"হাজবেন্ডের ছুটি আসার অপেক্ষা"

in Incredible Indialast month

আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আমার মনটা ভীষণ অস্থির আর খারাপ লাগায় ভরে আছে। আমার হাজব্যান্ড কর্মসূত্রে ঢাকায় থাকে। আমি গ্রামের বাড়িতে আছি আমার ছোট্ট মেয়েকে নিয়ে,সঙ্গে আছেন আমার শ্বশুর শাশুড়ি। সংসারটা তাদের সাথে কাটালেও ভেতরে এক ধরনের শূন্যতা রয়ে গেছে। কারণ সংসারের আসল সঙ্গীটা তো আমার হাসবেন্ড।

IMG_20250831_125908.jpg

কয়েকদিন ধরে আমি তার আশার অপেক্ষায় আছি। প্রতিদিনই ভাবি হয়তো কালকে চলে আসবেন। উনি ফোনে বলেন ছুটি হবে দুইদিন পর আসবো। আমি সেই আশাই মন ভরে রাখি। কিন্তু আবারো শুনি ছুটি মেলেনি। এভাবে দিন কেটে যাচ্ছে আর আমি শুধু অপেক্ষা করে যাচ্ছি। মেয়েটা ছোট সারাক্ষণ বাবাকে খোঁজে।

কখনো ফোনে বাবার সাথে কথা বললে সে খুশিতে লাফিয়ে ওঠে। কিন্তু ফোন বন্ধ হলে আবার কেঁদে বলে বাবা কই। তখন মনটা আরো ভারী হয়ে যায়। শশুর শাশুড়ি অনেকটা ভরসা দিলেও আসলে নিজের মানুষটা পাশে না থাকলে তো একদম ফাঁকা মনে হয়। ঢাকায় থাকা মানুষটা হয়তো ভীষণ ব্যস্ত অফিসের চাপ,কাজের দায়িত্ব এসবের মাঝেই তার দিন কেটে যায়। কিন্তু গ্রামের বাড়িতে আমার কাটানো প্রতিটি দিন যেন অনেক দীর্ঘ।

IMG_20250831_125928.jpg

বিকেলের পর যখন আকাশে লালচে রং ছড়ায় তখন মনটা বেশি খালি লাগে। মনে হয় উনি যদি পাশে থাকতো আমরা একসাথে বারান্দায় বসে গল্প করতাম। রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে হয় যদি উনি থাকতেন তাহলে হয়তো এমন নিঃশব্দ রাত হতো না। সংসারের ছোটখাটো সুখ দুঃখ কাজের কথা কিংবা মেয়ের আদুরে কান্ড সব শেয়ার করতে পারতাম। কিন্তু ফোনের কয়েকটা কথায় কি আর সেই শূন্যতা ভরে ওঠে? আমি জানি উনি চেষ্টা করছেন আসার জন্য। কিন্তু ছুটি না পাওয়াই আসতে পারছেন না।

IMG_20250831_130334.jpg

তবুও একজন স্ত্রীর মন তো শুধু যুক্তিতে চলে না, চলে আবেগে। তাই আমার প্রতিটি দিন প্রতিটা রাত তার অপেক্ষায় কাটে। আমি বিশ্বাস করি একদিন নিশ্চয়ই তিনি আসবেন আবার ঘর ভরে উঠবে তার উপস্থিতিতে। আমাদের মেয়েও খুশিতে বাবার কোলে ছুটে যাবে। আর আমি সব অভিমান ভুলে শুধু মনে মনে বলব এই অপেক্ষায়,এই কষ্ট আসলে ভালোবাসার আরেকটি রূপ।

শেষে এটুকুই বলবো স্বামী স্ত্রীর জীবনে দূরত্ব যতই আসুক না কেন ভালোবাসা শক্তি সব সময় আমাদের জুড়ে রাখে। আমি অপেক্ষা করছি সেই দিনের জন্য যখন আবার আমাদের ঘরে আনন্দ ফিরে আসবে আর আমার অপেক্ষার প্রহর ফুরাবে। আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এই অপেক্ষা সত্যি বড্ড কষ্টের কোনমতেই যেন শেষ হতে চায় না।
খুব ভালো লাগলো পোস্টটি পড়ে আর আপনার এই অপেক্ষা করার কষ্ট টা আমি কিছুটা হলেও বুঝতে পারছি কারণ আমি নিজেও এর ভুক্তভোগী। তবে খুব মন খারাপ করবেন না আশা করছি খুব শিঘ্রই চলে আসবে।

 last month 

প্রথমেই জানাই আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। এই অপেক্ষা যেন শেষই হচ্ছে না এরকম একটা পর্যায়ে পড়েছি। আমার কষ্ট বোঝার জন্য আপনাকে আবারো ধন্যবাদ, কারণ আপনি আমি একই ভুক্তভোগী। আপনিও ভালো থাকবেন এই আশাই করছি।

Loading...