Better Life With Steem || The Diary game || 05 August 2025 ||

in Incredible India2 days ago
Picsart_25-08-06_17-26-24-767.jpg

সবকিছুর অবসান ঘটিয়ে আবারো নতুন করে বাঁচার ইচ্ছাটা অনেকেরই থাকে। তবে ইচ্ছা থাকলেই তো আর সঠিকভাবে বাঁচা সম্ভব হয় না। তার পরেও কিছু মানুষ চেষ্টা করে বেঁচে থাকার জন্য, আমিও হয়তোবা তাদের মধ্যেই একজন। সবকিছু আগলে নিয়ে বেঁচে থাকার চেষ্টায় প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। আর এই লড়াই আমাকে আর কতদিন করে যেতে হবে মাঝে মাঝে এই কথাটা নিজের কাছে জানতে খুব ইচ্ছে করে। আর মাঝে মাঝে আমার প্রিয় মানুষগুলোর কাছে জানতে ইচ্ছে করে। আমি মানুষটা ঠিক কেমন হলে আমি সবার মনের মত হতে পারব। আসলে সবার মনের মত হওয়া এতটাও সহজ না। প্রতিনিয়ত চেষ্টা করার পরেও আমরা কিছু কিছু কাজের মধ্যে ব্যর্থ হয়ে যাই, কারণ আমরা সবার মনের মত হতে পারি না।

IMG_20250805_171126_277.jpg

IMG_20250805_171126_176.jpg

সকাল থেকেই আকাশ মেঘলা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু তারপরেও কিছু করার নেই নিজের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করে নিচ্ছি। তারপর দেখলাম শাশুড়ি একটা হাঁস জবাই করেছে এরপর হাঁস পরিষ্কার করতে করতেই আমার দুই ঘন্টা লেগে গেল। তারপর ওনাকে দিলাম কেটে দেয়ার জন্য, সত্যি কথা বলতে আমি হাঁস কাটতে পারি না আর আমি কখনো হাঁস কাটিনি। যাইহোক পরবর্তীতে রান্নাবান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। এক এক করে সমস্ত রান্না শেষ করলাম রান্না শেষ করতেই দুপুর হয়ে গেল। তারপর তাড়াতাড়ি করে গোসল করে নিয়েছিলাম। শরীরের অবস্থা মোটেও ভালো নেই অন্যদিকে হাতের মধ্যে তেলের ছিটকা পড়ে ফোসকা ফুটে গেছে, যার কারণে আরো বেশি খারাপ লাগছে।

IMG_20250805_171126_407.jpg

IMG_20250805_171126_344.jpg

IMG_20250805_171126_317.jpg

এরপর দুপুরে সবাইকে খাবার দিয়ে দিলাম, আমি নামাজ পড়ে তারপর ছোট ছেলেকে খাবার খাইয়ে দিলাম। এরপর আমি অল্প পরিমাণে খাবার খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম। আসলে বৃষ্টি কবে কমবে আর আমার শরীরটা খুবই ভালো হবে। এটা ভেবেই অনেক বেশি অবাক হয়ে যায়। যাইহোক তারপর একটু শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুম আসছিল না চোখ প্রচন্ড জ্বালাপোড়া করছিল। তারপর আবার উঠে গেলাম আরো কিছু কাজ ছিল সেগুলো সম্পূর্ণ করে, কবুতরগুলোকে আবারো খাবার দিয়ে তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছিলাম। আসলে অনেকদিন ওদের সাথে এভাবে সময় কাটানো হয় না। কেননা অনেক বেশি ব্যস্ততার মধ্যে আমার সময় কেটে যাচ্ছে। যাইহোক ওদের সাথে সময় কাটাতে পেরে অনেক বেশি ভালো লাগলো।

IMG_20250805_171126_483.jpg

IMG_20250805_171126_622.jpg

IMG_20250805_171126_430.jpg

এরপর নিচে এসে আসরের নামাজ পড়ে নিলাম। তারপর আমার লেখা কিছুটা লিখে রেখেছিলাম। আসলে সময়ের অভাবে কোন কিছুই করা হয়ে ওঠে না। সংসারের কাজগুলো কমপ্লিট করতে করতে সময়টা কবে চলে যায় সেটা বুঝতেই পারি না। যাইহোক সন্ধ্যার পর ছেলেদেরকে নিয়ে পড়তে বসেছিলাম। ওদের পড়া শেষ হলে আমি ওদেরকে রাতের খাবার খাইয়ে দিলাম। আমি খাবার না খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘুম আসছিল না কিছুক্ষণ এপাশ ওপাশ করছিলাম, আর এভাবেই আমার জীবন থেকে আরও একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...