বাস্তব অভিপ্রায় দিদি, তবে এটাকে আমরা শিক্ষা হিসেবে সকলে গ্রহণ করতে পারি না। আমার নিজের কথাই বলি কোনো কিছু যদি একবার নেতিবাচক ভাবি তাহলে সেইটা যেন ইতিবাচক এটা আমার বিশ্বাসই হয় না।
চৈত্র মাসের সেল
এই বিষয়ে আমার একদমই জানা ছিল না দিদি। সম্ভবত, এটা আমাদের এখানকার বৈশাখী মেলার মতো যেখানে বিচিত্র জিনিসের সমারোহ এবং সেই সাথে সাশ্রয়ী মূল্য।
আবার আপনার সম্পূর্ণ লেখা পড়ে উপলব্ধি করলাম যে ঈশ্বর ঈশ্বর নির্ধারিত কিছু বিষয় রয়েছে যেগুলো কোনো ভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব না।
অন্যদিকে যার কেউ নেই তাঁর সাথে ঈশ্বর সবসময়ই থাকেন। কারণ আপনার বিপদে এগিয়ে আসা মানুষগুলো নিঃসন্দেহে ঈশ্বরের ইচ্ছাতেই এসেছিল।
তবে দিদি, এই খারাপ পরিস্থিতি সম্পর্কে জেনে খুবই খারাপ লাগলো। পাশাপাশি, অনুরোধ করবো দিদি, সম্ভব হলে একবার ডাক্তার দেখাবেন।
প্রার্থনা করি ঈশ্বর যেন দ্রুত আপনাকে সুস্থ্য করে দেন।