আসলে এত পরিমানে গরম শুরু হয়ে যায় পরিবেশটা একেবারে ভ্যাপসা হয়ে যায় যার কারণে আমরা আফসোস করতে থাকি যদি একটু বৃষ্টি হত তাহলে কতই না হতো আমাদের এখানে আজকে হালকা পরিমাণে বাতাস হয়েছে তবে বৃষ্টির কোন দেখা নেই আশা করি আমরা প্রথম দৃষ্টিটা উপভোগ করতে পারব অসংখ্য ধন্যবাদ বৃষ্টির দিনে আপনার মনের অনুভূতি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।