Better Life With Steem || The Diary game || 26 August 2025||
আমাদের জীবনে বিপদ কখনো বলে আসে না। যে কোন মুহূর্তে কিন্তু যে কোন কিছু ঘটে যেতে পারে, তবে সব কিছুর জন্য আমাদের ধৈর্য ধারণ করা উচিত। বিপদের সময় অতিরিক্ত হা হুতাশ করলে আমরা কিন্তু কখনোই বিপদ থেকে উদ্ধার হতে পারবোনা, বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। নিজের মধ্যে ধৈর্য শক্তি ধরে রাখতে হয়। তাহলে কিন্তু আমরা বিপদ কাটিয়ে উঠতে পারব, একটা কথা মনে রাখবেন যখন আপনি সমস্যায় পড়বেন কখনোই আপনি অতিরিক্ত টেনশন করতে যাবেন না। আপনার জীবনে সমস্যা আসবেই মানুষের জীবনের সবচাইতে খারাপ মুহূর্ত হচ্ছে, যখন মানুষ বিপদে পড়ে আর বিপদে পড়ার পর মানুষের জীবনে এমন কিছু সিচুয়েশন চলে আসে, যেটা মানুষ কখনো কল্পনাও করে না।
ভালো-মন্দ মিলিয়ে আমাদের জীবন আর এই সমস্যা গুলোকে সমাধান করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত ধৈর্যের সাথে এগিয়ে যাওয়া উচিত। আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের দেখাবে অনেক বেশি আনন্দিত এটা ভেবে আমি এখনো এই পৃথিবীতে বেঁচে আছি। সকালের কাজগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছিলাম। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, নামাজ পড়েই ঘরের কাজগুলো শেষ করার চেষ্টা করছিলাম। কেননা আজকে একটু আমাকে আমার বাবার বাড়িতে যেতে হবে আমার বাবা খুব অসুস্থ। যাইহোক তারপর সকালের কাজগুলো শেষ করে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। কেননা তাদের পরীক্ষা তারা যখন পরীক্ষা দিয়ে আসবে তারপর আমি বাড়ি থেকে বের হব।
এরপর তারা যখন পরীক্ষা দিয়ে দুপুর ১ টার সময় বাড়িতে আসলো, তারপর তাদেরকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে আমি সোজা আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু দুপুর বেলা তাই গাড়ি পেতে আমার একটু সমস্যা হচ্ছিল, অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি পেয়ে গেলাম। এরপর আমি যেটা করলাম এখানে আসার পর মা বলল আগে ব্যাংকে যাওয়ার জন্য, কিছু টাকা তোলা লাগবে। এরপর আমি ব্যাংকে গেলাম ওখানে আসলে গিয়ে দেখলাম এত পরিমানে মানুষ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি আমার সিরিয়াল ধরতে পেরেছিলাম যাই হোক ওখান থেকে টাকা তুলে, তারপর বাড়িতে চলে এসেছি। আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে তাহলে আগামীকালকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হব।
এরপর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করেছিলাম, আসলে অতিরিক্ত জার্নি করার কারণে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। তারপর আমি কিছুক্ষণ শুয়ে পড়লাম আসলে চোখ বন্ধ করলেই মাথার ভেতরে কেমন যেন করছিল। তারপর আবার উঠে গিয়ে মাথায় বানিয়ে দিয়েছিলাম, সন্ধ্যার পর মা বারবার ডাকাডাকি করছিল কিছু খাওয়ার জন্য। কিন্তু আমার কোন কিছু খেতে ইচ্ছে করছিল না। শুধুমাত্র কয়েকটা বাদাম খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। অতিরিক্ত গরম তার উপরে জার্নি অনেক বেশি খারাপ লাগছিল, আর এভাবেই আমার গত কালকের দিনটা আমি পার করেছিলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।