ক্লে দিয়ে সুন্দর বিছানা সহ খাট তৈরি..
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আসলে নিজের শারীরিক সমস্যার কারণে রেগুলার পোষ্ট করতে পারতেছি না। ইনশাআল্লাহ খুব তারাতারি রেগুলার পোষ্ট করা শুরু করব। আজকে চলে আসলাম ক্লে দিয়ে নতুন একটা জিনিস তৈরি করে দেখাব। চলুন শুরু করি-
উপকরণ-
১. ক্লে
প্রথম ধাপ:-
প্রথমে ক্লে গুলো নিয়ে নিলাম। এবার বেগুনি কালার ক্লে নিয়ে ছোট্ট ছোট্ট গোল আকৃতির বল তৈরি করে নিলাম অনেকগুলো। তারপর বলগুলো পাশাপাশি লাগিয়ে আয়তাকার তৈরি করে নিলাম চিত্রের ন্যায়।
দ্বিতীয় ধাপ:-
এবার বেগুনি কালার ক্লে দিয়ে আবারও কিছু লম্বা মতো ছোট্ট ছোট্ট রোল করে নিলাম। এবার সেগুলো পাশাপশাি লাগিয়ে চিত্রের মতো তৈরি করে নিলাম।
তৃতীয় ধাপ:-
এবার অন্য কালার ক্লে নিয়ে গেল বলের মতো করে নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে আয়তাকার তৈরি করে নিলাম। এটা মূলত বিছার তৈরির কাজে লাগবে।
চতুর্থ ধাপ :-
এবার বেগুনি কালার বল দিয়ে তৈরি করে রাখা জিনিসটা খাটের বডির মাথার দিকে লাগিয়ে দিলাম। এরপর লম্বা রোলের তৈরি বেড়াগুলো চারপাশ দিয়ে চিত্রের মতো লাগিয়ে দিলাম।
পঞ্চম ধাপ :-
এবার অল্প কিছু ক্লে নিয়ে, হাতের সাহায্যে চাপ দিয়ে বালিশ তৈরি করে নিলাম৷ তারপর সেগুলো খাটের উপর দিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপ :-
এবার কিছু সাদা কালার ক্লে নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে বিছানার উপরের চাদর তৈরি করে নিলাম। কিছুটা হলুদ ক্লের মিশ্রন করে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে।
এভাবেই তৈরি করে ফেললাম ক্লে দিয়ে সুন্দর একটি বিছানা সহ খাট। আশা করি প্রতিটা ধাপ আপনারা বুঝতে পেরেছেন৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.