You are viewing a single comment's thread from:
RE: Incredible India monthly contest of February #2| Do you believe behind every successful man, there is a woman?
কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় তারা বলে মেয়েরা কিছুই করতে পারে না আমার কাছে মনে হয় সবাইকে একটু সুযোগ দেয়া উচিত কে কি করতে পারে তাহলে সবাই সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারবে আর আধুনিকতার ছোঁয়ায় মানুষ অনেক কিছু করার চেষ্টা করছে তাই মেয়েরা এখান থেকে পিছিয়ে না থেকে অবশ্যই কাজ করা উচিত নিজে দেখিয়ে দেওয়া উচিত সে কি কি করতে পারে।
এটা আপনি খুবই চমৎকার বলেছেন কিছু পরিবারে দেখা যায় যে মেয়েদেরকে অনেক ছোট করে দেখে তারা পাবে মেয়েদের দেশে হবে না।। আসলে এরকম ভাবার কোন কারণ নেই যে মেয়েদের দিয়ে কিছু হবে না।।
একটা কথা অনেকেই বুঝতে চায় না একটা মেয়ে যদি হাজারো কষ্ট সহ্য করে একটা সংসার টিকিয়ে রাখতে পারে তাহলে তাকে দিয়ে কি হবে এটা চিন্তা করার বাহিরে চেষ্টা করলে সবাই সবকিছু পারে তবে মেয়েদের ধৈর্যের পরিমাণটা একটু বেশি এটা অনেকেই বিশ্বাস করতে চায় না মেয়েরাও পারে যদি তারা সুযোগ পায়।