Better Life with Steem||The Diary Game|| 10th August 2025
![]() |
---|
Hello Steemians,
কখনো কখনো পরিকল্পনার বাইরে গিয়েই কাজ করতে হয়। ঠিক যেমনটা আমিই আজকে করেছিলাম। কারণ শেষ রাতে হঠাৎ করেই দেখলাম আমার চশমার ফ্রেমটা ভেঙে গিয়েছিল। কিন্তু কিভাবে? কেন? ভাঙ্গলো কিছুই বুঝতে পারলাম না।
ঐ যে প্রতিদিনের মতো ঘুম থেকে বিলম্ব করেই উঠেছিলাম। তবে প্রায় দুপুর হয়ে আসছিল, তাই ব্রাশ ও নিজের কাজ শেষ করে একটা সিদ্ধ ডিম খেয়েই মোবাইল হাতে নিয়ে বারান্দার খাটে শুয়ে কয়েকটা পোস্ট খুলে দেখছিলাম। তারপর মনে পড়লো আজকে সন্ধ্যার আগেই চশমাটা ঠিক করে নিয়ে আসতে হবে। যে কারণে বাজারে কল করে জানতে পারলাম একটা চশমার কাজ করানো দোকান যেটা আজ খোলা ও রয়েছে। তাই বিলম্ব না করে রেডি হয়েই ঘর থেকে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তাছাড়া এটাই ইলিশ মাছের সিজন যে কারণে স্বাদটা একদমই আসল। চশমার ফ্রেমের সাথে সাথে মাছ কেনাটাও আমার উদ্দেশ্য ছিল।
![]() |
---|
![]() |
---|
পথিমধ্যে রয়েছে একটা কাঠের পুল, যেখানে পৌঁছানো মাত্র দেখলাম জল আর জল। তখন আসলে জোয়ারের সময় ছিল যে কারণে জল ফুলে উঠেছিল। দেখতে খারাপ লাগছিল না। আবার আকাশে মেঘের ঘনঘটা ও দেখা যাচ্ছিল। বৃষ্টির ভয়ে আমি ওখান থেকে একটা বড় পলিথিন নিয়েছিলাম।
![]() |
---|
![]() |
---|
আমি বাজারে পৌঁছেই আছে ব্যাংক থেকে টাকা নিয়ে নিয়েছিলাম। তাঁরপর আর বিলম্ব না করে ঐ চশমার দোকানে পৌঁছে ছিলাম। ওহ! সেখানেও ছিল অনেক ভীড়, এমনিতেই মনে মনে চিন্তা করছিলাম কাজ সেরে দ্রুত বাড়িতে ফিরবো। যাইহোক দোকানের লোকটা ওনার হাতে থাকা কাজ শেষ করেই আমার চশমাটা হাতে নিয়েছিল। ফ্রেম খুঁজতে খুঁজতে প্রায় ত্রিশ মিনিট এবং যখনি ফ্রেমটা হাতে নিয়ে কাছ শুরু করেছিল তখনই বিদ্যুৎ বিভ্রাট। কি বিরক্তিকর অবস্থা?
বিলম্ব দেখে আমি কাজটা করতে বলে মাছের বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম।
![]() |
---|
ইচ্ছে ছিল আজকে অনেক মাছের ছবি তুলবো কিন্তু এতো ভীড় কখন যেন মোবাইলটা হাত থেকে উধাও হয়ে যায়! এই ভয়ে আর ছবি ও তুলতে পারিনি। তবে বাজারের সবচাইতে বড় চকচকে রূপালী ইলিশটাই দ্রুত লুফে নিয়েছিলাম।
যদিও বাজারে ইলিশের ছড়াছড়ি তবে বড় ইলিশের মূল্য সাধ্যের বাইরে। আমিও নাছোড়বান্দা ছিলাম যে বাজারের সবচাইতে বড় ইলিশটাই নিতে হবে। তাই মাছের বাজারের এদিক থেকে ওদিক একবার চক্কর দিয়েছিলাম যাতে সবচাইতে বড় মাছটা নির্বাচন করতে পারি। অবশেষে পেয়েও গেলাম এবং সেইটাকে কিনে ব্যাগে রাখলাম।
![]() |
---|
![]() |
---|
বাজারের মাছ কেনা শেষ করে আমি বাড়ি ফিরছিলাম তখন সবেমাত্র ভাটা হয়েছে। তাই জলের পরিমাণটা অনেক কম এবং পরিবেশ কিছুটা শান্ত ও মনে হচ্ছিল। এবার যেন মেঘটা আরো ভয়ানক মনে হচ্ছিল।
![]() |
---|
![]() |
---|
আমার বাজার থেকে কেনা বড় মাছটির ওজন হয়েছিল ১.৪৫ কেজি, যেটা আমি বিডি ৪,৫০০ টাকার বিনিময়ে ক্রয় করেছিলাম। বাকি মাছ গুলোর মূল্য প্রতি কেজি এক হাজার টাকা।
![]() |
---|
মাছ গুলো বাইরে বের করে আমি বিকেল পাঁচটার দিকে স্নান করতে গিয়েছিলাম। স্নান শেষ করতে করতেই মা বড় মাছটি কেটে আমার জন্য ভাজি করেছিল। আমি কাজ সেরেই বিলম্ব না করে গরম গরম ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম। খাবার খাওয়া শেষ করেই আবার আমাদের বাজারে গিয়েছিলাম মায়ের জন্য ওষুধ কেনার জন্য।
![]() |
---|
আমি গাড়ির চালককে টাকা দিয়ে বলেছিলাম যেন আমার চশমাটা নিয়ে আসে। আমি বাজারে পৌঁছে মায়ের ওষুধ কেনার সময়ই দেখলাম ঐ ছেলেটা চলে এসেছে। আমি ওর থেকে চশমাটা নিয়ে বাড়িতে ফিরে এসেছিলাম।
এভাবেই আজকের দিনটা অতিবাহিত করেছিলাম। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
Curated by: @artist1111
@artist1111, thank you so much for your support 🙏🙏