Morning Photography.
![]() |
---|
Hello Steemians,
শুভ সকাল বন্ধুরা, বিগত দুইদিন একটা নতুন কাজের জন্য লেখার সময় বের করতে পারিনি। তাই রাতে ঘুম না হলেও সকালেই ভাবলাম একটু রাস্তায় বেরিয়ে কয়েকটা সূর্যোদয়ের ছবি তুলে নিই। আবারো একটি রাত পার হওয়ার পরে সূর্যোদয়ের দেখার সুযোগ হল। এই জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, কারণ তাঁর ঈশারা ছাড়া একটা গাছের পাতা ও পড়ে না।
![]() |
---|
![]() |
---|
গ্রামে থাকার সুবাদে বৃক্ষ ছায়া উপভোগ করার সুযোগ হয় প্রতিদিন। তবে আকাশের ছবি তুলতে একটু কষ্টই হয়। মেঘের সাথে যুদ্ধ করে যেন সূর্য মামার আলোকরশ্মি বেরিয়ে আসছিল। এতো সকালে কদাচিৎ ঘুম থেকে উঠি। অনেক দিন পর সেই ভোরের সূর্যোদয় উপভোগ করলাম।
উভয় পাশেই পুকুর, আবার মাটি ও স্যাঁতস্যাঁতে এখনো বৃষ্টির চিন্হ মাটিতে দেখা যাচ্ছে। খানিকটা জুম করেই ছবিটা তুললাম। তবে কেমন যেন আত্মতৃপ্তি পাচ্ছিলাম না। ভোরের আকাশের সূর্যোদয় আমাদের অনুপ্রেরণা ও বটে।
![]() |
---|
এই ছবিটা তোলার পরে দেখে মনে হচ্ছিল যেন সুন্দরবনের মধ্যে অবস্থান করছি। যেখান থেকে গাছের সাথে বন্ধুত্ব করেই একমাত্র ছবি তুলতে হয়। যদিও গাছের পরিমাণ দিন দিন সুন্দরবনে হ্রাস পাচ্ছে তবুও এভাবেই ছবি তুলতে হয়। শুধু পার্থক্য গাছ গুলো।
![]() |
---|
![]() |
---|
সকালের মৃদু বাতাসে নারকেল গাছের পাতা গুলো দুলছিল যে কারণে সূর্য ও আকাশের যে ছবিটা তুলতে চাচ্ছিলাম সেইটা যেন হচ্ছিলই না। নারকেল গাছ গুলো আমার সাথে শত্রুতা করছিল। আবার দূরত্ব ও অনেক যে কারণে জোর করে কিছু করা সম্ভব হচ্ছিল না।
![]() |
---|
একই সাথে যেন দুইটি ছবি স্থলের ও জলের। পুকুর পাড়ে থাকা নায়কেরা, খেজুর ও অন্যান্য গাছের মাথার ওপরে সূর্য, অন্যদিকে জলের মধ্যেও একই দৃশ্য। এখনো লোকজনের ঘুম ভাঙেনি, তাই নির্জন পরিবেশ।
![]() |
---|
সকাল সকাল এক পরিচিত সাপ ভাইপোর 🤣 সাথে দেখা মিললো। সাপ ও কিন্তু পরিচিত হয়; শুনতে একটু অবিশ্বাস্য মনে হবে কিন্তু এটাই বাস্তব। এই সাপটি খুব বিষাক্ত না, অন্যদিকে এই সাপ থেকে দক্ষিণাঞ্চলের ঐতিহ্য। যদি দক্ষিণাঞ্চলের কেউ এটাকে না চিনতে পারে তাহলে সে প্রকৃত দক্ষিণাঞ্চলের লোক বলে আমার মনে হয় না।
কারণ এই সাপের প্রিয় খাবার হলো মাছ, আবার এরা লবণাক্ত জলে বসবাস করতে পছন্দ করে। পাশাপাশি নর্দমা জাতীয় পুকুরে ও এরা থাকতে পারে। দশ বছর আগে আমাদের এখানে যে পরিমাণে মাছ পাওয়া যেতো এখন আর ঐরকম মাছ পাওয়া যায় না। মাছের পরিমাণ হ্রাসের সাথে সাথে এই সাপটিও বিলুপ্তির পথে প্রায়।
আমাকে দেখেই খাবার শিকার করা বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সাধারণত জল সরবরাহের পথে ছোট বড় মাছ উঠে আসেআঐ মাছ খাওয়ার জন্যই এই নেট দেওয়া জায়গায় ছিল সাপটা। আমি ছবিটা তুলেই দ্রুত স্থান ত্যাগ করলাম, কারণ পালানোর পাশাপাশি আমার ওপর সাপটার রাগ ও হচ্ছিল। কারো খাবারের সময় ব্যাঘাত ঘটলে রাগ হবে এটাই তো স্বাভাবিক।
![]() |
---|
ওহ! কয়েক বছরের পুরোনো একটা কচা গাছ মারা গিয়েছে যেটা এতোদিন আমার চোখে পড়েনি। তবে মাস চারেক পূর্বে আমি এই গাছটির ছবি তুলেছিলাম যখন গাছটির শরীর থেকে আঠা ঝরছিল। মূলত গাছের মধ্যে ক্ষতিকর পোকা ঢুকেই সমস্যাটা হয়েছিল।
আমার ফটোগ্রাফি সম্পর্কিত লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন সুস্থ্য থাকুন।
The TEAM FORESIGHT has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়া এডমিন মহোদয়া ম্যাম , আপনার উপস্থিতি ও সমর্থনের জন্য।