You are viewing a single comment's thread from:

RE: Better life with steem || The Diary Game || 17 January

in Incredible India2 years ago
  • নিঃসন্দেহে আজকে আপনার মনটা খুব ফুরফুরা। একদমই তাই ভরা পকেট থাকলে মন মানসিকতা এমনিতেই ভালো লাগে। আমার তো মাসের ২০ চলে গেলেই, মন খারাপ হয়ে যায়। যখন স্যালারি টা পাই তখন একেবারে চাঙ্গা হয়ে উঠি। এরকম লটারি আমরাও করি আমাদের ওখানে। আমার অন্যান্য কলিজা পেয়েছে আমি হতভাগী এখনো পাইনি তিন তিনটে নাম একটা হতে পারে না বলেন তো। প্রতিমাসে আশায় বকব্যাধি এই বুঝি হল, না কোথায় কি। ক্যাশিয়ার কিন্তু আমি নিজেই লটারি তো নিয়ম কারণ রয়েছে তাই না, দুজনে মিলে হাঁস পরিষ্কার করবেনআর হ্যাংআউট উপভোগ করলেন, বাহ বেশ। এবারে হ্যাংআউট পুরোপুরি করতে পারিনি আমি কিচেন একটু দেরি হয়ে গিয়েছিল। মোটামুটি ভালই কাটলো আপনার দিন ধন্যবাদ
    আপনাকে।
Sort:  
 2 years ago 

যখন ঊঠবে দেখবেন পর পর আপনার নাম ঊঠে যাবে। এত টাকা তখন কি করবেন সেই প্ল্যান করুন।

ধন্যবাদ আপু।

 2 years ago 
  • আপনার মুখে জয় পদ্ম ফুটুক। তবে এখন একটু প্রয়োজন ছিল আমার। ওয়াশিং মেশিনটা না কিনলেই নয়। মন থেকে দোয়া করবেন তো একটু। একটা উঠলেই পঞ্চাশ হাজার। তারপর পর তিনটা উঠলে তো দেড় লাখ। ওরে বাবা।
    রাখবো কোথায় এত টাকা। ভালো লাগলো মন্তব্য পড়ে।
 2 years ago 

আপ্নার লাইফে তো দেখি সেভিংস আর সেভিংস। আসলেই তো এত টাকা রাখবেন কোথায়?

 2 years ago 
  • কোন নিরাপদ জায়গায় থাকলে বলেন কিছুদিনের জন্য রেখে দিব। বাণিজ্য মেলা চলছে। ইস কিছু টাকা যদি এবার পেতাম। দোয়া করবেন। একটি লটারি যাতে লেগে যায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দোয়া করি যেন খুব শীঘ্রই অন্তত একটা নাম আপনার ঊঠে। আপনার মনবাসনা পূর্ণ হোক।

 2 years ago 
  • হ্যাঁ ভাইয়া খুব দরকার। আসলে আমরা যারা চাকরিজীবী আমাদের তো প্রতিটা টাকা হিসেবে। হিসাবের বাইরে একটি টাকাও খরচ করার উপায় নেই। আল্লাহ যেন আপনার মুখে জয় পদ্ম ফুটায়। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile