You are viewing a single comment's thread from:

RE: be:-The February Contest#1 by sduttaskitchen|How can we overcome domestic violence?

in Incredible India6 months ago

প্রথমে আমি বলব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পারিবারিক সহিংসতা আমরা কিভাবে কাটিয়ে তুলতে পারি, সেটা আপনি চমৎকারভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আর্থিক সংকট এবং মানসিকভাবে যদি নিজেকে গড়ে তোলা যায় তাহলে কিছুটা হলেও পারিবারিক সহিংসতা দূর করা যায়।

আপনি বেশ কিছু টিপস আমাদের সাথে শেয়ার করেছেন তার মধ্যে ছিল মাদক থেকে বাচ্চাদেরকে দূরে রাখা খারাপ কাজ থেকে তাদেরকে অনেক বেশি সতর্ক থাকা এটা আমাদের প্রত্যেকের করা উচিত আমি দেখলাম আপনি প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর চমৎকার ভাবে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।