ক্লে দিয়ে সুন্দর বিছানা সহ খাট তৈরি..

in Incredible India2 months ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আসলে নিজের শারীরিক সমস্যার কারণে রেগুলার পোষ্ট করতে পারতেছি না। ইনশাআল্লাহ খুব তারাতারি রেগুলার পোষ্ট করা শুরু করব। আজকে চলে আসলাম ক্লে দিয়ে নতুন একটা জিনিস তৈরি করে দেখাব। চলুন শুরু করি-

1000009007.jpg

ক্লে দিয়ে সুন্দর বিছানা সহ খাট তৈরি

উপকরণ-

১. ক্লে

প্রথম ধাপ:-

1000008994.jpg

1000008995.jpg

প্রথমে ক্লে গুলো নিয়ে নিলাম। এবার বেগুনি কালার ক্লে নিয়ে ছোট্ট ছোট্ট গোল আকৃতির বল তৈরি করে নিলাম অনেকগুলো। তারপর বলগুলো পাশাপাশি লাগিয়ে আয়তাকার তৈরি করে নিলাম চিত্রের ন্যায়।

দ্বিতীয় ধাপ:-

1000008998.jpg

এবার বেগুনি কালার ক্লে দিয়ে আবারও কিছু লম্বা মতো ছোট্ট ছোট্ট রোল করে নিলাম। এবার সেগুলো পাশাপশাি লাগিয়ে চিত্রের মতো তৈরি করে নিলাম।

তৃতীয় ধাপ:-

1000009000.jpg

এবার অন্য কালার ক্লে নিয়ে গেল বলের মতো করে নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে আয়তাকার তৈরি করে নিলাম। এটা মূলত বিছার তৈরির কাজে লাগবে।

চতুর্থ ধাপ :-

এবার বেগুনি কালার বল দিয়ে তৈরি করে রাখা জিনিসটা খাটের বডির মাথার দিকে লাগিয়ে দিলাম। এরপর লম্বা রোলের তৈরি বেড়াগুলো চারপাশ দিয়ে চিত্রের মতো লাগিয়ে দিলাম।

পঞ্চম ধাপ :-

1000009005.jpg

এবার অল্প কিছু ক্লে নিয়ে, হাতের সাহায্যে চাপ দিয়ে বালিশ তৈরি করে নিলাম৷ তারপর সেগুলো খাটের উপর দিয়ে দিলাম।

ষষ্ঠ ধাপ :-

1000009006.jpg

1000009007.jpg

এবার কিছু সাদা কালার ক্লে নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে বিছানার উপরের চাদর তৈরি করে নিলাম। কিছুটা হলুদ ক্লের মিশ্রন করে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে।

1000009010.jpg

1000009011.jpg

এভাবেই তৈরি করে ফেললাম ক্লে দিয়ে সুন্দর একটি বিছানা সহ খাট। আশা করি প্রতিটা ধাপ আপনারা বুঝতে পেরেছেন৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...