The September contest #2 by sduttaskitchen| Significance of the term organised!
কিছুদিন আগে গ্রাম থেকে এক বড় ভাই শহরে ঘুরতে এসেছিল। বিকেলবেলা আমাকে বললেন শহরের কোথাও তাকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। আমি তাকে নিয়ে জাতীয় উদ্ভিদ উদ্যানে গেলাম। প্রাকৃতিক পরিবেশে আমরা বেশ দারুন একটি বিকেল কাটিয়েছি। সন্ধ্যায় এক চায়ের দোকানে চা পান করতে করতে তিনি আমাকে বললেন, দেখ, গাছপালা, পুকুর, এগুলো তো আমাদের গ্রামেও আছে। বরং এখান থেকে আরও বেশি আছে। কিন্তু গ্রামের পুকুর, গাছপালা কখনো আমাকে এভাবে আকর্ষণ করেনি, যেভাবে এই উদ্যানের গাছগুলো করেছে। এর কারণটা কি তুই বলতে পারবি?
আমি কিছু বলতে পারলাম না। আমি কখনো এসব নিয়ে ভাবিনি। তিনিই আমাকে বললেন, এর কারণ হচ্ছে সাজানো গোছানো। এই উদ্যান দীর্ঘ সময় নিয়ে, পরিকল্পনা করে, সাজানো-গোছানোভাবে তৈরি করা হয়েছে। যাতে করে এখানে আসলেই আমাদের মন ভালো হয়ে যায়। উদ্যান দেখতে ভালো লাগে।

এটিই হচ্ছে সুশৃঙ্খল এবং সাজানো-গোছানো একটি কাজের আলাদা ক্ষমতা। একই জিনিস, যা আমরা প্রতিনিয়ত দেখি, সেই বিষয়ই যদি পরিকল্পনা মাফিক সাজানো-গোছানো যায়, তাহলে সেটি আমাদের আলাদা করে নজরে আসবে দেখে, ভালো লাগবে, মন কেড়ে নেবে।
আমাদের সকলের প্রিয় সুনিতা দিদির সেপ্টেম্বরে আয়োজিত দ্বিতীয় কনটেস্টে আপনাদের স্বাগতম। এই পর্বের টপিক খুবই সুন্দর। নামের মতোই সাজানো-গোছানো।
Q1: How did you glance towards the word organised?
Organized শব্দটি বেশ গভীর একটি শব্দ। সাধারণ একটি অর্থ দিয়ে শব্দটির মর্ম ব্যাখ্যা করা যাবেনা। আমি মনে করি, পৃথিবীর ভিত্তি দাঁড়িয়ে আছে এই শব্দটির উপর। প্রতিটি দেশের একটি করে সংবিধান রয়েছে। এই সংবিধান ওই দেশের একটি সংগঠিত ভিত্তি যার উপর দেশটি দাঁড়িয়ে আছে। যদি বিক্ষিপ্তভাবে, পরিকল্পনাহীন একটি সংবিধান রচনা করা হতো, তাহলে না থাকতো সেই সংবিধান, না থাকতো সেই দেশ।
বিশ্ব জয় করা কোন রাজা বা সেনাপতির জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই, তাদের ছিল বেশ সুসংবদ্ধ এবং গোছালো সেনাবাহিনী। হোক সেটা আলেকজান্ডার দি গ্রেট, তেমুজিন ওরফে চেঙ্গিস খান, অথবা খালিদ বিন ওয়ালিদ। এরা নিজেরাও ব্যক্তিগতভাবে ছিল গোছালো, তাদের নেতৃত্বাধীন সেনাবাহিনীও ছিল গোছালো। যার কারনে তারা পৃথিবী জয় করার সাহস করেছিল।
তাই আমি শুরুতেই বলেছি, এই শব্দটি কেবল সাধারন একটি অর্থ দিয়ে বিশ্লেষণ করা যাবেনা। কেউ যদি সত্যিকার অর্থেই গোছালোভাবে কাজ করতে পারে, তাহলে সত্যিকার অর্থেই সে বিশ্ব জয় করতে পারবে। আমার কাছে এই শব্দটি এতটাই শক্তিশালী।

Q2: Are you an organised person in your personal and professional Life?
যখন নবম শ্রেণীতে পড়তাম, তখন আমাদের এক শিক্ষক বলেছিলেন,
কারো যদি পড়তে মন না চায়, বই তাকে না টানে, তার উচিৎ টেবিল গোছানো। এভাবে একটা সময় বইয়ের সাথে তার একটি সম্পর্ক তৈরি হয় এবং একসময় পড়া শুরু করে।
কথাটি আমার বেশ মনে ধরেছিল। তারপর থেকে আমি সর্বপ্রথম টেবিল গোছানো শুরু করলাম। একটা সময় নিজের মধ্যে এই গোছালো ভাবটা চলে এসেছে। ফলে ব্যক্তিগত জীবনে আমি পুরোপুরি না হলেও কিছুটা গোছালো। অবস্থাটা এমন, যে কোন বিষয় আমি আগে পরিকল্পনা করি। কিভাবে কাজটি করলে সহজে এবং কম সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো সেই বিষয়ে ভাবি। একটা সময় দেখা যায় কাজটি আসলেই আমার জন্য সহজ হয়ে গিয়েছে।
কর্মজীবনে আমি একজন ফার্মাসিস্ট। ফার্মাসিস্টদের কাজ গোছালো হয়। আমিও তার ব্যতিক্রম নই। আমাদের কাজ একটি সিস্টেমের মধ্যে চলে। নিজে চাইলেও এই সিস্টেমের বাইরে যাওয়া যায়না। তাই কেউ চাইলেও, একজন ফার্মাসিস্ট অগোছালো হতে পারে না। ব্যক্তিগত জীবনে যেহেতু আমি কিছুটা হলেও গোছালো, তাই এখানে আরো গোছালো কাজ আমি করে থাকি।
Q3: Do you believe organised work saves our time, energy and money?
আমি অবশ্যই বিশ্বাস করি গোছালো কাজ আমাদের সময়, শক্তি এবং অর্থ সঞ্চয় করে। আমি দুটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে চাই। অনেক বছর আগে আমাদের এক প্রতিবেশী একটি ভারী কংক্রিটের ঢাকনা স্থানান্তর করবেন। আমরা ছয় জন শক্ত-সামর্থ্য যুবক গিয়েছিলাম কাজটি করার জন্য। আমরা অগোছালো ভাবে প্রথমে ঢাকনাটি উঠানোর চেষ্টা করলাম। কিন্তু আমরা উঠাতে পারলাম না। আমি বেশ হতবাক হয়েছি। আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না যে ঢাকনাটি আমরা তুলতে পারিনি। তারপর আমি চারজনকে ঢাকনার চার কোনায় পাঠালাম। দুজন রাখলাম মাঝখানে ধরার জন্য। এবার আমরা খুব সহজেই ঢাকনাটি স্থানান্তর করতে সফল হলাম।
ফার্মেসি এমন একটি স্থান যদি আপনার ধারণা না থাকে, কোন মেডিসিন কোন জায়গায় আছে, তাহলে আপনি সারাদিন খুঁজেও বের করতে পারবেন না। এ কারণে সব সময় ফার্মেসি গোছালো রাখতে হয়। কেউ কোম্পানি অনুযায়ী মেডিসিন রাখে, কেউ জেনেরিক অনুযায়ী মেডিসিন রাখে, কেউ indication অনুযায়ী মেডিসিন রাখে। কিন্তু কোন না কোন গোছালো নিয়ম সবাই অনুসরণ করে। অন্যথায় যে রেখেছে সে নিজেও খুঁজে পাবেনা।
এ দুটি উদাহরণ এই জন্য দিলাম, যাতে প্রমাণ হয়, কেবল শক্তি থাকলেই আপনি যেকোন কাজ করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে গোছালোভাবে না থাকলে, আপনি ওই কাজটি কখনো সম্পাদনই করতে পারবেন না।

পরিশেষে বলতে চাই, জীবনে গোছালোভাবে কাজ করলে কাজ অনেক সহজ হয়। সময় কম লাগে। পরিশ্রম কম করতে হয়, এবং কিছু কিছু সময় অর্থ ব্যয়ও কমানো যায়। তাই আমাদেরকে অবশ্যই কর্ম সম্পাদনের জন্য গোছালো হতে হবে। এর কোন বিকল্প নেই।
আমি আমন্ত্রণ জানাচ্ছি @kibreay001, @mohinahmed, এবং @shapladatta কে।
Contest Link
@radjasalman, thank you & your team.
This is such a good writeup @Sabbirakib. As a pharmacist, it is really very important to be organised otherwise, you will end up with no much sales at the end of the day. You may also loose customers and money as well. It will also save time; not everybody is patient.
That's true. Not everyone is patient.
Thank you for your supportive opinion.
hola, @sabbirahib tienes mucha razón la organización nos ahorra tiempo y no solo eso tambien nos aporta tranquilidad y menos estrés.
Por eso es muy importante equilibrar el tiempo y la mejor forma de hacerlo es organizandonos.
Saludos y éxito en el concurso.
Thank you for your kind words. Haha. You made a mistake, amigo. You used 'H' instead of 'K' while typing my username. I didn’t mind though. ❤️
Oh, no me di cuenta disculpa.
@sabbirakib.
It’s not a matter. All that matter is you wished me luck. ❤️