ফটোগ্রাফি।

in Incredible India4 days ago (edited)
1000005268.jpg

Hello Steemians,
প্রতিদিনের কার্যক্রম প্রায় দুপুর হতে হতেই শুরু হয় যে কারণে প্রতিদিন আমার দিনলিপি উপস্থাপন করাও সম্ভব না। যাই হোক দুপুর হতে হতেই চিন্তা করলাম একটু বাইরে বেরোনোর কথা। ইতিমধ্যে দুপুর একটার কাছাকাছি, তবে আবহাওয়া ভালো ছিল যে কারণে ছাতা ছাড়াই মোবাইলটা হাতে নিয়েই বেরিয়েছিলাম ।

আমাদের পাড়ায় আবার গ্রামের মায়েরা হস্তশিল্পের কাজের সাথে জড়িত। গতকাল রাতেই খবর পেয়েছিলাম তাদের মধ্যে নাকি কিছু ত্রাণ বিতরণ করা হবে। এটাকে সম্পূর্ণভাবে ত্রাণ বলা যায় না বরং উপহার সামগ্রী।

1000005238.jpg

আমাদের বাড়ির সামনের মেইন রাস্তায় বেড়াতে ই একটা অ্যাম্বুলেন্স এর ভয়ংকর হর্ন শুনতে পেলাম। গ্রামের রাস্তায় কোন এম্বুলেন্স ঢোকা মানেই আমাদের গ্রামের বা পাড়ার কেউ না কেউ গুরুতর অসুস্থ। আশেপাশে মোবাইল কলের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করলাম যে কারো সমস্যা হয়েছে কিনা। তবে সেরকম কোন বার্তা পেলাম না।

1000005240.jpg

শুক্র এবং শনিবার সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে যে কারণে পাড়ার স্কুল এবং কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা সকলেই বাড়িতে। মন্দিরের দক্ষিণ পাশের রাস্তায় দেখলাম দলবেঁধে সবাই গল্প করছে। দূর থেকে তাকে মনে হচ্ছিল কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত রয়েছে। আমি আর দূর থেকে সারা শব্দ না করে কাছাকাছি চলে গিয়েছিলাম এবং সুযোগ বুঝে একটা ছবি তুলেছিলাম।

আমি ইচ্ছে করেই পাড়ার সকলের ছবি তুলে যখন সুযোগ পাই, যে কারণে অনেক পরপারে বাড়ি যাবো না দাদু ও ঠাকুমার স্মৃতি হিসেবে অনেক ছবিও আমার কাছে রয়েছে। এছাড়া এই দল বেঁধে দাঁড়ানো সকলের ছোটবেলার অনেক ছবি আমার কাছে রয়েছে। যে বয়সের ছবিগুলো ওদের নিজেদের কাছেও নেই।

1000005244.jpg
1000005241.jpg

প্রকৃতপক্ষে ফটোগ্রাফি গুলোর সঠিক রেজুলেশন এই ছবিগুলোর মধ্যে আপলোড করতে পারিনি। যদি সম্পূর্ণ কোয়ালিটি ফুল ছবিটি আপলোড করতে পারতাম তাহলে আরো বেশি আত্মতৃপ্তি পেতাম। তবে আমার এই ছোট্ট ভাইয়েরা ছবি তুলতে দেখেই মোবাইলটা নিয়ে নিজেরাই সেলফি এবং ছবি তোলা শুরু করেছিল। ওদের কাছে ফোন দিতে তো ভয়ই লাগে যেন আনলিমিটেড জায়গাটা ফিল আপ না করে ফেলে। তবে শখ করে ছবি তোলার জন্য মোবাইল নিয়েছে তাই না বলার কোন জায়গা ছিল না।

1000005246.jpg

আমাদের পুরনো বাড়ির সামনে থাকা নারকেল গাছের নিচের ঝোপটা দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল। যদিও পার্কের মতো এখানে এই ঝোপ ঝাড়ের কোনো আলাদা যত্ন করা হয় না কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই। তবে এই ঝোপটা ভীষণ বিপদজনক। কারণ কয়েক মাস পূর্বে রাত দশটা নাগাদ আমিই এখানে খুব বিপদে পড়েছিলাম। হঠাৎ একটা আওয়াজ আর টর্চটা সামনে ধরতেই একটা ভয়ংকর বড় সাপ দেখেছিলাম।

আমাদের গ্রামের রাস্তায় এইরকম ঝোপ ঝাড় যেখানে সেখানেই দেখা যায়। এইতো ২মাস আগেই অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী ঈশ্বরের কৃপায় বেঁচে ফিরেছে। যে ঘটনাটা যেমন ভয়ংকর ছিল তেমনি ছিল অনেক শিক্ষণীয়। কারণ সেখানে ও এইরকম একটা ঝোপের মধ্যেই সাপ লুকিয়ে ছিল।

"সকলকে অনুরোধ করবো ঝোপ ঝাড় থাকলে পরিস্কার করা এবং চলাফেরার সময় সতর্ক থাকা।"

1000005248.jpg

আমি আগেও একদিন এই ফলসহ গাছের ছবি উপস্থাপন করেছিলাম। তবে মজার বিষয় হলো একবার এই ফল তুলতে গিয়ে এক দুপুর হাত চুলকানিতে চেঁচামেচি করেছিলাম। কিছু কিছু দৃশ্যের ছবি তুলতে গিয়ে মাঝেমধ্যে একা একাই হেঁসে ফেলি।

1000005254.jpg
1000005256.jpg

যারা দলবেঁধে হস্তশিল্পের কাজ করে তাঁরাই ছবি তোলার জন্য সারিবদ্ধভাবে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল। আমি উল্টো দিক থেকেই একটা ছবি তুলে নিয়েছিলাম। এভাবে গ্রামের সকলকে পূজোর সময় ছাড়া দেখা দুর্লভ ও বটে।

যাইহোক, আমার আজকের ফটোগ্রাফি সম্পর্কিত লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

IMG_20250729_164321.png

Curated By: @fantvwiki

 3 days ago 

@fantvwiki,

Thank you so much for your valuable time & support 🙏