You are viewing a single comment's thread from:

RE: Better Life with Steem|| The Diary Game||09- May-2025||

in Incredible India2 months ago

আমরা সর্বদাই চেষ্টা করি আমাদের মা-বাবা সবাই ভালো থাকো আর এই মা দিবস উপলক্ষে আপনার মনের অনুভূতি আপনি চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন আমিও দোয়া করি পৃথিবীর সকল মা যেন এই পৃথিবীতে ভালো থাকে এবং প্রতিটা সন্তান যেন তার মায়ের মর্যাদা করতে পারে কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ধরনের ঘটনা চোখের সামনে ঘটে যাচ্ছে অথচ কিছুই করতে পারছি না মায়ের প্রতি সন্তানের এমন নিষ্ঠুর আচরণ আসলে সহ্য করা কখনোই সম্ভব না।

একটা সময়ের পর মানুষ আসলে আস্তে আস্তে অসুস্থতার মধ্যে ঘিরে ধরে আর একটু একটু করে নরম হওয়া শুরু করে আপনার মায়ের চাইতে আপনার বাবা অনেক বেশি অসুস্থ জানতে পেরে আসলে খুব খারাপ লাগলো তবে আপনার মা বর্তমান সময়ে একটু ভালো আছে জানতে পেরে খুশি হলাম তারা যেহেতু খুলনায় চলে যাবে তাই আপনি আগে থেকেই তাদের জন্য রান্নাবান্না করে ব্যাক করে রেখেছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনারা আরো একটা দিনের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

Sort:  
 2 months ago 

বর্তমান সময়ে খাবার-দাবারে অনেক ভেজাল রয়েছে। শাক-সবজি ,ফলমূল এগুলোতে ফরমালিন দেওয়া থাকে ,এমনকি সুস্থ হওয়ার জন্য যে আমরা ওষুধগুলো সেবন করে থাকি তাও অনেক ক্ষেত্রে নকল ওষুধ ব্যবহার করা হচ্ছে। যার জন্য আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আসলে আমরা সবাই চাই বিশুদ্ধ খাবার গ্রহণ করতে তবে কেউই চাষাবাদ করতে চাই না। সবাই চাই যেন কেউ চাষাবাদ করুক আমরা সেখান থেকে কিনে খাব। একজন চাষ করে যদি ১০ জন সেখানে গিয়ে ভাগ বসাই তাহলে ফরমালিন মুক্ত খাবার কীভাবে আশা করি। বর্তমান সময়ে সব কিছুর মধ্যে ভেজাল নকল রয়েছে শুধু ঔষধ নয়। যেটা নিতে যাবেন ওটার মধ্যে নকল। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য। সাবধানে থাকবেন।