হাসপাতালে যে মানুষ কতোটা খারাপ অবস্থার সম্মুখীন হলে থাকে সেইটা আমিও জানি। তবে হ্যাঁ আপনার মতো এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আমার নেই। এতো দিন পরে বাড়িতে ফেরার কথা শুনতে পেলেই তো মন খানিকটা ভালো হয়ে যায়।
আমি যখন আমার বোন ও কাকিমার জন্য হাসপাতালে ছিলাম, রাতে তো ঘুম তো হতোই না। আবার সকাল হতেই অপেক্ষা করতাম কখন যেন বাড়ি থেকে কেউ একজন আসবে। অন্যদিকে, অসুস্থ মানুষটির চিন্তা সব মিলিয়ে একটা অস্বস্তিকর মূহুর্ত।
এই জন্যই হয়তো বড়রা বলেন যে রোগীর দেখাশোনা করতে করতে সুস্থ্য মানুষ ও একটা সময় অসুস্থ হয়ে পড়ে।
যাইহোক, অবশেষে এটাই আমার অভিমত ঈশ্বর যেন সব কিছু দ্রুতই ঠিক করে দেন। ভালো থাকুন দিদি আর নিজের খেয়াল রাখবেন।