আপনি একেবারেই ঠিক বলেছেন আমরা অনেক বড় আঘাত কিংবা অনেক বড় বিপদ না হলে, সেগুলোকে মনে রাখতে কখনোই পছন্দ করি না। তবে আপনার সাথে যে ঘটনা ঘটেছে সেটা পড়ার পর এবং আপনার ছবি দেখার পর। সত্যি কথা বলতে খুব খারাপ লাগলো। আমি একবার তাকিয়ে আর তাকাতে পারলাম না। কারণ এই ধরনের রক্তমাখা কোন জিনিস আমি দেখতে পারি না।
অচেনা মানুষ আপনাকে সাহায্য করেছে আবার আপনাকে বাড়িতে পৌঁছে দেয়ার চেষ্টা ও করেছে। তবে আপনি সেটাতে নারাজ হয়েছেন। আসলে অন্যের হাত ধরে অনেকটা পথ হাঁটার পরে, যদি সেই মানুষটা হাত ছেড়ে দেয় ভরসা ভেঙ্গে দেয়। তাহলে বেঁচে থাকার কোন মানে হয় না। তাই আমার মনে হয় একা থাকাটাই ভালো। একা পথ চলার মধ্যে কিছুটা হলেও শান্তি আছে। জীবনে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে তার মধ্যে কষ্ট বেশি ছিল, ভরসা বিশ্বাস ভেঙে দেয়ার মানুষ অনেক বেশি ছিল। এখনো আছে তবে এখন একা থাকতে ভালো লাগে। আর মনে হয় চুপ থাকি, যে যা বলুক কিছুই যায় আসে না একা চলতে শিখে গেছি।