Incredible India Poetry Contest | Week 6 | Small moments of life

প্রিয় Incredible বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশাকরি, বেশ ভালো আছেন। বরাবরের মতোই আমাদের @mamun123456 ভাই চমৎকার একটি বিষয়ের উপর আরেকটি কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছেন। এজন্য শুরুতেই উনাকে ধন্যবাদ জানাই। এবারের থিম হিসাবে তিনি রেখেছেন জীবনের ক্ষুদ্র মুহূর্ত। অবশ্য তিনি সম্ভবত সুখস্মৃতি আশা করছেন আমাদের কাছ থেকে। তার চাওয়া অনুযায়ী আমি সুখস্মৃতিই লিখবো। তবে তার আগে, এমন চমৎকার কন্টেস্টে আমি আমন্ত্রণ জানাই @impersonal, @zulbahri এবং @mostofajaman ভাইকে।


IMG_20250421_121600_957.jpg

যখন তুমি এলে


যখন তুমি এলে, আমার ঘর আলো করে।
মনেহলো স্রষ্টা দিয়েছে আমায় উজাড় করে।
তুমি আমার সেই পাওয়া, যার জন্য ছিলো অপেক্ষা।
পেয়েছি জীবনে যতকিছু, তুমি উৎকৃষ্ট সর্বাপেক্ষা।

আমার পুত্র, আমার বাছা, আমার ধন।
তুমি এই মন জুড়ে আছো প্রতিটি ক্ষণ।
জেনে রাখো, আছো তুমি আমার রন্দ্রে।
তোমায় পেয়ে, মনে হয়েছে, আমি আছি চন্দ্রে।

মনেপড়ে সেই ক্ষণ, যখন তোমায় নিয়েছি প্রথম কোলে,
তোমার কানে দিয়েছি আজান, চোখ ভরা ছিলো জলে।
সে জল তো বেদনার ছিলোনা, ছিলো পরম পাওয়ার।
জেনে রাখো বাবা, আমার কাছে তুমি উর্ধ্বে সবার।

এখন তুমি হেটে বেড়াও ঘর, শব্দ করো অদ্ভুত।
তোমার হাসিতে রাগ আর ক্লান্তি আমার, হয় পরাভূত।
দোয়া করি বাবা, বড় হয়ে, রেখো মোদের মান।
কবিতা তোমায় উৎসর্গ করলাম, প্রিয় আইজান


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83R34kXBLphQ7cfrMVMDQE...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

কবিতার মূল বিষয় হচ্ছে আমার এক বছর বয়সী ছেলের জন্মক্ষণ। আমি সেই মুহূর্তটুকু বুঝাতে পারবোনা। এই অনুভূতি কোন ভাবেই প্রকাশ করা যায়না। কেবল তারাই বুঝবে যারা প্রথমবার বাবা হয়েছে। কত আবেগ, ভালোবাসা, আর প্রশান্তি যে সে নিয়ে এসেছে আমার জীবনে, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা। আমার ছেলের নাম আইজান আল-নাহিয়ান। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।


2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

Sort:  
Loading...