অনলাইনে কেনা প্রোডাক্ট এর রিভিউ

in Incredible India28 days ago

নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে আরো নতুন একটি গল্প শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

যারা প্রত্যহ আমার ব্লগ পড়েন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি অফলাইন অর্থাৎ মার্কেটে গিয়ে কেনাকাটা করার চেয়ে অনলাইনে শপিং করতে বেশি ভালোবাসি। বেশ কয়েকদিন যাবত বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গুলোতে এক ধরনের মিনি মানিব্যাঙ্ক দেখতে পারছিলাম। Facebook, instagram ও YouTube এও এই মানি ব্যাংকের অনেক রিভিউ ভিডিও দেখেছি। তাই আমারও একটা কেনার খুব ইচ্ছে ছিল।

1000296333.jpg

প্রোডাক্টটির লিংক

আমার ফেসবুক প্রোফাইল এ শেয়ার করা প্রোডাক্ট এর রিভিউ ভিডিও রং লিংক

আমি একটা শপেও এইরকম একটা মিনি ব্যাংক দেখেছিলাম। তবে সেখানে দামটা অনেকটাই বেশি ছিল। তাই সেই দোকান থেকে আর কেনা হয়নি। তবে অনলাইনে দেখার পর অনলাইনেই কিনবো বলে ঠিক করেছিলাম। তাই একটু ভাবনা চিন্তা করার পর আমিও অর্ডার করে দিয়েছিলাম। কয়েকদিন আগেই প্রোডাক্টটা রিসিভ করেছি। বেশ ভালো এসেছে। ছবিতে যেমন দেখেছিলাম একই রকম এসেছে শুধু লেখার স্টাইলটা একটু আলাদা রকম আছে। শুধুমাত্র ওইটুকু আলাদা আছে বলে আমি আর ওটা ব্যাক করিনি। কারণ জিনিসটা তো আলাদা নয়। টাকা জমানোর কাজ বেশ ভালোভাবেই ওটাতে হবে। আমার কয়েকটি বন্ধুবান্ধবও এই মিমি মানিব্যাঙ্ক কিনেছে।

1000296338.jpg
আমি বেশিরভাগ জিনিসপত্র অনলাইনে কিনলে Meesho থেকেই কিনি। Meesho তে দামটা অনেকটা কম থাকে। কোন কোন সময় কোয়ালিটি খারাপ হয় তবে আমি খুব কমই খারাপ জিনিস রিসিভ করেছি। তাই অনলাইনে কেনাকাটিতে আমার বিশেষ অসুবিধা হয় না। আপনাদের বোঝার সুবিধার্তে নিচে Meesho app এর ছবিটি শেয়ার করছি।

1000296346.jpg

এই প্রোডাক্টটির দাম ছিল cash on delivery তে নিলে ১৫৮ টাকা মানে ১৪ স্টিম মতোএবং online payment করলে ১৩৪ টাকা, মানে মোটামুটি ১২ স্টিম মতো। আমি অনলাইনেই পেমেন্ট করেছিলাম তাই আমার ১৩৪ টাকা লেগেছিল। তবে দাম যেমন ছিল, সেই অনুযায়ী প্রোডাক্টটাও ভালোই ছিল। এগুলো যেহেতু এক ধরনের আর্টিফিশিয়াল মেটেরিয়াল দিয়ে তৈরি তাই দামটা একটু কম।

1000296358.jpg

অনলাইনে প্রত্যেকটা জিনিস কেনার আগে তার রিভিউ এবং রেটিং দেখে নেওয়া খুব প্রয়োজনীয়। তাই আমি অনলাইনে যে কোন কিছু কেনার আগে রেটিং দেখি নিই। যেহেতু এই একই শপিং প্লাটফর্মে অনেক সেলার থাকে এবং তারা একেক জন একেক রকম দাম রাখে, তাই একটু ভালোভাবে সার্চ করে দেখে নিলে একই প্রোডাক্ট আপনি একটু কম টাকাতেও পাবেন। আমি সেই ভাবেই একটু সময় নিয়ে দেখে নিই। তারপরে অর্ডার দিই। এই প্রোডাক্টটির রেটিং স্কেল বেশ ভাল ছিল। রেটিং ছিল ৪.৩/৫।

1000296355.jpg

এরপর দেখে নিতে হবে প্রোডাক্টের রিভিউ। মানে যারা যারা কিনেছেন তাদের মধ্যে কেউ কেউ প্রোডাক্টটির ছবি শেয়ার করেন এবং সেই সাথে তাদের শপিং এর অভিজ্ঞতাও শেয়ার করেন। তারা প্রোডাক্টের রিভিউ দেয়। সেটা দেখে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে, যে প্রোডাক্টটি আপনি অর্ডার করছেন সেটা অরিজিনালি কেমন দেখতে হবে। সেটা দেখে যদি আপনি স্যাটিসফাই হন তাহলে আপনি অর্ডার করতে পারেন। আমিও এই প্রোডাক্টটি অর্ডার করার সময় এই বিষয়গুলো মাথায় রেখেছিলাম। বেশ কয়েকটি রিভিউ দেখে আমার ভালো লেগেছিল তাই আমি অর্ডার করে দিয়েছিলাম।।

1000296356.jpg

অনলাইনে কেনাকাটার সবথেকে বড় সুবিধা হল , যদি পছন্দ না হয় তাহলে সাত দিনের মধ্যে রিটার্ন করা যায়। বিউটি প্রোডাক্ট বাদ দিয়ে বাকি সমস্ত প্রোডাক্ট এর ক্ষেত্রেই এই সুবিধা রয়েছে। তাই কখনো যদি কোন ভাঙ্গা প্রোডাক্ট, বা ভুল প্রোডাক্ট আসে কিংবা আপনার পছন্দ না হয় তাহলে আপনি অনায়াসে সেটাকে রিটার্ন করতে পারেন। আমার যেহেতু এই প্রোডাক্টটি ভালো লেগেছিল তাই আমি আর রিটার্ন করিনি।

1000296344.jpg
আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

Curated By: @wirngo