বাঃ! কি সুন্দর এঁকেছিস রে। এই বি.এড, ডি.এল.এড এ যে এরকম কত কিছু লিখতে হয় আর বানাতে হয় সেটা শুধুমাত্র যারা এই কোর্সগুলোর সঙ্গে যুক্ত আছে তারাই বুঝতে পারবে।
আমি যেহেতু বর্তমানে ডি.এল.এড করছি তাই আমিও একই রকম ভাবে বিভিন্ন রকম জিনিস আঁকছি এবং বানাচ্ছি। এই পর্ব যেন শেষই হচ্ছে না। মাঝে মাঝে তো ধৈর্য হারিয়ে ফেলছি। তবে কোর্সে যখন ভর্তি হয়েছি তখন এইসব হ্যাপা তো সহ্য করতেই হবে।
যাইহোক, তোর বানানো ক্যালেন্ডারটা কিন্তু অসাধারণ হয়েছে। এত সুন্দর মাপ করে প্রত্যেকটা মাস এঁকেছিস যে সত্যিই প্রশংসা করতে হয়। আর তাছাড়া ক্যালেন্ডার এর ওপরে যে বাদ্যযন্ত্র গুলো এসেছে সেগুলো অসাধারণ হয়েছে।