হারিয়ে যাওয়া অতীত(Lost past)..
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
বয়স বাড়ার সাথে সাথে, আর প্রযুক্তির উন্নতিতে হারিয়ে যাচ্ছে আমাদের সোনালী অতীতগুলো। অতীতের ফেলে আসা মুহূর্ত আজ আমাদের কাছে কল্পনার মতো। ছোটবেলার স্মৃতিগুলে বার বার ফিরে পেলে কতই না ভালো হতো। আবার সেই মজা করা খেলা করা আর নিজের স্বাধীন মতো জীবন যাপন করা। কিন্তু জীবনের গতিপথ সব সময়ই পাল্টাতে থাকে। বয়সের ভারত্য আর পরিস্থিতির শিকারে মানুষ মন না চাইলেও অনেক কিছু করে। কত শখগুলোই এখন বালি চাপা দিতে হয়।
জীবনের রঙিন মুহূর্ত গুলো যেন হারিয়ে গেছে। যখন বাইরে ছোটদের নানা ধরনের খেলাধুলায় ব্যস্ত থাকতে দেখি, তখন মনে হয় আমিও যদি ফিরে যেতে পারতাম, কতই না ভালো হতো। আগে অবসর সময় গুলো বাড়ীর সবার সাথে কতো আনন্দে,, বিভিন্ন খেলা আর আড্ডায় কাটাতাম। কিন্তু প্রযুক্তির উন্নতিতে আজকে হাতে স্মার্ট ফোন আসাতে বাড়ী গেলে সারা দিন সেই ফোন নিয়েই ব্যস্ত সময় পার করি৷ আগেট মতো আর ভাই বোনদের সাথেও সময় কাটানো হয় না।
ছুটিতে বাড়ী গেলে সবাই মিলে কত মজা করতাম, আপু দুলাভাইরা আসলে ঘুরাঘুরি আড্ডা আর খেলার ধুম পরে যেত। কিন্তু আমি দিন দিন কেন জানি একা হয়ে যাচ্ছি৷ একা থাকতে ভালো লাগে। সব সময় যেন একটা গভীর চিন্তায় ডুবে থাকি। সব সময় যেন নিজের ক্যারিয়ার, চাকরি আর পরিবারের চিন্তা আমার মাথাটা নষ্ট করে দেয়। যত দিন না চাকরি পাচ্ছি এই সমস্যা আমার জীবন থেকে পিছনে হাটবে না।
দিন যত যাচ্ছে শরীরেও যেন নানা ধরনের রোগ বাসা বাধতেছে। কখনও মাইগ্রেন, তো কখনও ঠান্ডা কাশি জ্বর আবার কখনও শারীরিক দূর্বলতা। ঔষুধ খেতে খেতে জীবনটা যেন শেষ। যাই হোক কথা বলতেছিলাম অতীতের সেই দিনগুলো নিয়ে। তবে মাঝে মাঝে বাসায় যখন বোন ভাইয়েরা এক সাথে জরো হইতখন চেষ্টটা করি আগের সেই মুহুর্তগুলো একটু ফিরে পাওয়ার।
এই তো এবার ঈদে গত ১০ তারিখ মঙ্গলবার৷ আমার বোন আর দুলাভাই, আমাদের বাসায় এসেছিল। অনেক দিন পর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম লুডু খেলা যাক। এই খেলাটা অতীতে খুব বেশি খেলা হতো৷ কিন্তু সবাই এখন বাইরে চলে গেছে সবাই নিজ নিজ পড়াশোনা আর কর্মব্যস্ত থাকায়৷ আর সময় করে এক সাথে হয়ে ওঠা হয় না। আমি লুডু খেলার মনন্থির করি। এরপর আমাদের বাড়ীর বাইরে একটা ঘর আছে, যেটার চারিদিকের বেড়া দেয়া নাই। সেখানে বসলে বেশ ভালো প্রকৃতির বাতাস লাগে। মনোরোম একটা পরিবেশ।
যা কথা তাই কাজ, আমি দুলাভাই, আমার চাচাতো বোন আর চাচাতো ভাইয়ের মেয়ে একসাথে বসে গেলাম খেলা করার জন্য। এটা আপনারাও অনেকে খেলে থাকেন। অবসর সময় কাটানোর একটা ভালো মাধ্যম। তবে বর্তমানে এটাকে ঘিরে এক ধরনের জোয়া চালু হয়েছে যা টাকার বিনিময়ে খেলা হয়, যা একেবারে অবৈধ। আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। আসলে প্রতিটা জিনিসেরই ভালো এবং খারাপ দিক আছে। যা আমাদেরকে সব সময় মেনে চলতে হয়। তা না হলে জীবনের গতিপথ পাল্টে জীবনটা নষ্ট হয়ে যায়।
খেলার মাঝে আমরা একটু বিরতি নিয়েছিলাম এবং গরম থেকে একটু বাচার জন্য সবাই মিলে আইসক্রিম কিনে এনে খাওয়া শুরু করলাম। গত কয়েক দিন ধরে যা গরম পরা শুরু হয়েছে, জীবন অতিষ্ঠ ঘরে থাকা যাচ্ছে না। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা আবারও আমাদের খেলাধুলা শুরু করলাম। দুপুরের আগ পর্যন্ত খেলাধুলা করে আমরা বাড়ীতে চলে আসি। অতীতের সেই মুহুর্তগুলো কিছুটা হলেও আমরা ফিরে ফেলাম। আমার তো বেশ ভালো লাগতেছিল।
আপনারাও হয়ত আপনাদের অতীতকে এভাবে ফিরে পেতে চান। আপনারাও বাসায় ছুটিতে গেলে অতীতের কোন কোন মুহূর্ত গুলো ফিরে আনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমাদের সবার অতীতই সব সময় স্মৃতিময় হয়ে থাকে, আমরা সব সময় ফিরে যেতে চায় সেই অতীতে। কিন্তু সময় আর দায়িত্ব আমাদেরকে বেধে রাখে, যার ফলে ইচ্ছাগুলো বালি চাপা হয় পরে যায়।
যাই হোক আমার পোষ্টটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.