RE: Therapeutic Benefits of Essential Oils and Aromatherapy
আপনি ঠিকই বলেছেন আমাদের পাঁচ ইন্দ্রিয় খুব সঠিকভাবে কাজ করে। যেটা সৃষ্টিকর্তার কাছে থেকে পাওয়া সবচাইতে বড় একটা নেয়ামত। আমরা যখন কোন কিছুর গন্ধ পাই তখন সেই গন্ধ যদি ভালো হয়। তাহলে আমাদের সেই সময়টা অনেক ভালো কাটে। সেই সুগন্ধি যখন আমাদের সাথে অনেকক্ষণ যাবৎ থাকে। তখন আমরা বেশ ভালোই সময় কাটাই।আবার যখন গন্ধটা খারাপ হয় তখন কিন্তু খুব বাজে অবস্থা। এমন হয় যে আমরা অসুস্থ হয়ে পড়ে যার ফলে আমাদের নানা ধরনের সমস্যা দেখা দেয়। এই বাজে গন্ধের কারণে আমাদের শরীর অসুস্থ হয়ে, পড়ে অনেকটা বেশি।
আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন কোন ভালো জায়গায় আমরা যখন যাই তখন সেখানকার সুগন্ধি পেলেই আমরা সেখান থেকে আর ফিরে আসতে চাই না। কথাটা একদমই বাস্তব তার সাথে আপনি তেলের কথাও বলেছেন। আসলে বৈজ্ঞানিকভাবেই তেলের সুগন্ধি প্রমাণিত হয়ে। তারপরেই এটা প্রোডাক্ট হিসেবে বাজারে আসে। আপনি এটা উল্লেখ করেছেন, যে একজন মানুষকে কতটুকু তেল ব্যবহার করতে পারে। সেটাও কিন্তু বলা হয়ে থাকে। এবং কি কারনে তেলটা ব্যবহার করবেন, সেটাও আমাদেরকে বুঝেশুনে ব্যবহার করতে হবে।
আপনি তেলের কিছু উপকারিতা আমাদের সাথে শেয়ার করেছেন। যেটা পড়ে আমি খুবই আনন্দিত হলাম এবং উপকৃত হলাম। যে কথাগুলো আসলে আমি আদৌ জানতাম না। আপনার পোস্ট করে জানতে পারলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট। আমাদের মাঝে শেয়ার করার জন্য।
I am glad that you find the post useful