The September contest #2 by sduttaskitchen| Significance of the term organised!
নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? অনেকদিন পরে আজকে আবারো চলে এসেছি একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমাদের কমিউনিটিতে @sduttaskitchen ম্যাম একটি কনটেস্টের আয়োজন করেছেন। কনটেস্ট এর বিষয়বস্তু খুবই সুন্দর। কনটেস্টের বিষয়বস্তু হলো--- "significance of the term organised" মানে 'সংগঠিত' শব্দটির গুরুত্ব কি বা সংগঠিতভাবে কোন কাজ করার গুরুত্ব কি?
প্রতিবারের ন্যায় এইবারও কনটেস্ট এর বিষয়বস্তু আমার খুবই পছন্দ হয়েছে। যদিও এর আগে অনেকদিন আমি কনটেস্টে অংশগ্রহণ করতে পারিনি। তবে প্রত্যেকবারই বিষয়বস্তুগুলো আমাকে আকৃষ্ট করে। এত সুন্দর একটি বিষয় বস্তু নির্বাচন করার জন্য কনটেস্টের আয়োজনকারী ম্যামকে ধন্যবাদ জানাই। আর সেই সাথে কনটেস্টের নিয়ম অনুযায়ী আমি তিনজন মেম্বারকে এই কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারা হলেন---@stef1 @sampabiswas @kouba01
এই কনটেস্ট টির বিষয়বস্তু যদি আপনাদের আকৃষ্ট করে তাহলে আপনারাও এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারেন। আমি নিচে কনটেস্ট এর লিংক শেয়ার করে দিচ্ছি। আগামী ২০ই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন।
[লিংক](The September contest #2 by sduttaskitchen| Significance of the term organised!)
|
---|
'Organised' শব্দটির আক্ষরিক অর্থ হলো, সংগঠিত, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে কোনো কাজ সম্পাদন করা। আমাদের পুরো জীবনটাই হল একটি সংগঠিত ধারার মিলিত রূপ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনধারা সংগঠিতভাবেই চলতে থাকে। আমাদের জীবনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব শৈশবকাল, বাল্যকাল, কৈশোর কাল,পূর্ণ বয়স্ক, মধ্য বয়স্ক, বার্ধক্য --- এইভাবেই আমাদের জীবনটা কিন্তু একটা সংগঠিত ধারায় বয়ে চলেছে। আমরা চাইলেই কোন একটি স্টেজকে বাদ দিতে পারি না বা আমরা চাইলেই এই সংগঠিত ধারাকে এলোমেলোভাবে সাজাতে পারি না।
তাছাড়া জন্মের পর নির্দিষ্ট বয়সে বসতে শেখা, তারপর দাঁড়াতে শেখা, এবং তারপর হাঁটতে শেখা--- এইভাবে চলতে থাকে। তাই জীবনের মূল স্রোতটাই যখন সৃষ্টিকর্তা সংগঠিত হবে গঠন করেছেন তখন আমাদের জীবন থেকে আমরা এই ' organised ' শব্দটিকে কোনভাবেই বাদ দিতে পারি না।
এবার এই শব্দটাকেই যদি শিক্ষা ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তাহলে বলতে হয়--- সংগঠিতভাবে যে কোন কাজ করলে সেই কাজটা অনেক বেশি ফলপ্রসূ হয় এবং শ্রম ও সময় দুইই বাঁচে। তাই এক কথায় বলতে গেলে সংগঠিত শব্দটির অর্থ হলো সুসংবদ্ধ ভাবে এবং পরিকল্পনামাফিক কোন কাজকে সম্পন্ন করা।
|
---|
এই প্রশ্নের উত্তরে আমি বলব, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই আমি একজন organised person. আমি যেহেতু এখনো Student অর্থাৎ আমি যেহেতু এখনো পর্যন্ত পড়াশোনা সঙ্গে যুক্ত রয়েছি তাই আমাকে organised হতেই হয়। আর আমি এখন যে কোর্সটি করছি, অর্থাৎ d.el.ed( Diploma in Elementary Education) সেখানে আমাদের organised না হলে চলে না। কারণ আমাদের অনেক মডেল তৈরি করতে হয়, চার্ট তৈরি করতে হয় , সেই সাথে অনেক খাতাও রেডি করতে হয়। তাই আমরা যদি পরিকল্পনামাফিক সুসংগঠিতভাবে এই কাজগুলোকে সম্পন্ন না করি তাহলে আমরা সঠিক সময়ে কলেজে খাতা জমা করতে পারবো না।
তাছাড়া, পড়াশোনার পাশাপাশি আমি যেহেতু শিক্ষকতার কাজ করি তাই সারাদিনে অনেক বাচ্চাকে পড়ানো থাকে। তাই প্রত্যেকটা দিন আমাকে সুসংগঠিত ভাবে পরিকল্পনামাফিক সকাল থেকে রাত পর্যন্ত সময়টাকে ভাগ করে নিতে হয়। আমাকে একটা সাপ্তাহিক রুটিন তৈরি করতে হয় যেখানে সপ্তাহের কোন বারে কাকে কাকে পড়ানো আছে এবং সেই সাথে আমার নিজের কি কি কাজ আছে সেগুলো লিখে রাখতে হয়। যার ফলে আমি সারা সপ্তাহ organised উপায়ে কাজ করতে পারি, সেই সাথে নিজের প্রয়োজনীয় কাজগুলোও সম্পন্ন করতে পারি।
একটা দিন যদি পরিকল্পনামাফিক কাজ না করেছি তাহলেই আমি খুব সমস্যার মধ্যে পড়ি। কোন স্টুডেন্টকে কখন পড়াতে যাব বা কোন কাজটা কখন করব এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুবই টেনশন হয়। তাই আমি সবসময় সুসংগঠিত ভাবে পরিকল্পনামাফিক কাজ করতে ভালবাসি।
হ্যাঁ, এটা সত্যি কথা যে বছরের প্রত্যেকটা দিন এইভাবে সুশৃংখল ও পরিকল্পনামাফিক কাজ করা সম্ভব নয়। তবে বছরের বেশিরভাগ দিনই আমি পরিকল্পনামাফিক ও সুসংবদ্ধভাবে কাজ করতে ভালবাসি।
Do you believe organised work saves our time, energy and money? Justify your point
এই প্রশ্নের উত্তরে আমি এক বাক্যে দৃঢ় ভাবে বলবো যে, হ্যাঁ, আমি ভীষণভাবে বিশ্বাস করি যে organised ভাবে কোন কাজ করা হলে সেই কাজে সময়, শক্তি এবং টাকা দুই বেঁচে যাই।
পরিকল্পনা মাফিক শৃঙ্খলাবদ্ধভাবে কোন কাজ করলে কাজটি করার সময় অযথা আমাদের কোন কিছু খুঁজতে হয় না, কারন আমরা ইতিমধ্যে সমস্ত কিছু organise করে কাজটা শুরু করেছি। তাই এক্ষেত্রে আমাদের শ্রম ও সময় দুইই সাশ্রয় হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা মেয়েরা যখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য সাজতে বসি তখন যদি আমরা আমাদের সমস্ত মেকাপের জিনিসপত্র ও শাড়ি ইত্যাদি গুছিয়ে নিয়ে বসি সে ক্ষেত্রে আমাদের সাজতে সাজতে জিনিসপত্র খুঁজতে হয় না। সে ক্ষেত্রে আমাদের পরিশ্রম ও সময় সাশ্রয় হয়।।
এরপরে আমরা আরো বলতে পারি যে অগোছালোভাবে কাজ করলে আমাদের বারবার সেই কাজে ভুল হতে পারে। এর ফলে বারংবার আমাদের সংশোধন করতে হয়। সেই সাথে আমরা কিন্তু মানসিকভাবেও বিরক্ত বোধ করি। আর আমরা যদি organised উপায়ে কাজ করি তাহলে আমাদের পরিশ্রম অনেক কম হয়।।
আর টাকা বাঁচানোর ক্ষেত্রে বলা যায় যে আমরা কোন কিছু কেনার আগে যদি আমরা আমাদের প্রয়োজন মতো জিনিসগুলোর একটা লিস্ট তৈরি করে নিয়ে তাহলে কিন্তু জিনিস কিনতে গিয়ে আমাদের সমস্যায় পড়তে হয় না এবং আমরা অতিরিক্ত জিনিসপত্র না কিনে প্রয়োজনীয় জিনিসগুলোই কিনে আনতে পারি। সে ক্ষেত্রে আমাদের টাকা পয়সা অনেক বেঁচে যায়।
আমি আমার নিজের মতো করে উক্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
Thank you so much.