"ভয়ংকর একটা দিন...............!"
![]() |
---|
অন্যদিনের মতোই সকালটা শুরু হয়েছিল, তবে আজকে আমার সাথে এমন কিছু ঘটে যাবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। আসলেই মানুষের সাথে কখন কি হয়ে যায় কেউ সেটা বলতে পারে না। আর অনলাইন জগতে আজকে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেছে। আজ পর্যন্ত আমার সাথে এমন কোন ঘটনা ঘটেনি, তাই তেমন কোন বিষয় নিয়ে সিরিয়াস হওয়ার মত কিছুই ছিল না। কিন্তু যখন পরবর্তীতে এখন পর এক কল আসা শুরু হয়ে গেল। তখন বিষয়টাকে একটু ভালোভাবে ঘেঁটে দেখার পর বুঝতে পারলাম, সত্যিই আসলে কোন কিছু একটা হচ্ছে।
সকালবেলা থেকেই নিজের মতো করে ফোনটা কয়েকবার ব্যবহার করেছিলাম। কিন্তু সঠিকভাবে হোয়াটসঅ্যাপ কিংবা imo যে ডোকা হয়নি, কেননা তেমন একটা প্রয়োজন হয়নি। তাই ওখানে গিয়ে ভালো করে দেখার অতটা আগ্রহ ছিল না। কিন্তু যখন দুপুর 12 টার সময় আমি আমার মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে ওপেন করলাম। তখন দেখতে পেলাম অন্যরকম একটা ঘটনা। আমি যেগুলো চ্যাট করেছিলাম সেগুলো খুজে পাচ্ছিলাম না, এরপর আমি আমার চ্যাট খুঁজতে খুঁজতে যখন আমি whatsapp ভালোভাবে ঘাটাঘাটি করলাম। তখন দেখলাম কেউ একজন আমার whatsapp হ্যাক করে নিয়েছে।
![]() |
---|
বিষয়টা কতটা ভয়ংকর হতে পারে আসলে আমি অনুমান করতে পারিনি। আমার প্রথমে মনে হয়েছিল আমিও হয়তোবা চ্যাট গুলোকে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে যখন আমি ভালোভাবে প্রত্যেকের এসএমএস দেখতে শুরু করলাম। তখন আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল, কারণ আমার পরিচিত অনেকের কাছেই এসএমএস করা হয়েছে টাকা চেয়ে। যখন আমি মেসেজ গুলো ডিলিট করতে লাগলাম, তখন অন্যরকম কিছু ছবি পাঠানো শুরু হয়ে গেল। যেটা আমার কাছে কখনোই ছিল না, তারপর কি করব বুঝতে পারছিলাম না। বলতে গেলে আমার মাথা একেবারেই নষ্ট হয়ে গেছে, কি করবো কিছুই বুঝতে পারছিলাম না।
বারবার এসএমএস আসতে শুরু হয়ে গেল, আর বারবার সবার কাছে একই ধরনের এসএমএস পাঠানো শুরু হয়ে গেল। সবার কাছে টাকা চাইতে লাগলো কেউ কেউ টাকা দেয়ার জন্য নাম্বার চাওয়া শুরু করল। যখন বিষয়টা দেখলাম কোন কিছু না ভেবে সাথে সাথেই একাউন্ট ডিলিট করে দিলাম। যদিও আমি জানি এটা রিকভার করা যায়, কিন্তু আমি যদি এখন রিকভার করতে যাই আমার আরো একঘন্টা সময় লাগবে। যার মধ্যে হয়তো বা অনেকেই টাকা পাঠানো শুরু করে দেবে এবং অনেকের কাছে অনেক ধরনের ছবি পাঠানো শুরু করে দেবে। যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সত্যি কথা বলতে এই অনলাইন জগতে তিন থেকে সাড়ে তিন বছরে, আজকের দিনটা হয়তোবা আমার অনেক বেশি ভয়ংকর ছিল। এত পরিমাণে ভয় পেয়েছি যেটা বলে বোঝানো সম্ভব না।
![]() |
---|
যারা এই কাজগুলো করছে আসলে তারা কতটা সঠিক করছে সেটা আমার জানা নেই। তবে আমাদের সবার সতর্ক থাকা উচিত, প্রতিটা অ্যাপস লগইন করা থেকে শুরু করে নিজেদের প্রাইভেসিটা ঠিক রাখা উচিত। তা না হলে হয়তো বা আরো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। একজনের সাথে যখন কথা বললাম তখন উনিও আমাকে জানালেন ওনার ও whatsapp কিছুদিন আগেই হ্যাক করা হয়েছিল। একটু আগেই আমার ছোট ভাই আমার কাছে কল করে বলল কেন টাকা চেয়েছি। তারপর আমি ওকে বিষয়টা খুলে বললাম। আসলে আমি তো কোন টাকা চাইনি, তাহলে কে এমন করল যাইহোক যে করেছে অবশ্যই তার বিচার উপরে যিনি আছেন, তিনি নিশ্চয়ই তার বিচার অবশ্যই করবেন। আর কিছুই বলার নেই।