংবা খারাপ প্রোডাক্ট ডেলিভারি হবে না। অন্তত আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই। আমিও আমার জিনিসগুলো অর্ডার দেবার চার দিনের মধ্যেই পেয়ে গিয়েছিলাম।

1000302127.jpg
আমি অর্ডার দিয়েছিলাম একটা Maybelline Fit me foundation ( শেড নম্বর ১২৮),Swiss Beauty রং একটা makeup fixer , Elle18 এর তিনটে কাজল, একটা পিঙ্ক শেডের লিপস্টিক,Mars এর দুটো lipliner, আর Blue Heaven এর একটা mascara। এগুলোই ছিল আমার এই বছরের পুজোর কেনাকাটা‌। আরও অনেক জিনিস আগেই কেনা ছিল। আমার যেহেতু কাজল করতে খুব ভালো লাগে তাই আমি একবারে তিনটে অর্ডার দিয়েছিলাম।

1000302140.jpg

প্রসঙ্গক্রমে বলে রাখি ৫৯৯ টাকার( ৪৬ স্টিম মতো)কমে জিনিস কিনলে কিন্তু ৬৫ টাকা মতো ডেলিভারি চার্জ দিতে হয়। তাই আমি ৬০০ টাকার উপরেই জিনিস কিনি। তাছাড়া আপনি যদি টাকা দিয়ে plus membership নেন তাহলে আর পরবর্তীকালে ডেলিভারি চার্জ দিতে হয় না। তবে আমি অনেকদিন পর পর যেহেতু জিনিস কিনি তাই ৬০০ টাকার উপরেই জিনিস কিনি। উপরে যেকটি জিনিসের কথা বললাম, সেগুলোর মোট দাম পড়েছিল ৯৯৯ টাকা , মানে 78 steem মতো। তাই আমাকে আর আলাদা করে ডেলিভারি চার্জ দিতে হয়নি। আর প্রত্যেকটা জিনিসের দামেই আমি অফার পেয়েছিলাম। তাই বাইরে দোকান থেকে কিনতে গেলে যা দাম পড়তো তার থেকে তুলনামূলকভাবে দাম কম পড়েছে।।

1000302553.jpg
আজ তাহলে এখানেই শেষ করতে। আমার পরবর্তী পোস্টে আমি আপনাদের সাথে, প্রতিটি প্রোডাক্ট এর রিভিউ শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...