কিউট শোপিস(Showpiece )- এর রিভিউ

in Incredible India12 days ago

নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

যারা এর আগেও আমার পোস্ট করেছেন তারা জানেন যে আমি অনলাইনে শপিং করতে খুব ভালোবাসি। মানে, দোকানে গিয়ে যেহেতু দরদাম করে কিনতে পারিনা আর শপিংমল গুলোতে জিনিসের দাম একটু বেশি বলে মনে হয় তাই আমার একমাত্র ভরসা অনলাইন শপিং অ্যাপগুলো, যেমন - Meesho, Flipkart, Amazon ইত্যাদি। মাথার শ্যাম্পু থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত সমস্ত কিছু অনলাইনেই অর্ডার করা হয়। এই অনলাইনে কেনাকাটি করার সুবিধা ও অসুবিধা নিয়ে আমি একটি পোস্ট আগেই করেছিলাম। তাই আজ আর একই কথার পুনরাবৃত্তি করছে না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর, কিউট শোপিস এর রিভিউ। এই শোপিস টা আমি মিশো থেকে কিনেছি। আগে আপনাদের সাথে সেই শোপিসটার ছবি শেয়ার করি। দেখুন তো আপনাদের কেমন লাগলো।

1000280547.jpg

এটার ক্ষেত্রে আমি ক্যাশ অন ডেলিভারি অপশন চুজ করেছিলাম। তাই দাম পড়েছে ২৩৬ টাকা (ভারতীয় মূল্যে) , মানে মোটামুটি ১৮ স্টিম মতো। অনলাইনে পেমেন্ট করলে দাম পড়তো ২১৭ টাকা , মানে ১৬ স্টিম মতো। এটা দেখে আমার এত ভালো লেগেছিল যে অর্ডার দিয়ে দিয়েছিলাম। যদিও দামটা একটু বেশিই ছিল। এই প্রোডাক্টটা আজকে দুপুরেই আমি হাতে পেয়েছি। পাওয়ার সাথে সাথেই আনবক্সিং করে ফেলেছি। আমার থেকেও বেশি নেই এটা দেখে যে এক্সাইটেড হয়েছিল সে হলো আমার ভাইপো। জিনিসটা দেখতে সত্যিই কিউট না?

1000280551.jpg

এক সপ্তাহ আগে Meesho স্ক্রল করতে করতে হঠাৎ করেই এই প্রোডাক্টটা চোখে পড়েছিল। আমি এই ধরনের শোপিস খুব পছন্দ করি তাই আগেই রেটিং টা দেখে নিয়েছিলাম। রেটিং খুব ভালই ছিল আর সেই সাথে অনেকে রিভিউ শেয়ার করেছিল। সেই ভিডিওগুলো পড়ে এবং তাদের দেওয়া ছবিগুলো দেখে পছন্দ হয়েছিল। তাই ঝটপট অর্ডার করে দিয়েছিলাম। এক সপ্তাহের মধ্যেই জিনিসটা ডেলিভারি করে দিয়েছে। Meesho তে এই এক সমস্যা। ডেলিভারি হতে একটু সময় লাগে। তবে যাই হোক আমার যেহেতু তারা ছিল না তাই এই বিষয়ে আমার কোনো অভিযোগ নেই।

1000280552.jpg
এই শোপিস টা রাবার জাতীয় এক ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি। ফিনিশিং খুব ভালো। দেখতেও খুব মিষ্টি। তবে সবকিছু ভালো হলেও একটা সমস্যা দেখা দিয়েছে। সেটা হল সাইজটা যেমন ভেবেছিলাম তেমন একেবারেই নয়। দামটা যেহেতু খুব কম নয় তাই ভেবেছিলাম আর একটু হয়তো বড় হবে। তবে unboxing করার পর এই ব্যাপারটাই আমার একটু অপছন্দ হয়েছে। কারণ এগুলো তো ঘর সাজানোর জন্যই মানুষ কেনে। আর এত ছোট হলে সেটা তো চোখেই পড়বে না। তাহলে এই শোপিস টা সাজিয়ে রাখার মানে কি। তাই সবকিছু ভালো হলেও আমি এই প্রোডাক্টটা রাখতে পারছি না। ভেবেছি আগামীকাল রিটার্ন করে দেব।

1000280553.jpg

তবে এই সাইজ নিয়ে আপনাদের যদি কোন প্রবলেম না থাকে আপনারা অবশ্যই কিনতে পারেন। সাইজ বাদে আর কোন বিষয় নিয়েই আপনাদেরও কোনো আপত্তি থাকবে না। যাতে আপনারা সহজেই প্রোডাক্টটি কিনতে পারেন তাই আমি নিচে এই প্রোডাক্ট এর লিংক শেয়ার করছি। আপনারাও চাইলে একবার ভিজিট করতে পারেন।

https://www.meesho.com/s/p/87y49i?utm_source=s_cc

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Thank you for sharing quality content on Steemit.
You have been supported by the Team 02:

Captura de pantalla 2025-06-30 202646.png

Curated by: @pelon53