You are viewing a single comment's thread from:

RE: "The Weekly job I Concluded being a Co-Admin"

in Incredible India2 years ago

দায়িত্ব বেড়ে যাওয়ার কারণেই আপনার কাজের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে টিউটোরিয়াল ক্লাসে ম্যাম আমাদের সাথে দুইজন স্টিমিয়ান এর পরিচয় করিয়ে দিয়েছেন। যার মধ্যে একজন পুরনো এবং একজন নতুন। সত্যি কথা বলতে পুরনো যিনি রয়েছেন। উনার পোস্টের কোয়ালিটি এত পরিমানে ভালো যেটা হয়তোবা কল্পনার বাহিরে। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে একটা সপ্তাহের কার্যক্রম উপস্থাপন করার জন্য।ভালো থাকবেন।

Sort:  
 last year 

একদমই ঈশা নামের যে ইউজার গত টিউটোরিয়াল ক্লাসে যুক্ত হয়েছিলেন, ওনার লেখার মান অনেক উন্নত। এমনকি বিশাখা নামের ইউজারের লেখাও অনেক ভালো। তিনি একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে লেখা শেয়ার করেন। আপনাকে ধন্যবাদ আমার পোস্ট পড়ে নিজের মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।