The September contest #2 by sduttaskitchen| Significance of the term organised!

in Incredible India6 days ago (edited)
1000006413.jpgSource

Hello Steemians,
প্রথমেই শ্রদ্ধেয়া এডমিন মহোদয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দূর্দান্ত একটা বিষয়বস্তুতে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক দিন হলো কোনো প্রতিযোগিতায় আমি নিজেও অংশগ্রহণ করিনি। যে কারণে প্রথমে কপালে একটু ঘাম অনুভূত হয়েছে। এখন আমি আমার অভিজ্ঞতা থেকে প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।

How did you glance towards the word organised? Define!

সত্যি বলতে এটা সম্পর্কে বিস্তারিত তো কোনো ধারণা একটা সময় ছিল না। তবে ঘুরিয়ে পেঁচিয়ে এটাই ছিল পাঠ্যপুস্তকে এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকরাও এটা আমাদেরকে বুঝিয়েছেন। সংগঠিত শব্দটি আমার মধ্যে খুব ভালো ছিল না বিশেষ করে শিক্ষাজীবনে ।

1000006414.jpgSource

তবে হ্যাঁ , আমি শৈশব থেকেই সময় সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলাম। আমার শিক্ষা জীবনের রেকর্ড যে কখনোই আমি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রেয়ার মিস করিনি। এমনকি পরীক্ষা শুরুর পরে কোনোদিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাইনি , যে কারণে আমার পরীক্ষা চলাকালীন সময় কোনো সমস্যা ফেইস করতে হয়নি। তবে আমি আমার অনেক বন্ধুকে দেখেছি গোছানো না হওয়ার কারণে অনেক সময় পরীক্ষা মিস পর্যন্ত করতে হয়েছে। আমার কাছে Organized শবদটা ইতিবাচক এবং খুবই গুরুত্বপূর্ণ।

Are you an organised person in your personal and professional Life? Share!

1000006415.jpgSource

এটাই বাস্তব যে যেদিন আমি এই কমিউনিটিতে কাজ করা যথাযথভাবে শুরু করেছি ঐ দিন থেকে আমি কিছুটা সুসংগঠিত হয়েছি। নচেৎ আমার মতো অস্থির প্রকৃতির মানুষ এতোটা সময় একটানা নিয়মিত কাজ করেছি। এমনকি অনেকের তুলনায় খুব অল্প সময়ের মধ্যেই আমি প্রথম ডলফিন অর্জন করেছিলাম।

পাশাপাশি, আমি পথপ্রদর্শক ও নিয়মাবলীর কথা যুক্ত করবো। কারণ মানুষ আরামপ্রিয়তা পছন্দ করে, আমিও সেইটার বাইরে না। যদি খুব সহজেই কিছু পাই তাহলে কেন পরিশ্রম করবো? এটাই স্বাভাবিক ন্যায় কি?

সংগঠিত শব্দটির সাথে নিয়মাবলী ও যোগ করা যেতে পারে।

Do you believe organised work saves our time, energy and money? Justify your point.

অফলাইন ও অনলাইন - উভয় ক্ষেত্রেই আমার অভিজ্ঞতা আছে। তবে কাজের ক্ষেত্রে আমার অনলাইনেই সময় বেশি দেওয়া হয়েছে। এমনকি এখনো দিয়ে চলেছি। অনলাইন ও অফলাইন উভয় স্থানে সংগঠিত বা গুছিয়ে সব কিছু ম্যানেজ করতে হয়। নচেৎ কোনো কাজই সময়ের মধ্যে সঠিকভাবে শেষ করা সম্ভব না।

একটা বাস্তব ছোট্ট উদাহরণ দিই, সম্ভবত, ৭/৮ মাস আগের একটা মুহূর্ত যেখানে 3.2 টা Solona coin এর বিনিময়ে একটা NFT mint এর সুযোগ দেওয়া হয়েছিল। NFT এর Supply ও অনেক কম ছিল। যদিও মূল্য দেখে অনেকের মাথা ঘুরবে এতো ডলার! তবে এটাই বাস্তব যেটার mint শেষ হয়েছিল মাত্র ২২ সেকেন্ডের মধ্যে। ঐটা থেকে আমার লাভ হয়েছিল প্রায় আটশত ডলারের মতো। আমার কতো উপার্জন হয়েছিল এটা জানানো মোক্ষ্যম বিষয় না তবে এটা সঠিক যে সুসংগঠিত থাকার কারণেই আমি ওটা নিতে পেরেছিলাম। আর একটা তথ্য দেই সুসংগঠিত থাকার কারণে আমার কাছে ছয়টা মিন্ট সুযোগ ছিল। অনেকের কাছে যেটা স্বপ্ন ছিল।

সংগঠিত বা গোছানো এই শব্দটা অনেক ছোট কিন্তু অনেক মূল্যবান।

আমার লেখাটি এখানেই সমাপ্ত করছি। পাশাপাশি, @dexsyluz, @alexanderpeace & @nanidi তিনজন বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

Sort:  

Congratulations! Your post has been supported by our team

InShot_20250801_084743252.jpg

Curated by @ninapenda

 6 days ago 

@ninapenda, thank you so much ma'am.

Loading...
 5 days ago 

সময়ের কাজ সময়ে করা আমাদের সকলের জন্য ভালো। ক্লাস চলাকালীন কিংবা পরীক্ষা চলাকালীন সময়ে কখনও দেরি করতে হয়নি। আমি মনে করি, কিছু সময় হাতে নিয়ে আমাদের বের হওয়া উচিত ।প্রয়োজন হলে আমরা ২০ মিনিট আগে গিয়ে পৌঁছাবো। পরীক্ষা শুরু হওয়ার পরে পৌঁছালে মনে হয় পরীক্ষাটা তত ভালো হবে না।
কমিউনিটিতে খুব সুন্দর সুন্দর প্রতিযোগিতা চলছে কিন্তু এতটাই ব্যস্ত হতে হয়েছে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি না। আপনার প্রতিযোগিতায় এই পোস্টটি পরে অনেক ভালো লাগলো। প্রতিযোগিতার প্রতিটি প্রশ্ন আপনি খুব সুন্দর ভাবে উত্তর দিয়েছেন। আপনার জন্য রইল শুভকামনা।