"আজকে তোমাকে অনেক বেশি মনে পড়ে...........!"

in Incredible Indiayesterday
IMG_20250807_073747_976.jpg

আমাদের এই ছোট্ট জীবন থেকে অনেক মুহূর্ত চলে যায় কিছু ভালো লাগার মুহূর্ত থাকে। আবার কিছু থাকে খারাপ লাগার। তবে প্রিয় মানুষগুলোর সাথে কাটানো মুহূর্তগুলো অনেক বেশি আনন্দময় হয়ে থাকে। আর যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের জন্য আমাদের মনের কোনে অন্যরকম একটা ভালো লাগা অবশ্যই থাকে। আজকে কেন জানিনা তাকে অনেক বেশি মনে পড়ছে। তার কথা বারবার মনে হচ্ছে মনে হচ্ছে তার সাথে কিছুটা সময় পার করলে হয়তো বা মনটা ভালো হয়ে যেত। তবে চাইলেই তো আর আমি তাকে ফিরে পাবো না। সে আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। এখন শুধু তার প্রতি আমাদের ভালোবাসাটা এবং স্মৃতিগুলোই রয়ে গেছে।

ছোটবেলায় সবার সাথে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো ছিল একেবারেই অন্যরকম, বিশেষ করে ঘরের বারান্দায় বসে যখন দাদীর কাছে বেহুলার গল্প শুনতাম। সেই মুহূর্ত ছিল আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। দাদি গল্প বলতে বলতে কান্না করত কারণ দাদী বেহুলার মত নিজের জীবনটা অনেক কষ্ট করে কাটিয়েছিল। আমার দাদীর মুখের সেই গল্প আমার কাছে রূপকথার গল্পের মত মনে হতো। আজকে দাদি নেই যখন সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করছি, তখন সত্যিই ওনার কথা খুব মনে পড়ছে।

IMG_20250807_073745_386.jpg

যে একবার এই পৃথিবী ছেড়ে চলে গেছে সে আর এই পৃথিবীতে কখনোই ফিরে আসবে না। তবে তার সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনটাকে অন্যরকম ভাবে আনন্দময় করে তোলে। আমাদের জীবনটা অন্যরকম ভাবে গড়ে তুলতে সাহায্য করে। আমার দাদী সব সময় একটা কথা বলতো, কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে দ্বিতীয়বার তাকে আঘাত করতে যেও না। চুপচাপ সেই জায়গা থেকে সরে আসো সে যদি বুঝতে পারে তাহলে সে নিজে এসে তোমার কাছে ক্ষমা চাইবে, আর যদি বুঝতে না পারে তাহলে তুমি চুপ থাকো। কারণ উপরে যিনি বসে আছেন তিনি সব কিছুই দেখছেন।

মানুষের জীবনটা অনেক সুন্দর সেই জীবনটাকে সঠিকভাবে উপভোগ করার জন্য, আশেপাশে থাকা কিছু স্মৃতি তার জীবনে অনেক বেশি প্রয়োজন। আমার ক্ষেত্রে যদি বলেন আমার ছোটবেলার স্মৃতি আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ মুহূর্ত। মায়ের হাতের বকুনি বাবার হাতের আদর। ভাইয়ের সাথে খুনসুটি সবকিছুই এখন স্মৃতি, তবে জীবনের জন্য এই মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল।

IMG_20250807_073742_573.jpg

সেই মুহূর্তগুলো কখন জীবন থেকে পার হয়ে গেছে বুঝতে পারিনি। তখন মনে হতো এটাই বুঝি জীবনের শেষ ভালোলাগার বিষয়, ভালোবাসার বিষয়। কিন্তু এখন মনে হয় সেই মুহূর্তগুলো আমাদের জীবনের জন্য অনেক বেশি স্পেশাল মুহূর্ত ছিল। সেই মুহূর্তগুলো যখন জীবন থেকে পার হয়ে গেল জীবনে নেমে আসলো দুশ্চিন্তা। এখন আর নিশ্চিত ভাবে ঘুমিয়ে পড়ি না যখন ঘুম আসে তখন আপনা আপনি ঘুমিয়ে পড়ি। জীবনের গল্পগুলো অনেক বেশি সোনালী ছিল, যখন ছোটবেলায় ছিলাম। এখন আর জীবনের ব্যক্তিগত কোন গল্প নেই সব কিছুই বাস্তব জীবনের অভিজ্ঞতা।

শ্রেষ্ঠ মুহূর্ত একমাত্র নিজের দাদির সাথে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো ছিল। বাবা-মায়ের সাথে অনেক গল্প আছে তবে সবকিছু তো আর একসাথে শেয়ার করা যায় না। আসলে তাকে হারানোর আজকে তিন বছর হয়ে গেছে, তার প্রতি আমাদের ভালোবাসা অনেক বেশি। আজকে তার কথা খুব মনে পড়ছিল, বাইরে যখন বৃষ্টি হতো তখন ঘরের মধ্যে আমাদের সাথে বসে গল্প করত আর বলতো যদি ভাজাপোড়া কিছু খাওয়া যায় তাহলে বেশ ভালই হয়। সবাই চেষ্টা করতাম তার মন রক্ষা করার জন্য। সৃষ্টিকর্তার কাছে একটাই দোয়া পরকালে যেন তাকে অনেক ভালো রাখে সে যেন ভালো থাকতে পারে এবং জান্নাতের রাস্তা তার জন্য যেন অনেক বেশি সহজ হয়। ভালো থাকবেন সবাই যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ছবিগুলো তিন বছর আগের কাটিং করার কারণে তারিখ পরিবর্তন হয়ে গেছে।

Sort:  
Loading...