Contest of March#1 by @sduttaskitchen| Go Green

in Incredible Indialast year
Picsart_24-03-06_22-44-59-347.jpg

Hello friends

দেখতে দেখতে কিভাবে যেন সপ্তাহটা শেষ হয়ে যায়। মনে হয় সেদিন শুরু হল একেবারেই বিদ্যুৎ গতিতে সময় অতিবাহিত হতে থাকে। প্রতিযোগিতার বিষয়বস্তুটা দেখে লেখায় আগ্রহ জাগে মনে কিন্তু লিখব লিখব করে একেবারে শেষ পর্যায়ে এসে লিখতে বসলাম। প্রথমে আমি এডমিন ম্যাম কে অসংখ্য ধন্যবাদ জানাই এত যোগপোযোগী বিষয়বস্তূটি নির্বাচন করার জন্য। সবুজায়ন বিশ্ব পরিবেশ রক্ষায় খুবই প্রয়োজন। দিনে দিনে মরুময় হয়ে যাচ্ছে সমস্ত বিশ্ব। বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে আমাদের এই সবুজ পৃথিবী।

IMG20240306134441.jpg
IMG20240306171223.jpg

তাই এই পৃথিবীতে বাসযোগ্য করার জন্য সবুজায়নের বিকল্প নেই। এই সুন্দর একটি বিষয়ের উপর আলোকপাত করার জন্য আমি আমার কিছু বন্ধুকে নিমন্ত্রণ জানাচ্ছি ,যাতে করে তারাও তাদের অভিমত ব্যক্ত করার সুযোগ পায়।

@saha10

@tanay123

@farhanahossin

IMG20240306134646.jpg

এখন এই বিষয়ে আমি আমার অভিমত ব্যক্ত করার চেষ্টা করছি তো চলুন বন্ধুরা মুল পর্বে প্রবেশ করি। নির্ধারিত প্রশ্নগুলোর উত্তরদানের মাধ্যমেই আমি আমার অভিমত ব্যক্ত করার চেষ্টা করছি।

আমাদের জীবনে সবুজের তাৎপর্য শেয়ার করুন।

IMG20240305134706.jpg

আমাদের জীবনে সবুজের ভূমিকা অপরিসীম। আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন তা আমরা উদ্ভিদ থেকে পাই। তাই খুব সহজেই বোঝা যায় প্রাণীকূলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গাছপালার বিকল্প নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অবিচারে বৃক্ষ নিধন করছি যে হারে সে হারে বৃক্ষ রোপন করছি না । এর ফলশ্রুতিতে আমাদের এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে দিন দিন। আধুনিকতার ছোঁয়ায় আমরা নির্বিচারে গাছ কেঁটে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করছি। কিন্তু যেভাবে কাজ করছি সেভাবে আর গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছি না। তাই আমি বলবো প্রাণীকুলের অস্তিত্বের জন্য বা প্রাণীকুলের অস্তিত্ব রক্ষার জন্য সবুজায়নের ভূমিকা অনস্বীকার্য।

কিভাবে আপনি আপনার নিয়মিত জীবনধারা সবুজ ধরে রাখবেন?

IMG20240213174948.jpg
IMG20240213174817.jpg

আমি যেভাবে সবুজকে বাঁচিয়ে রাখতে পারি। তাহলো একটি গাছ কাঁটার প্রয়োজন হলে তাৎক্ষণিক আমি দুটি গাছ লাগানো। বাড়ির আশপাশের বিন্দু পরিমান জায়গা ফেলে রাখবো না। ফলজ এবং বনজ উদ্ভিদ বিপুল পরিমাণে লাগাবো। সবুজের ঘেরা পরিবেশ তৈরি করব। আর এভাবেই আমি আমার জীবন দাঁড়ায় সবুজকে ধরে রাখতে পারব। এই পৃথিবীতে সুন্দর এবং বসবাসের উপযোগী করার জন্য সবুজায়নের দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। একক প্রচেষ্টায় এটি সম্ভব নয়। সবাইকে সবার জায়গা থেকে নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণে উৎসাহিত করে তুলতে হবে সবাইকে।

কীভাবে আমরা তরুণ প্রজন্মকে 'গো গ্রিন'-এর মূল্য সম্পর্কে শিক্ষিত করতে পারি। বর্ণনা করুন।

IMG20240306134451.jpg

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই তরুণ প্রজন্মকে সবুজের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক জ্ঞান দিতে হবে। তাদেরকে বৃক্ষ রোপনের উৎসাহিত করতে হবে এবং মানব কুলের জন্য বৃক্ষের ভূমিকা অপরিসীম তা তাদের অন্তরে গেঁথে দিতে হবে।
তাহলে পৃথিবী হবে বসবাসের উপযোগী একটি স্থান। বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে এবং উপহার হিসেবে গাছ দিতে হবে। বৃক্ষরোপনে উৎসাহিত করার জন্য নানা ধরনের কর্মশালার‌ আয়োজন করতে হবে এবং এসব অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলে তারা বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে জানবে এবং সে অনুযায়ী কাজ করতে উদ্বুদ্ধ হবে।

আজ আর নয়, আজকের মত এখানেই লিখার সমাপ্তি টানছি বন্ধুরা।

পরিশেষে আমি বলতে চাই মানব কুলের অস্তিত্বের জন্য বৃক্ষরাজির ভূমিকা অপরিসীম। তাই বৃক্ষ রোদন রোধ করতে হবে এবং বৃক্ষরোপণ কর্মসূচি চালু করতে হবে।

আর নয় নির্বিচারে বৃক্ষরোদন, এই পৃথিবীকে বাঁচাতে বেশি বেশি করে, করি বিক্ষরোপণ এই স্লোগান কে সামনে রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।।

Sort:  
Loading...
 last year 

অনেক দেরিতে হলেও অংশ নিয়েছেন, অনেক দিন ধরে আপনার পোস্ট খুজছিলাম কিন্তু পাই না। অবশেষে পেলাম।

ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রশ্ন গুলোর সুন্দর উত্তর দেয়ার জন্যে। অনেক অনেক শুভকামনা

 last year 
  • হায় আল্লাহ আমি তো প্রতিদিনই পোস্ট লিখি।দেখেন না কেন,মনে হয় মন দিয়ে খুঁজেন না। তাই চোখে পড়ে না। খুব ভালো লাগলো মন্তব্য টি পড়ে। ভালো থাকবেন সবসময় ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই হাজারো ব্যস্ততার মাঝে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।
আপনার লেখা বেশ চমৎকার সেইসাথে ছবিগুলো অসম্ভব সুন্দর। আপনার ছবির মাঝে ফুটে উঠেছে আমাদের জীবনে সবুজ কতটুকু প্রয়োজন। আপনার প্রতিযোগিতার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 last year 
  • আপনিও খুব সুন্দর ভাবে পোস্ট লিখেন। জেনে আমারও খুব ভালো লাগলো আপু, আমার লেখা আপনার ভালো লাগে। আপনার জন্য ও শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

আমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে কেন এখানে @piya3 @mukitsalafi এবং @karobiamin71 থেকে কোন ভোট ছিল না, হ্যাঁ আমি এটাকে ভণ্ডামি বলে মনে করি। .

 last year 

Vote discussion is one kind of spamming. So, be careful about this.

And posting extra big ai generated comments is what ??

 last year (edited)

Which post? Have you detected?

This post https://steemit.com/hive-120823/@piya3/s9y005 was created by Ai , for sure , ... .
But -> what is Your take on the momentary dysfunctionality of the #STEEM , steemit.com , do You feel the same issues as we do ?
And if You do , what do You think we could do to solve them ??
Edits are not available , comments need hours to be displayed ... .

!invest_vote

 last year 

@udabeu

What you identified is completely wrong. It is Bengali language. So refrain yourself from making such comments without properly proving it with any tool of your choice.

Hope, you understand the point.

Here´s the point :
হাঁসির ভূতের গল্প

Byebye

ধন্যবাদ আপনাকে এই কনটেস্টে অংশ নেয়ার জন্য এখই সাথে এই আয়োজনে আমাকে অংশগ্রহণের দাওয়াত দেয়ার জন্য। আপনি আপনার লেখনিতে খুব সুন্দর ভাবে সবুজ তথা গাছের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন।ধন্যবাদ এত ভালো লেখা উপহার দেয়ার জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন।

 last year 
  • হ্যাঁ দাদা খুব সুন্দর ছিল একেবারের বিষয়বস্তুটি। একেবারেই যুগোপযোগী একটি বিষয়ের উপর লিখা ছিল। কারণ সবুজ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাছাড়া যেভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে ,একটা সময় মরুভূমি হয়ে যাবে আমাদের এই বাসযোগ্য পৃথিবী।

গতবছর গরমের তীব্রতা নিশ্চয়ই সবার মনে আছে।এবছর হয়তো আরও তীব্র হবে তাপমাত্রা। আর এইসব হচ্ছে বৃক্ষ নিধনের ফল।আমাদের সবার সচেতন হওয়া অতীব গুরুত্বপূর্ণ।

 last year 
  • একদমই তাই এগুলো সম্পূর্ণ আমাদের তৈরি করা দুর্যোগ। এখনই সময় সচেতন হওয়ার। তা না হলে আমাদেরকেই এর মাশুল দিতে হবে।
 last year 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতার মূল বিষয় ছিল সবুজ। আসলে সবুজ নিয়ে বলতে গেলে কোন কিছু বলে শেষ করা যাবে না। কারণ আমাদের বাংলাদেশের যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last year 
  • সেজন্যই তো কবি সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ বলে আখ্যায়িত করেছেন। যেদিকে তাকাই ওদিকে সবুজ আর সবুজ। এই সবুজ আমাদের জীবনের জন্য অপরিহার্য। তাই বেশি করে গাছ লাগাতে হবে গাছের যত্ন নিতে হবে।
 last year 

এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মন ভালো করে দেয় আর আজকের প্রতিযোগিতায় এরকম একটি বিষয় নিয়েছে।। আপনার প্রাকৃতিক ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।। ভালো লাগলো আপনার প্রতিযোগিতার পোস্টটি পড়ে ভালো থাকবেন।।

 last year 
  • যেখানে থাকি সেখানে আর প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। সবাই এসে খুব পছন্দ করে এই জায়গাটিকে। বিশেষ করে আমার নিজেরই খুব ভালো লাগে। তাই এখান থেকে অন্যত্র যেতে ইচ্ছে করে না। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
 last year 

কিছু কিছু জায়গা রয়েছে সেগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে।। আর যে জায়গাগুলো ভালো লাগে মানুষ সেখানেই যাইতে অনেক পছন্দ করে।।

Posted using SteemPro Mobile

 last year 

সবুজে ঘেরা প্রকৃতি দেখতে এমনিতেই অনেক খুব। সবুজ আমার সবসময়ই ভালো লাগে।মন ভালো করার একটি উন্নত উপায় হচ্ছে সবুজের সান্নিধ্যে যাওয়া।

Posted using SteemPro Mobile

 last year 

একদমই আমারও প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে। আমাদের এখানে যখন ধান রোপন করা হয় চারপাশ দেখতে তখন অনেক ভালো লাগে।।

 last year 
  • একদমই তাই, ওই সময়টাতে সবুজে সবুজ হয়ে যায় পুরো প্রকৃতি ,দেখতে অসাধারণ লাগে। প্রকৃতিকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া বড় দায়। ধন্যবাদ আপনাকে।
 last year 

প্রতিটি মানুষ চায় প্রাকৃতির মধ্যে হারিয়ে যেতে আর সৌন্দর্য উপভোগ করতে।।

 last year 
  • সবুজ পছন্দ করেন না এমন লোক খুব একটা দেখা যায় না। কারণ সবুজ প্রকৃতির কাছে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তাই আমাদের প্রতিনিয়তই সময় সুযোগ করে সবুজ প্রকৃতির সান্নিধ্যে যাওয়া উচিত।

Posted using SteemPro Mobile