The September contest #2 by sduttaskitchen| Significance of the term organised!
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
আমাদের জীবনের চলার পথটা এতোটা সহজ না। নানা ধরনের পরিকল্পনা, ধৈর্য্য আর সঠিক দিকনির্দেশনার মাধ্যমে পথটাকে সহজ করে নিতে হয়। তবে সহজ করাটা আবার সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন আশেপাশের সকল মানুষ, পরিবেশের সমন্বিত চেষ্টা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা ব্যবসায়িক জীবন, যাই বলেন না কেন, সেখানে প্রয়োজন ধৈর্য্য ধারণ করে সুন্দর সংগঠিত একটি পরিকল্পনা আর রুটিন অনুযায়ী জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আপনাদের সাথে আমাদের জীবনের পথটা চলার ক্ষেত্রে সংগঠিত হওয়াটা কতটা জরুরি সেটা নিয়ে কিছু কথা শেয়ার করব।
আগেই ক্ষমা প্রার্থী, শিরোনাম ছাড়াই আজকের পোষ্টটা শুরু করার জন্য। আমি @sduttaskitchen ম্যামকে প্রথমেই ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য। বর্তমান সময়ে যেখানে আমাদের সবারই জীবন নিয়ে নানা ধরনের অভিযোগ, সেই দিক দিয়ে কিভাবে নিজেকে সঠিক ভাবে পরিচালনা করা যায়, তা হয়ত আমরা এই প্রতিযোগিতার পোষ্টগুলোর মাধ্যমে জানতে পারব।
আমি আমার কিছু বন্ধুকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারা হলেন @tammana,,,@rubina203,,@pinki.chak,,, নিম্নের দেওয়া লিংকের মাধ্যমে আপনারা খুব সহজেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণের মাধ্যম
জীবন চলার পথে সংগঠিত হওয়াটা কতটা জরুরি তা আমরা নিম্নের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হতে পারব। চলুন শুরু করি-
How did you glance towards the word organised? Define!
প্রথমে আগে সংগঠিত শব্দের অর্থটা আমাদের জানতে হবে। আমার ভাষায় যদি বলি, সংগঠিত হলো কোনো গোছানো জিনিসের মতো। যেখানে অনেকগুলো জিনিসের মধ্যে থেকে বাছাই করে বা কিছু বিষয় সংযোগ করে নতুন কিছু সৃষ্টি করা হয়, যা আমাদের কাজকে আরও সহজ করে। পড়াশুনার বিষয়ে যদি বোঝায়, তাহলে আমরা যে সন্ধি বিচ্ছেদ গুলো করি সেগুলো হল সংগঠিত শব্দ। যেখানে দুইটা শব্দের মিলনে নতুন করে শব্দ তৈরি করা হয়, যা নতুন ভাবে আগের দুইটা অর্থকেই প্রকাশ করে। যেমন ধরুন, ( বিদ্যা+ আলয় = বিদ্যালয়). মানে আপনাকে একটা শব্দ আর দুইবার উচ্চারণ করতে হচ্ছে না, আর এটাকেই সংগঠিত বলে। আমাদের জীবনের পথগুলোও যদি আমরা এভাবে সংগঠিত করে চালাতে পারি তাহলেই জীবনের সকল পথ চলা সফল হবে। আশা করি আপনারা সংগঠিত শব্দটার অর্থ বুঝতে পারছেন।
Are you an organised person in your personal and professional Life? Share!
হ্যাঁ! আমি আমার জীবনটাকে সংগঠিত উপায়ে পরিচালনার চেষ্টা করে যাচ্ছি। তবে আমি ১০০% হয়ত সকল ক্ষেত্রে সংগঠিত হতে পারি না, চেষ্টা করে যাচ্ছি। আসলে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে যদি আমরা শৃঙ্খলা, নিয়ম মেনে চলা আর ধৈর্য্যের ফল না দেখাতে পারি তাহলে কোন সময়ই সফল হওয়া যাবে না। আর এর জন্য দরকার সংগঠিত হওয়া। এর মানে হলো ব্যক্তিগত বা পেশাগত যেনোকোন কাজের আগে পরিকল্পনা করে, সিদ্ধান্ত নিয়ে সহজ ভাবে কাজটা সমাধানের চেষ্টটা করতে হবে। মনে রাখতে হবে, আমার মস্তিষ্ক সব সময় আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে না, এজন্য কিছু কিছু সময় আমাদের আশে পাশে থাকা মানুষদের সাথেও আলাপ আলোচনা করতে হয়। আমি যদি আমার কথা বলি, আমি আমার যেকোন কাজ করার আগে অবশ্যই আমার কোন বিশস্ত ব্যক্তির সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি, আমার জীবনে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তা তাকে জিগায়, তারপর সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নেই। তবে কিছু সময় আমি নিজেও ভুল করে বসি সংগঠিত উপায়ে কাজ না করার জন্য। আমরা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে কিভাবে সংগঠিত হতে পারি তার কিছু নির্দেশনা আমি আপনাদেরকে নিম্নে বলার চেষ্টটা করতেছি:-
(ক). প্রথম আমাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা বা পরিকল্পনা করতে হবে। তারপর সিদ্ধান্তের দিকে যেতে হবে।
(খ). পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, কাজটা যাতে সহজে করা যায় সেদিকে খেয়াল রেখে সামনের দিকে এগোতে হবে। এজন্য প্রয়োজন হলে আগে সব কিছু লিখিত ভাবে নিতে হবে।
(গ). সব সময় নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে সকলের সাথে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই ভালো ফল পাওয়া যাবে।
(ঘ). মনে রাখবপন, রাগের সময় এবং অচেতন অবস্থায় কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না, বা কাজ করা যাবে না।
( ঙ). খরচ যাতে কত হয়, এবং গুনাগুন যাতে নষ্টও না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
(চ). তারাহুরো না করে সব সময় ধীরে কাজ করতে হবে।
এধরনের নানা ধরনের বিষয়গুলো ক্লিয়ার হতে পারলেই আপনে একজন সংগঠিত মানুষ হতে পারবেন। মনে রাখবপন, সংগঠিত মানুষ ছাড়া কেউ বেশি দূর এগোতে পারে না। সঠিক পরিকল্পনা আর দিকনির্দেশনার অভাবে বেশির ভাগ মানুষ শুরুতেই হোঁচট খায়।
আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত একটা বিষয় শেয়ার করি, আমি ছোট বলা থেকেই যেকোনো কাজ করার আগে আমার একজন স্যারের সাথে পরিকল্পনা করে নিতে। তারপর তিনি সিদ্ধান্ত জানালে আমি ভবে পরিকল্পনা নিতাম৷ এতপ এখন পর্যন্ত খারাপ কিছু হয় নাই, সব সময়ই ভালো ভাবে জীবনে এগিয়ে যাচ্ছি। আপনারা যানে গত জুলাই মাসে আমি আমার জীবনের প্রথম চাকরি পায়, সেই সময়ও আমি চাকরিতে যুক্ত হবো কিনা, আমার জীবনে এটা কতটা ভাল বা খারাপ প্রভাব ফেলবে, তা সঠিক ভাবে নির্ণয় করার জন্য, আমি আমার পরিচিত বেশির ভাগ মানুষের সাথে আলোচনা করেছিলাম, এরপর সিদ্ধান্ত নিয়েছিলাম। এই আলোচনা আমার পথটাকে আরও সহজ করে দিয়েছি,। আমি জীবনে সংগঠিত হওয়ার পথে কিছুটা হলেও এগিয়ে গিয়েছিলাম। এজন্য আমি মনে করি আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে আমি অনেকটায় সংগঠিত।
Do you believe organised work saves our time, energy and money? Justify your point.
অবশ্যই, এটা আমি বিশ্বাস করি "সংগঠিত কাজ" আমাদের সময়, শক্তি এবং অর্থ সাশ্রয় করে। যেকোন কাজই সঠিক নিয়ম মেনে না করলে তাতে লাভের থেকে লোকসান বেশি হয়। আমরা সব সময় দেখি একটা বিল্ডিং তৈরির আগে নানা ধরনের পরিক্ষা নিরীক্ষার পর কাজ শুরু করা হয়। যার ফলে বেঁচে যায়, সময়, শক্তি ও অর্থ। একজন মিস্ত্রি চাইলেই একটা বিল্ডিং তৈরি করতে পারেন না, কারণ তার জন্য চায় সংগঠিত একটা নকশা। নকশা আর সঠিক পরিকল্পনা ছাড়া বিল্ডিং তৈরি করলে সেটা আমাদের জীবনের সমস্যাটা আরও বাড়িয়ে দিবে।
আমাদের জীবনটাও নতুন তৈরি বিল্ডিং এর মতো। যা তৈরি করার আগে সংগঠিত করতে হয় জীবনকে। কিভাবে জীবনের প্রতিটা পথ চলব, কিভাবে সময়কে কাজে লাগাব, কিভাবে নিজের অর্থ সাশ্রয় করব সবই আগে থেকে হিসাব করা উচিত। তাহলেই বিল্ডিং এর মতো দীর্ঘ দিন আমরা ভালো ভাবে চলতে পারব। সঠিক ভাবে কাজ করার মানে হলো সংগঠিত উপায়ে কাজ করা। যার ফলে সঠিক ভাবে কাজ সম্পূর্ণ হওয়ার পাশাপাশি কাজটা ছোট হয়ে যায়। অল্প সময়েই সম্পূর্ণ করা সম্ভব হয় ও গুনে মানে ঠিক থাকে। এজন্য আমি বিশ্বাস করি সংগঠিত কাজ, আমাদের সময়, শক্তি ও অর্থ সাশ্রয় করে।
আশা করি, আজকের পোষ্ট থেকে আপনারা এটা বুঝতে পেরেছেন, আমাদের জীবনে কেন সংগঠিত উপায়ে কাজ করা উচিত। আমি আমার মতো মতামত দেওয়ার চেষ্টটা করেছি, ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।