"মন রক্ষা করার একটু চেষ্টা...................!"
![]() |
---|
ছোটবেলায় অনেক ছবি আঁকতাম, কিন্তু বড় হওয়ার পর থেকে আর কখনো চেষ্টা করা হয়নি। আমার ছবি আঁকার ইচ্ছে ছিল অনেক তবে সঠিকভাবে অঙ্কন করতে পারতাম না। যার কারণে মনটা খারাপ হয়ে যেত, তবে যতটুকু পারতাম মোটামুটি হয়ে যেত বিশেষ করে গ্রামীন দৃশ্য গুলো আমি অনেক বেশি পছন্দ করতাম। আর সেগুলোই প্রতিনিয়ত আকার চেষ্টা করতাম। কিন্তু আজকে ভাগ্নি বায়না ধরেছে। তাকে সুন্দর করে রাতার একটা দৃশ্য এঁকে দেয়ার জন্য, পাশে তাকে কিছু একটা লিখে দেয়ার জন্য। যদিও এর আগে কখনোই আমি এইভাবে আর্ট করিনি। তবে আজকে একটু চেষ্টা করলাম আসলে চেষ্টা করলে মানুষ একটু একটু করে কিন্তু অনেক কিছু করতে পারে।
দুপুরে খাবার-দাবার শেষ করে আমি আর্ট করার জন্য বসে পড়লাম। এরপর একটু একটু করে চেষ্টা করলাম আর চেষ্টা করার পর যেটা ফলাফল পেয়েছিলাম। এটা দেখে সত্যি কথা বলতে আমি একটু খুশি হয়েছিলাম। কারণ অনেক বছর পরে আমি রং খাতা আর্ট করার ব্রাশ হাতে নিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল একটু অন্যরকম ভাবে অঙ্কন করব, কিন্তু ও যেভাবে বলল আমি ঠিক সেভাবেই অঙ্কন করেছি। রাতের আকাশে চাঁদ তার সাথে মিটিমিটি তারা জ্বলছে। এরকম একটা দৃশ্য আঁকার জন্য প্রথমে তো আমি কাগজের মধ্যে কালো রং করে নিয়েছিলাম। তারপর তা ঠিক নিচেই আমি হলুদ কালারের রং করে নিয়েছিলাম। আরেকটু নিচেই আমি লাল রং টা করে নিয়েছিলাম মোটামুটি একটা পজিশন তৈরি করে নিয়েছিলাম।
এরপর প্রথমত আকাশে চাঁদ দিয়েছিলাম তারপর আকাশের তারা গুলো একটু চেষ্টা করে নিজের মত করেছিলাম, পরে চিন্তা করলাম যদি অন্যরকম ভাবে দেয়া যেত তাহলে হয়তোবা দেখতে অনেকটা আকাশের তারার মতই হতো। অনেক বছর পর চেষ্টা একটু ভুল হবে এটাই স্বাভাবিক। এরপর আমি নিচের দিকটাতে একটু ঘাস রাখার চেষ্টা করলাম, আর যেটা আসলে আমি গ্রামের দৃশ্যের মধ্যে দেয়ার চেষ্টা করতাম আগে। তবে আলহামদুলিল্লাহ এখানেও বেশ ভালোভাবেই আমি অংকন করতে পেরেছি, আর এখানে সাধারণত বড় কাগজ হলে বেশ ভালো হয়, অংকন করতে বা আর্ট করতে অনেক বেশি সুবিধা হয়ে থাকে।
এরপর ঘাসের উপর ফুল দেয়া থেকে শুরু করে প্রতিটা স্টেপ আমি অনেক সাবধানতার সাথে শেষ করার চেষ্টা করেছি। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে কি লিখলে ভালো হয়, প্রথমত ও বললো আরবিতে বিসমিল্লাহ লেখার জন্য। এরপর নিচে আমি নিজের মতো করে লিখে দিয়েছিলাম ভুলোনা আমায় এরপর ওর এবং ওর হাসবেন্ডের নামের অক্ষর আমি ওই আর্টের মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। আর্ট সম্পূর্ণ হওয়ার পর আমি যখন ওকে দেখিয়েছিলাম। ও তখন অনেক বেশি খুশি হয়েছিল এবং আমাকে জড়িয়ে ধরেছিল, এর চাইতে বড় পাওয়া হয়তোবা আর কিছুই হতে পারে না। অনেক বছর পর চেষ্টা করে এইটুকু করতে পেরেছি এটা দেখে আমি নিজে অনেক বেশি খুশি হয়েছি। যদি কখনো সুযোগ হয় বা সময় পাই তাহলে আবারও চেষ্টা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ।
Curated by: chant
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য। আপনাদের সাপোর্ট আপনাদেরকে নতুন করে কাজ করতে উৎসাহ দিয়ে থাকে।