খারাপ সময় যেন পিছু ছাড়ছে না।

in Incredible India5 months ago
1000001560.jpg

নমস্কার বন্ধুরা,
বিগত রাতে ঘুমাতে গিয়েছিলাম প্রায় ভোর ছয়টায়। তাহলে বুঝতেই পারছেন কেমন ঘুম হয়েছে। তবে ঘুম ভাঙ্গার পর মূহুর্ত কেমন পরিস্থিতি আসবে জানা ছিল না। আমরা সকলেই এটা চিন্তা করি যেন আগামীকাল হবে আরো ভালো কিছু। অথচ এই যে দেখুন আমি নিজে থেকে বিছানাটা ছাড়িনি ।

গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম, হঠাৎ আমার বড়মার কন্ঠস্বর ভেসে আসছিল। এই সর্বপ্রথম কারো বাইরের থেকে ডাকা শব্দে আমার ঘুম ভেঙ্গে ছিল। ঐ যে গতকাল ও লেখাতে উল্লেখ করেছি আমার জ্যাঠাবাবুর শরীর ঠিক নেই।

আজ সকালে আবার একই সময়ে সেই স্ট্রোকের মতো অবস্থা হয়েছিল। আমার ভাইদাইসি পি আর এর প্রাথমিক চিকিৎসা শুরু করেছিল। অন্যদিকে আমি দৌড়ে গিয়েছিলাম আমার ডাক্তার মামা ও পুরনো বাড়ির দাদুকে ডাকতে। এতো দ্রুত দৌড়ে গিয়েছিলাম যে গন্তব্যে পৌঁছে আর কিছু বলতেই পারছিলাম না। কারণ আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছিল, অনেক দিন বাদে এভাবে দৌড়ালাম।

দুর্ভাগ্যবশত, দাদুকে গায়ে দেখলাম ভাত খাচ্ছেন এবং অন্যদিকে মামা ও বাড়িতে উপস্থিত নেই। একটু আগেই নাকি চেম্বারে গিয়েছি। তবে মামি দেখেই বুঝতে পেরেছিল, মামি কিছু বলতে যাবে সেইটার আগেই বললাম মামাকে যেন দ্রুত কল করে আমাদের বাড়িতে যেতে বলে।

আমার মা ও বলেন যে ডাক্তারের কাছৈ এসে যদি দেখা হয় ডাক্তার কিচ্ছু খাচ্ছেন তবে সেটা শুভ লক্ষণ না।

আমার হাতে মোবাইল ছিল না , কারণ মোবাইলটা হাতছ ওঠানোর জন্য যে সময়টা প্রয়োজন সেটাও ছিল না। জ্যাঠাবাবুর কথা ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমার জ্যাঠাবাবু অবসর প্রাপ্ত একজন বি এস সি শিক্ষক, এই তো কয়েকদিন আগেও বাচ্চাদের মতো স্নান করা নিয়ে আমার সাথে প্রতিযোগিতা করলো। প্রতিযোগিতা জ্যাঠাবাবু প্রথম তাঁকে বাদাম খাওয়াতে হবে।

আমি একদিন স্নান করে এসে পরিবর্তন করা গামছার জল পায়ে দিচ্ছিলাম, জ্যাঠাবাবু তখন বললো ঐ জল পায়ে দিতে হয় না। এই গুলোর প্রতিটা মুহূর্ত এবং কথা আমার কাছে স্মৃতি হবে এটা মানতেই কষ্ট হচ্ছে। জ্যাঠা বাবুর যে অবস্থা কখন যেন আমার রেখে চলে যান।

1000001543.jpg

যাইহোক, সকলে মিলে সিদ্ধান্ত নিলাম জ্যাঠাবাবুকে নিয়ছ আমরা সিটি মেডিকেলে যাবো। আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার বড় কাকিমার আজ খুলনাতে ডক্টরস পয়েন্টে হার্নিয়ার অপারেশন তাই ছোট ভাইদের দেখাশোনা করার জন্য আর যাওয়া হয়ে ওঠেনি।

আমার পাড়ার এক ভাইয়ের অ্যাম্বুলেন্স আছে তাঁকে কল করলাম খুলনায় যাওয়ার জন্য। তবে আমি জানতাম না যে ঐ ভাইকে কল করা হয়েছে। যাইহোক, হর্ন শুনে এগিয়ে যেতেই, গাড়ির মধ্য থেকে মন্ডল বলে ডাকলেন ঐ দাদা। তখন বুঝলাম এটা আমাদের সেলিম ভাই। ভালোই হলো পরিচিত মানুষ তাই নিজের মতো করেই খেয়াল রাখবেন।

1000001545.jpg

অ্যাম্বুলেন্স থেকে রোগীর বেডটা বের করে আমরা সকলে জ্যাঠাবাবুকে ধরে নিয়ে আসার জন্য গিয়েছিলাম। জ্যাঠা বাবুর হাঁটার কোনো শক্তি পর্যন্ত নেই।

1000001546.jpg

গাড়িতে ওঠানোর পরেই একটা অজানা ভয় মনের মধ্যে চেপে বসেছিল। কেন জানি নেতিবাচক চিন্তা ভর করতেছিল।

1000001548.jpg

আমাদের বাড়িটা বেশ বড়, সকলেই জ্যাঠাবাবুকে দেখতে এসেছিল। তবে বড়মা অনেক ভেঙে পড়েছিল আর এটা স্বাভাবিকই। বড়মা জ্যাঠা বাবুর সাথে যাবে কিন্তু ভাইদা ইচ্ছে করেই না করেছিল। কারণ বড়মার শরীর ও বেশ দুর্বল।

জ্যাঠা বাবু যাওয়ার পরেই বড়মা বারান্দায় এসে অজ্ঞান হয়ে পড়লো। কি বিপদ?

"আসলে বিপদ যখন আসে তখন দল বেঁধেই আসে।"

সবমিলিয়ে খুব খারাপ কিছু মূহূর্ত আজ অতিবাহিত করেছি।

আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...
 5 months ago 

একদমই তাই কোন মানুষের যখন খারাপ সময় আসে তখন খারাপ সময় যেন পিছু ছাড়ে না। কিছুদিন আগে আমার সাথেও ঠিক এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। আমারও কিছু প্রিয় মানুষকে নিয়ে এইরকম হাসপাতাল আর বাড়ি করতে হয়েছে। আপনারও জ্যাঠামশাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। জ্যাঠামশাই এর জন্য জেঠিমা ও খানিকটা ভেঙে পড়েছেন। আপনার জ্যাঠামশাইয়ের জন্য সুস্থতা কামনা করি।

 5 months ago 

কথায় বলে না বিপদ যখন শুরু হয় তখন চারপাশ থেকেই আসে আপনার জেঠা বাবু অসুস্থ জানতে পেরে খুব খারাপ লাগলো জানিনা উনার বর্তমান অবস্থান কেমন তবে দোয়া করি উনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আসলে ঘরের মুরুব্বি যখন অসুস্থ হয়ে পড়ে তখন ঘরের মধ্যে অনেক ধরনের সমস্যা হয় এদিকে আপনার জেঠিমা অসুস্থ হয়ে পড়েছে আপনারা সবাই উনাকে সাহস দিন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।