ঐক্যিতাই সফলতার একমাত্র পরিভাষা।

in Incredible India2 years ago
IMG_20230203_003359.jpg

প্রিয় বন্ধুরা,
চলে এসেছি আরো একবার আপনাদের মাঝে তবে যে বিষয়টি আজকের লেখার শীর্ষক হিসেবে বেছে নিয়েছি, সেই বিষয় কথা শুরুর পূর্বে একবার জানতে চাইবো, কেমন আছেন আপনারা সবাই?

আশাকরি সকলে ভালো আছেন এবং কুশলেই নিজের নিজের দিন অতিবাহিত করছেন। সারাদিন এখন সেইভাবে এখানে লেখা পড়বার সুযোগ পাই না সময়ের অভাবে, তবে যখন লিখতে বসি তখন কমিউনিটিতে শীর্ষে থাকা লেখাগুলো পড়বার চেষ্টা করি।

বিগত বেশকিছুদিন ধরেই মনে হচ্ছিল এই কমিউনিটিতে সকলের কিছু বাড়তি প্রাপ্য পাওয়া উচিত কাজের ধরনের দিক থেকে বিচার করলে।

এখানে কাজ শুরু করবার পরে এমন কোনো কমিউনিটি সেই সময় দেখিনি যারা এতটা নিষ্ঠার সাথে কাজ করেছে।

সময়ের সাথে সাথে বহু কমিউনিটি গজিয়েছে, কিন্তু অনেক কমিউনিটি হারিয়েও গেছে। বেশ কিছু মাস সবরকম নিয়ম পালন করেও বিশেষ সুবিধা করতে পারিনি তারপর মনে হলো আরো অনেকের মতোই বট এর সাহায্য নিয়ে যেটুকু পাওয়া যায় সেটাই শ্রেয়।

এখন সেভাবেই চলছে, তবে আজকে সুনিতার লেখাটা পড়ে মনে হলো সত্যি এই কমিউনিটি এবং তৎসহ এখানের কর্মরত দায়িত্ববান কর্মকর্তারা এই সন্মান পাবার যোগ্য।

IMG_20230203_003711.jpg

IMG_20230203_003301.jpg

বেশকিছু উদাহরণ নিয়ে তাই বিষয়টি তুলে ধরতেই আপনাদের মাঝে আজকে আমার আসা। একটি গাছ অবশ্যই ছায়া প্রদানে সক্ষম কিন্তু একস্থানে থাকা অনেকগুলো গাছের মিলিত ছায়ার ক্ষমতা কিন্তু ততধিক বেশি।

আবার গাছ সঠিক পরিচর্চা না পেলে তাতে ফুল বা ফলের দেখা পাওয়া যায় না, ঠিক তেমনি আজকে কমিউনিটি কে জায়গায় গেছে তার পিছনে সুনিতার একাগ্রতা, নিষ্ঠা এবং হার না মানার জেদ যেমন ছিল তেমনি এখানে বেশকিছু এমন মানুষকেও সে যুক্ত করেছে যারা তার মতই নিষ্ঠার সাথে কাজ করে চলেছে।

ফলস্বরূপ আজকের এই সফলতা তারা উপভোগ করতে পারছে মিলিত ভাবে।

IMG_20230203_003238.jpg

IMG_20230203_003049.jpg

তবে একটি বিষয় আমি সকলের উদ্দেশ্যে এখানে জানাতে চাইবো সেটা হলো, সফলতা ধরে রাখতে হলে ঐক্যবদ্ধ থাকতো অত্যন্ত জরুরি।

এর পিছনে কারণ শুভাকাঙ্ক্ষী বেশে কিছু বন্ধুবেশি শত্রু এখানে সবসময় ঘোরা ফেরা করে, শুরুতে আমি বুঝিনি কিন্তু এমন অনেক বাস্তবিক ঘটনা ঘটেছে আর একা সেই ধকল আমায় এই কমিউনিটির অ্যাডমিনকে নিতে দেখেছি যে, তারপর এই ভাবনাটা সর্বাগ্রে মনে উদিত হয়।

কিছু মানুষ সবসময় নিজের ভাড়ার পূর্ণ করতে মানুষের সাহচর্যে আসে, কাজ উদ্ধার হয়ে যাবার পরে তাদের দেখা মেলে না এবং যাবার সময় বেশ ক্ষতি সাধন করে তবেই বিদায় নেই।

পরিশেষে তাই বলবো এখানের যোগ্য মানুষদের সজাগ থাকতে এবং দূরে থাকতে মরীচিকার হাতছানি থেকে।

ভালো থাকবেন সবাই এবং এই ভাবেই এগিয়ে চলুন আগামী পথ ঐক্যবদ্ধ ভাবে।

Sort:  
Loading...