বিগ স্ক্রিনে খেলা দেখার মজাই আলাদা। এবারের বিশ্বকাপের ফর্মেশন কেমন হবে তা যদিও এখনও খোলাসা হয়নি, তবে আর্জেন্টিনার আবার কাপ জেতার সুযোগ আছে।
আমি আগে আর্জেন্টিনা সমর্থক ছিলাম। তবে এখন আর নিজেকে আর্জেন্টিনা সমর্থক মনেহয় না। আমি এখন আরও বড় পরিসরে প্রবেশ করেছি। আমি এখন লাতিন সমর্থক। সব লাতিন দলকে সমর্থন দিয়ে যাবো। সেটা আর্জেন্টিনা হোক বা ব্রাজিল বা উরুগুয়ে নতুবা ইকুয়েডর।