সিনেমা দেখতে যাওয়া
নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? বেশ কয়েকদিন পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে ব্যস্ত থাকায় আমি ঠিকভাবে ক্রমাগত আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তবে বেশ কয়েকদিন আগে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। সেই ব্যাপারে আমার গত পোস্টে আপনাদের জানিয়েছিলাম। আজকে আমি আপনাদের সাথে সেই দিনের কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করবো। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
এবার আসি আসল গল্পে। যেদিন সিনেমা দেখতে গিয়েছিলাম তার আগের দিন আমি পড়াচ্ছিলাম। এমন সময় আমার হবু বর মানে শুভায়ন আমাকে ফোন করে জিজ্ঞাসা করল, "আগামীকাল সিনেমা দেখতে যাবা? আমরা অফিসের কয়েকজন যাচ্ছি। আজকেই টিকিট বুক করবো। তাড়াতাড়ি বলো। এখনি বলতে হবে।" আমার যদিও রবিবার একটুও সময় থাকে না। তবুও যে সিনেমাটা দেখার জন্য ওরা টিকিট বুক করছিল সেটা দেখতে যাওয়ার ইচ্ছে আমারও ছিল। তাই পড়ানো গুলো পরে পড়িয়ে দেব, আগে একটু সিনেমা দেখে আসি.....এই ভেবে 'হ্যাঁ' বলেই দিয়েছিলাম। কারণ নিজের জন্যেও মাঝে মাঝে সময় বের করা উচিত।
পরের দিন যথা সময়ে যথা স্থানে পৌঁছে গিয়েছিলাম। সেখানে ইতিমধ্যে সকলে চলে এসেছিল। আমরাই সবার শেষে পৌঁছেছিলাম। প্রচুর মানুষের ভিড় ছিল। সিনেমা টা এত দর্শক পছন্দ করেছে যে একটাও সিট ফাঁকা ছিল না। পুরো হাউসফুল ছিল। চেকিং করার পর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর সময় হলে ওরা ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল। এত ভিড় হবে আমরা আগে থেকেই জানতাম। তার মধ্যেও আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম।
এরপর আমরা নিজেদের সিট খুঁজছিলাম। কয়েকজন গাইড করে দিচ্ছিলেন। সেই মতো অবশেষে আমরা আমাদের সিট খুঁজে পেলাম। ওরা সব চেয়ে ভালো সে সিট ছিল সেটাই বুক করেছিল। এটা দেখে আমি একটু রাগও করেছিলাম শুভায়ন এর ওপর। কারণ ঐ সিট গুলো টিকিটের দামও অন্যান্য সিটের তুলনায় অনেকটাই বেশি ছিল। আমার কথা অনুযায়ী " এত টাকা খরচ না করে নর্মাল মিডিলের সিট গুলো বুক করলেই তো হয়।" তবে ওনার লজিক হল, " প্রতিদিন তো সিনেমা দেখতে আসি না, অনেক দিন পর একদিন যখন এসেছি একটু আরাম করে বসেই সিনেমা দেখবো। আর এই সিদ্ধান্ত অফিসের সকলে মিলে নেওয়া হয়েছে। ইত্যাদি ইত্যাদি....।"
তবে সত্যি কথা বলতে গেলে সিট গুলো ভীষণই আরামদায়ক ছিল। আমি আগে কখনও এইরকম সিটে বসে সিনেমা দেখিনি। আসলে আমাদের মধ্যে কেউই এই সিটে বসে আগে সিনেমা দেখেনি। তাই সকলে মিলে এই সিট গুলোই বুক করেছে। বেশ পা ছড়িয়ে বসে, অর্ধেক শুয়ে আমরা সিনেমা টা দারুণ ভাবে উপভোগ করেছি।
*তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বহু প্রতীক্ষিত সিনেমা শুরু হলো। সিনেমা টা প্রায় ১০ বছর পর রিলিজ হচ্ছে তাই দর্শকরা সত্যিই অনেক অপেক্ষা করেছিল। এই সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন দেব ও শুভশ্রী। তবে আমি যেহেতু এদের কারোরই ফ্যান নই তাই আমি যে এই সিনেমার জন্য অপেক্ষা করেছিলাম তা আমি বলতে পারি না। তাছাড়া সিনেমা দেখার পাগলামি আমার মধ্যে নেই। তাই কবে কোন সিনেমা রিলিজ হল সেই বিষয়ে আমার কাছে বিশেষ কোনো তথ্য থাকে না। তবে এই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে অনেক পাগলামি শুরু হয়েছিল। তাই মনে মনে সিনেমাটা দেখার ইচ্ছে ছিল। তবে সেটা সিনেমা হলে এসে দেখব সেটা ভাবিনি। এতক্ষণে অনেকেই, মানে যারা বাংলা সিনেমা দেখেন তারা হয়তো বুঝে গেছেন সিনেমাটার নাম কি। সিনেমাটার নাম ছিল 'ধূমকেতু'।
আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার সেই দিনের বাকি অংশটি আপনাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Your post has been supported by SC-05. We support quality posts, quality comments anywhere, and any tags