"আমার ভাবনাগুলো...............!"
![]() |
---|
মাঝে মাঝে কিছু কিছু মানুষের আচরণ দেখার পর মনে হয়। তাদের সাথে আমার সম্পর্কটা কচু পাতার পানির মত। আমি তাদের জন্য যতই করি না কেন? দিন শেষে তাদের কাছ থেকে অবহেলা অপমান অভিযোগ এই ছাড়া কোন কিছুই শুনতে পাইনি আজ পর্যন্ত। সে মানুষগুলোর মুখ দিয়ে বের হয়নি এই মানুষটা তো আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু তার পরেও আমি তাদের প্রতি অভিযোগ রাখি না। তাদের সাথে অভিমান করি না। তবে হ্যাঁ যদি দেখি সেখানে আমার কোন মূল্যায়ন নেই। তখন চুপচাপ সেখান থেকে সরে আসি কারণ আমার কাছে মনে হয় যেখানে আমার মূল্য নেই সেখানে আমার থাকাটা অনেক বেশি ভয়ংকর।
অনেকে আমাকে মনে করে অন্ধ বোবা অনেকেই মনে করে আমি কোন কিছুই শুনতে পাই না। সত্যি কথা বলতে কি জানেন তো আমি সবকিছুই শুনতে পাই সবকিছুই দেখতে পাই। তবে কারো সাথে কোন কিছু প্রতিবাদ করার মত মন মানসিকতা এখন আর নাই। এখন মনে হয় চুপচাপ করে থাকাটাই ভালো। আমি কারোর আনন্দ শহরে গিয়ে যোগদান করার চাইতে। আমি আমার নিস্তব্ধ শহরে নিখোঁজ হয়ে যাওয়াকে অনেক বেশি গুরুত্ব দিতে পছন্দ করি। কারণ মানুষ আনন্দের সময় আপনাকে স্মরণ না করলেও, তার খারাপ সময় কিন্তু আপনাকে ঠিকই স্মরণ করবে।
![]() |
---|
হয়তোবা আমার কাছে এখন কিছুই নেই বা আমি কোন কিছুই করতে পারছি না। তবে আমার বিশ্বাস একদিন আমার আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দিবেন, যেটা পাওয়ার পর আমি অনেক বেশি খুশি হব। আমি অনেক ভালো থাকবো তবে কারো কাছ থেকে কোন কিছু পাওয়ার আশা করব না। যদি আমার জীবনে কোন কিছুর প্রয়োজন হয়। তাহলে আমি সেটা একমাত্র আমার উপরওয়ালার কাছ থেকে চেয়ে নেব। জীবনে বাধা-বিপত্তি আসবে তাই বলে চুপ করে বসে থাকলে হবে না। যা কিছুই হোক না কেন নিজের কাজের প্রতি অবশ্যই ফোকাস দিতে হবে। আসলে ব্যস্ততার কারণে সবকিছুই কেমন যেন এলোমেলো যতই চেষ্টা করি। সবকিছু গুছিয়ে নিচ্ছি তারপরেও হয়ে ওঠে না।
সারাদিন কাজ করার পর আসলে আবার এসে মোবাইল নিয়ে একটু কাজ করতে আর ইচ্ছে করে না। তখন মনে হয় একটু ঘুমিয়ে পড়লে হয়তোবা বেশ ভালই লাগবে। এই কয়েকদিন এভাবেই কেটে যাচ্ছে সামনে আরো হয়তোবা সপ্তাহখানেক এভাবেই কাটাতে হবে। তারপরেও বলবো মানুষ চাইলে কিন্তু তার ব্যস্ততা কাটিয়ে নিজের কাজের প্রতি ফোকাস করতে পারে। আমি যদি চাইতাম তাহলে অবশ্যই হয়তোবা পারতাম। কিন্তু সবকিছু সামলানোর পর নিজেকেই বড় অসহায় মনে হয় আর কোন কাজ করতে ইচ্ছে করে না। তখন মন চায় একটু শান্তি একটু নীরবতা আর নিজের সাথে না বলা কথাগুলো কারো সাথে শেয়ার করা। তবে সেটাও আমি করতে পারি না, কারণ আমার বিবেক আমাকে বাধা দেয়। বর্তমান সময়ে কিছু মানুষ আছে আপনার সাথে ঠিকই ভালো ব্যবহার করবে।
আপনার মনের কথাগুলো আপনার কাছ থেকে জেনে নেবে, আপনাকে বলবে সে কথাগুলো একান্তই গোপন রাখবে। কিন্তু যখনই তার সাথে আপনার পাঁচ থেকে ৯ সম্পর্ক হয়ে যাবে, তখন সে আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করা শুরু করবে। আপনার কথাগুলো আরো পাঁচ জন মানুষের কাছে শেয়ার করবে। এতে করে আপনার মান সম্মান নষ্ট হওয়া সম্ভব না অনেক বেশি থাকে। আপনি হয়তো বা তাকে বিশ্বাস করে কথাগুলো বলেছিলেন, কিন্তু সে আপনাকে ঠকিয়ে নিজেকে অনেক বেশি চালাক মনে করে। তাই অন্তত পক্ষে নীরব থাকুন নিজের মনের অনুভূতি যদি পারেন নিজের মধ্যে ধরে রাখতে না পারেন, তাহলে নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে প্রকাশ করুন। তিনি আপনার কথাগুলো সব সময় একান্তই গোপন রাখবেন।