You are viewing a single comment's thread from:

RE: কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি।

in Incredible India21 days ago

আপনি একেবারেই ঠিক বলেছেন বন জঙ্গলে যেই ফুল ফুটে থাকে তার মধ্যে কিছু ফুল বারো মাস ফোটে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে আপনার সাদা হলুদ ফুলটা অনেক বেশি ভালো লাগছে এরপরে দেখলাম বেগুনি কালারের ফুল এটা সাধারণত অপরাজিতা ফুল আমরা এখানে চাষ করে থাকি তবে ওখানে কি বলা হয়ে থাকে আমার জানা নেই যাইহোক চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

Sort:  
 21 days ago 

আমি ফুল দেখতে অনেক পছন্দ করি আমি সঠিক ভাবে ফুলের নাম খুব একটা জানি না সাধারণত জবা ফুল রজনীগন্ধা এমন ফুলের নাম কিছুটা জানি তবে অপরাজিতা ফুল বাংলাদেশের চাষ হয় কিনা এটা আমার জানা নেই তবে হতে পারে এবং আমার ধারণা করা ছবিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে আগ্রহ আরও অনেকটা বেড়েছে ফটোগ্রাফির প্রতি ভালো থাকবেন।

 21 days ago 

এই পৃথিবীতে হাজারো রকমের ফুল আছে সব ভুল ভালোবাসা প্রকাশ করে তবে তার মানে এই নয় যে আমরা সব ভুল সম্পর্কে অনেক কিছু জানতে পারবো আমিও ফুল সম্পর্কে অনেক কিছুই জানিনা তবে জানার চেষ্টা করি প্রতিনিয়ত যে ফুলগুলো আমার কাছে ভালো লাগে সেগুলোর ফটোগ্রাফি ধারণ করার চেষ্টা করি আপনার মত করেই আপনার ফটোগ্রাফির হাত অনেক ভালো এটা আমি বলতে দ্বিতীয়বার চিন্তা করব না।