You are viewing a single comment's thread from:
RE: Perfume review Bella Vita! আমার অভিজ্ঞতা বেলা ভিটা সম্পর্কে!
আমিও আগের বছর এই কোম্পানির পারফিউম কিনেছিলাম। আমিও যেহেতু প্রথমবার কিনেছিলাম তাই প্রথমেই বড়টা না কিনে বরং এই ৮০ml এর সেটটাই কিনেছিলাম। ব্যক্তিগতভাবে আমারও এই কোম্পানির পারফিউমের গন্ধ খুব ভালো লেগেছে।
তাই আমি আমার বরের জন্যেও একটা সেট অর্ডার করেছিলাম। ছেলেদের পারফিউমের সেটটাও খুব ভালো ছিল।
প্রথমবার ১ টাই অর্ডার দিয়েছিলাম কারণ পারফিউমের ব্যাপারে আমার মতন সেও ভীষণ খুঁতখুঁতে। উগ্র গন্ধ আমাদের কারোরই পছন্দ নয়। তবে তারও খুব পছন্দ হয়েছিল তাই পরেরবার আরো দুটো অর্ডার করা হয়েছিল।