The April contest #2 by the sduttaskitchen|Child marriages!

in Incredible India3 months ago
pexels-photo-1456613.jpeg

ছবির উৎস

বাল্যবিবাহ আমাদের জন্য খুবই সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে গ্রাম অঞ্চলে একটা জিনিস বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। একটা মানুষের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানেই হচ্ছে, সে বড় হওয়ার সাথে সাথে বিয়ে দিতে হবে। ততটাও বড় নয় যতটা বড় হওয়ার পর তাকে বিয়ে দেয়া প্রয়োজন। একটু বড় হলেই তাকে কিভাবে বিয়ে দেয়া যাবে। তার জন্য কি কি খরচ করা হবে সবকিছু রেডি করা শুরু করে। যখন তার বয়স ১৫ কিংবা ষোল তখন থেকেই তার বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। আর এভাবেই কিন্তু একটা মেয়েকে বাল্যকালে পরের ঘরে পাঠিয়ে দেয়া হয়। এটাকেই কিন্তু বাল্যবিবাহ বলা হয়ে থাকে। তবে বাল্যবিবাহ দেয়াটা কতটা যুক্তিপূর্ণ সেটা আমার জানা নেই। তবে আমার কাছে মনে হয় বাল্যবিবাহ দেয়ার চাইতে না দেয়াটাই উত্তম।

এই সপ্তাহে আমাদের এডমিন ম্যাম আমাদের জন্য চমৎকার একটা বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে তার আগে আমি আমার কয়েকজন বন্ধুকে এখানে আমন্ত্রণ জানাবো।

@sayeedasultana @hafizur46n @sahidfarabee

আপনারাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন।

Do you support early-age marriages? Share your opinion!

আমি কখনোই কম বয়সি বিবাহ সমর্থন করি না। যেটাকে বাংলা ভাষায় বাল্যবিবাহ বলা হয়ে থাকে। বাল্যবিবাহ মানেই হচ্ছে একটা মেয়ের জীবনটাকে ধ্বংস করে দেয়া। একটু একটু করে যখন মেয়েটি নিজের স্বপ্নগুলো সাজাতে শুরু করে। সেই সময় কিন্তু মেয়েদের স্বপ্নগুলো ভেঙ্গে দেয়া হয়। শুধুমাত্র এই বাল্যবিবাহ দেয়ার মাধ্যমে। আমি আমার দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজে যারা গণ্যমান্য মানুষ রয়েছে। অবশ্যই তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো। বাল্যবিবাহ দেয়া থেকে বিরত থাকুন। একটা মেয়েকে অন্ততপক্ষে স্বাধীনভাবে এই পৃথিবীতে বেঁচে থাকার একটা সুযোগ করে দিন।

Before thinking of marriage, which points should parents keep in their mind? And how we can reduce child trafficking!
pexels-photo-2060240.jpeg

ছবির উৎস

প্রথমে আমি বলব বিয়ে দেয়ার আগে বাবা-মায়ের যে বিষয়গুলো মাথায় রাখা অবশ্যই প্রয়োজন। প্রথম অবস্থায় যদি আপনার ছেলে হয়ে থাকে, তাহলে মেয়ের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আপনাকে জানতে হবে। আর যদি আপনার মেয়ে হয়ে থাকে তাহলে যে পাত্রের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দেবেন। সে ভালো কিনা তার ফ্যামিলি ভালো কিনা এই বিষয়গুলো যাচাই-বাছাই করতে হবে। আপনার ছেলে মেয়ের মতামতের উপর গুরুত্ব দিতে হবে। সমাজে অনেক ধরনের মানুষ রয়েছে। যারা কিনা আপনাকে মানসিকভাবে সামাজিকভাবে চাপ সৃষ্টি করবে। কখনোই সে চাপের উপর আপনাকে হার মানা যাবে না।

আপনার ছেলে বা মেয়ে মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত রয়েছে কিনা, তাদের মতামতের উপর গুরুত্ব দিতে হবে। একটা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, শুধুমাত্র দুইটা মানুষকে একত্রে জোড়া দিলেই কিন্তু তাদের ভবিষ্যৎ কখনো সুন্দর হয় না। আপনার মেয়ের উপযুক্ত বয়স হতে হবে এবং যার কাছে আপনি বিয়ে দেবেন, তারও উপযুক্ত বয়স হতে হবে। সে উপার্জন করার যে রাস্তা রয়েছে যদি সে রাস্তায় থাকে, যদি আপনার মেয়ে বিয়ে দেয়ার বয়স হয়ে থাকে। তাহলে সেই অনুযায়ী অবশ্যই বিয়ে দিতে হবে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি সুন্দর হয়, তাহলে তাদের ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হবে। পরবর্তী সময়ে যেন তাদের কোন সমস্যা না হয় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।

এবার আমি বলব আমরা কিভাবে শিশু পাচার থেকে নিজেদের পরিবার নিজেদের সন্তানদেরকে রক্ষা করতে পারি। প্রথম অবস্থায় আপনার শিশুকে অবশ্যই শিক্ষিত করতে হবে এবং আপনার পরিবারের মধ্যে যেন আয় করতে পারে, এমন একটা উৎস তৈরি করতে হবে। গ্রাম এবং শহরাঞ্চলে শিশু পাচারের যে বিষয়টা রয়েছে। সেই বিষয়টা নিয়ে প্রচার করতে হবে সমাজের মধ্যে নেতাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি কোন সমস্যা দেখা দেয় বিভিন্ন ধরনের রিপোর্ট আপনি একটা থানার মধ্যে লিখে রাখতে পারেন। যদি এই ধরনের কোন সমস্যা আপনার সম্মুখীন হতে হয়। অনেক বেশি সচেতনতার সাথে আপনার পরিবারের মানুষদেরকে নিয়ে আপনাকে সমাজের মধ্যে বসবাস করতে হবে। তাহলেই আপনি কিন্তু শিশু পাচার থেকে আপনার পরিবার আপনার সমাজ এবং গোটা দেশটাকে রক্ষা করতে পারবেন।

Do you believe proper education can play a significant role in avoiding such unlawful acts? What are they?
pexels-august-de-richelieu-4427611.jpg

ছবির উৎস

অবশ্যই আমি বিশ্বাস করি শিক্ষা এই ধরনের বেআইনি কাজ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা একজন শিক্ষিত মানুষ একজন বিবেকবান মানুষ কখনোই এই কাজগুলো করেনা। পরিবারের সবাই যদি শিক্ষিত হয় সমাজের প্রতিটা মানুষ যদি শিক্ষিত হয়। তাহলে তারা কিন্তু এই ধরনের বেআইনি কাজ কখনোই করতে দেবে না। আর এই ধরনের বেআইনি কাজ করা থেকে অন্যান্য মানুষদেরকে নিষেধ করবে। এজন্যই হয়তো বা কেউ একজন বলেছিলেন, আমার মনে নেই। তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একজন শিক্ষিত জাতি দেব।

একজন শিক্ষিত মা পারে একটা পরিবারকে শিক্ষিত করে তুলতে। পরিবারের প্রতিটা সদস্যকে শিক্ষার আলোয় আলোকিত করতে। আপনার মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে আপনি আপনার সমাজের মধ্যে ভালো কাজ করতে প্রতিনিয়ত চেষ্টা করবেন। এইভাবেই যদি প্রতিটা সমাজে অন্ততপক্ষে 1000 জন শিক্ষিত মানুষ থাকে, তাহলে কিন্তু সেই সমাজের মধ্যে কোন ধরনের বেআইনি কাজ কখনোই হবে না। তাই আসুন আমরা আমাদের সমাজের প্রতিটা মানুষকে শিক্ষিত করার চেষ্টা করি। একটু সচেতন করার চেষ্টা করি। তারা যেন এইসব বেআইনি কাছ থেকে নিজেদেরকে দূরে রাখে। বাল্যবিবাহ থেকে নিজেদেরকে দূরে রাখে। তাহলে দেখা যাবে তাদের মেয়েরাও শিক্ষিত হয়ে উঠবে সমাজ আরো বেশি আলোকিত হয়ে উঠবে।

আমি ঠিক জানিনা প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর সঠিক হবে শেয়ার করতে পেরেছে কিনা। তবে নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।