"মুরুব্বী নাটক সম্পর্কে আমার মনের অনুভূতি.......!"

in Incredible India9 days ago
IMG_20250731_172024.jpg

আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শিক্ষা অবশ্যই গ্রহণ করে থাকি। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের বেশ কিছু নাটক আমাদেরকে আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়। গতকালকে যখন বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন উনি আমাকে একটা নাটকের নাম বললেন এবং বললেন নাটকটা দেখবে অনেক কিছু শিখতে পারবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছি, তারা শুধুমাত্র আমাদের ব্যস্ততা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। আমাদের ঘরে যে বৃদ্ধ মানুষগুলো রয়েছে তাদের দিকে খেয়াল করার মত মন মানসিকতা আমাদের আসলে হয়ে ওঠে না। কিছু কিছু পরিবারে আবার কিছু কিছু পরিবারের মধ্যে আছে, তারা কিন্তু তাদের বাবা-মা বৃদ্ধ যারা থাকে তাদেরকে অনেকটা সময় দেয়ার চেষ্টা করে।

আর কিছু কিছু ফ্যামিলিতে তাদের সমস্যা হলেও তাদেরকে দেখার সময় থাকে না। একটা সময়ের পরে কিন্তু আমরাও এই অবস্থানে চলে যাব, সময় পরিপেক্ষিতে সব কিছুই পরিবর্তন হয় সময়ের সাথে সাথে সবকিছুই নিজের অবস্থানে চলে যায়। আমাদের কে ও তাদের অবস্থানে যেতে হবে। সেই কথা চিন্তা করে হলেও অন্ততপক্ষে তাদের সেবা যত্ন করা উচিত। এই নাটক থেকে আমি যতটুকু বুঝতে পারলাম, একটা ফ্যামিলিতে যখন একটা বৃদ্ধ মানুষকে দেখাশোনা করা হয় না। তার খাবার ঠিকমতো দেয়া হয় না, তখন কিন্তু সেই মানুষটার ভেতর থেকে অনেকটাই ভেঙ্গে পড়ে।

IMG_20250731_172038.jpg

আমরা আমাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। কিন্তু বৃদ্ধ যে মানুষগুলো রয়েছে তারা খাবার খেয়েছে কিনা, সঠিক সময় তারা গোসল করেছে কিনা। তাদের আসলে কি খেতে পছন্দ এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি না। একটা মানুষের পছন্দ-অপছন্দ জানাটা অনেক বেশি প্রয়োজন, কিন্তু আমরা আমাদের নিজেদের পছন্দমত রান্না করি। সেই মানুষটাকে সঠিক সময়ে খাবার দেয়ার কথা চিন্তা করি না। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুপুরের খাবার রাতের খাবারের সময় শেষ হয়ে যাওয়ার পরে, আমরা তাদেরকে খাবার দিয়ে থাকি এটা করা মোটেও ঠিক না।

একা একা তারা ঘরের মধ্যে বসে সময় কাটায়, তাদের এই সময়টা তারা অনেক বেশি একাকীত্ব অনুভব করে। আসলে আমরা যখন বিশেষ করে একা থাকি তখন কিন্তু আমরা নিজেদের মোবাইল ফোন কিংবা নিজেদের আত্মীয়-স্বজনের সাথে কথা বলা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। কিন্তু একজন বৃদ্ধ মানুষের সেই সময়টাতে গিয়ে তার কোন বন্ধু নেই। যে সময়টাতে গিয়ে তার হাতে কোন স্মার্টফোন নেই। যে সময়টাতে গিয়ে তার সাথে গল্প করার মতো কোনো মানুষ নেই। সেই মানুষটা যখন দিনের পর দিন মাসের পর মাস একা একা বসবাস করে, তখন তার কাছে কেমন লাগে। এই খোঁজখবর আমাদের মধ্যে কারোর নেয়ার সময় হয়ে ওঠে না। একটা মানুষকে শুধুমাত্র খাবার দিলে তার ভরণপোষণ দিলেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না।

IMG_20250731_172125.jpg

IMG_20250731_172110.jpg

IMG_20250731_172053.jpg

একটা বৃদ্ধ মানুষকে দেখাশোনা করা থেকে শুরু করে তার ভালো মন্দ, তিনি কি খেতে পছন্দ করেন তিনি কোথায় যেতে পছন্দ করেন। কার সাথে গল্প করতে পছন্দ করেন এই বিষয়গুলোর অবশ্যই খোঁজখবর নেয়া উচিত। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। সময়ের সাথে সাথে আমরাও কিন্তু তাদের পর্যায়ে গিয়ে পৌঁছাব, হয়তোবা 10-15 বছর পরে কিন্তু আমার যদি তাদেরকে খেয়াল না করি। তাদের ভালো-মন্দের খবর না রাখি। তাহলে আমরা কিভাবে আশা করি আমাদের সন্তানরা আমাদের ভালো-মন্দের খেয়াল রাখবে। একটা বাচ্চার সামনে আপনি যতটুকু করবেন ওই বাচ্চাটা আপনার কাছ থেকে ঠিক ততটাই শিখবে। আপনি যদি তার সামনে ভালো কাজ করেন তাহলে সে আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবে। আর আপনি যদি তার সামনে খারাপ কাজ করেন, তাহলে কিন্তু সে খারাপটাই আপনার কাছ থেকে শিখবে।

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এমন অনেক নাটক রয়েছে। যেগুলো দেখার পর বাস্তবতা আমাদের চোখের সামনে চলে আসে। তারপরেও আমরা আমাদের নিজেদের মন খেয়াল মত চলতে থাকি। একটা সময়ের পর দেখা যায় আমরা নিজেরাই সেই বিপদের মধ্যে পড়ি। তাই আমার মনে হয় সবাই সতর্ক থাকা উচিত। আপনার পরিবারে থাকা বৃদ্ধ মানুষটার প্রতি একটু খেয়াল রাখুন। আপনার পরিবারে থাকা বৃদ্ধ মানুষটার ভালো মন্দের খোঁজখবর নিন। সে কোন খাবার খেতে পছন্দ করে এটা তাকে জিজ্ঞেস করুন। কার সাথে কথা বলতে পছন্দ করে সেই মানুষটার সাথে তার পরিচয় করিয়ে দিন। তাহলে দেখবেন অন্তত পক্ষে সেই মানুষটা ভালো থাকতে পারবে। দিনশেষে সেই মানুষটা এই পৃথিবী থেকে হাসিমুখে বিদায় নিতে পারবে।

IMG_20250731_172151.jpg

IMG_20250731_172138.jpg

আমি সবাইকে অনুরোধ করবো মুরুব্বী নাটকটা দেখার জন্য। আপনারা এই নাটকটা দেখবেন এবং এই নাটকটা থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। এই নাটকটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা মানুষ যখন একেবারেই অসহায় হয়ে পড়ে। তখন সেই মানুষটা মাঝে মাঝে দেখা যায় আত্মহত্যা করার জন্য পদ্ধতি গ্রহণ করে। যেটা করা মোটেও ঠিক না তাই আসুন আমরা আমাদের পরিবারের থাকা বৃদ্ধ মানুষগুলোর প্রতি খেয়াল করি। তাদের ভালো মন্দের খোঁজখবর নেই তাদেরকে এই পৃথিবী থেকে ভালোভাবে বিদায় দেয়ার চেষ্টা করি। দিনশেষে অন্তত পক্ষে আমরা নিজেরাও ভালো থাকতে পারবো। সবাই একটু সতর্ক হোন ভালো থাকার চেষ্টা করুন।

নাটক সম্পর্কিত সামান্য কিছু তথ্য......

Drama : Murubbi | মুরুব্বী
🎬 Script & Direction : Mohin Khan
🎭 Casting: Tuhin Chowdhury, Rabina Rafin, Fakhrul Basher Masum, Chittralekha Guha & Many More
🎬 Chief Assistant Directors: Shuvojit Roy, Khaled Hosain Jahid
🎥 Director of Photography (DOP): Sharif Rana, Siraj Khan
✂️ Editor: Alamin Hosen Najim
📸 Still Photographer: Mohammad Yousuf
Publicity Design : Rakib Hossain Abir

প্রতিটা ছবি youtube থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে!

লিংকে ক্লিক করে নাটকটা দেখে নিতে পারেন।